| ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এবারের ফিফা দ্য বেস্ট পুরুষ্কার উঠছে যার হাতে

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৫ ১৭:৩৯:২৬
এবারের ফিফা দ্য বেস্ট পুরুষ্কার উঠছে যার হাতে

আজ ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। সোমবার (১৫ জানুয়ারি) লন্ডনে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে অনুষ্ঠানটি। এই ইভেন্ট চলাকালীন, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বছরের সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়দের পুরস্কার দেবে। জানা যাবে বর্ষসেরা কোচদের নাম।

২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত ক্লাব কিংবা জাতীয় দলের পারফরম্যান্সকে বিবেচনায় দেয়া হবে এই পুরস্কার। ২০২২ সালের ছেলেদের বিশ্বকাপের পারফরম্যান্স এখানে হিসেবে আসছে না। যদিও মেয়েদের বিশ্বকাপ বিবেচনায় নেয়া হবে, যেটি ২০২৩ সালের ১ আগস্ট শুরু হয়ে ২০ আগস্ট শেষ হয়।

এই নিয়ে তৃতীয়বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মর্যাদাপূর্ণ ইভেন্টেটি। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে লন্ডনে বসেছিল ‘দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় অনুষ্ঠিত অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাস অ্যাপস ও ফিফার ওয়েবসাইটে। অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী ও বিখ্যাত ফুটবলার থিয়েরি হেনরি।

এর আগে গত ডিসেম্বরে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। এতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন নরওয়েজিয় তারকা আর্লিং হালান্ড ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় আছেন স্পেনের আইতানা বোনমাতি, কলম্বিয়ার লিনদা কাইসেদো ও স্পেনের আরেক তারকা জেনিফার হারমোসো।

বর্ষসেরা কোচের লড়াইয়ের জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা। তার সঙ্গে লড়াইয়ে আছেন দুই ইতালিয়ান সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় আছেন মরক্কোর ইয়াসিন বোনো, ব্রাজিলের এডারসন ও বেলজিয়ামের থিবো কর্তোয়া।

ফুটবলের শীর্ষ পারফর্মারদের সম্মানিত করতে ১৯৯১ সালে চালু হয় ফিফার অ্যাওয়ার্ড। তখন নাম ছিল ‘ফিফা বর্ষসেরা খেলোয়াড়’। ২০০৯ সাল পর্যন্ত এই নামেই ছিল। তবে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিলে পুরস্কারটি দেয়া হয় “ফিফা-ব্যালন ডি’অর” নামে। এরপর ২০১৬ সাল থেকে হয়ে আসছে ‘দ্য বেস্ট’।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

নতুন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশ কততম

নতুন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশ কততম

এবার মেসির আর্জেন্টিনাকে পিছনে ফেলে শীর্ষে আসল ব্রাজিল। তবে এটি ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণে। বিশ্বে অনেক ...

একাদশে তিন পরিবর্তন এনে দল শক্তিশালী করার কারন জানালেন নির্বাচক রাজ্জাক

একাদশে তিন পরিবর্তন এনে দল শক্তিশালী করার কারন জানালেন নির্বাচক রাজ্জাক

জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন জয়ে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে ...

ফুটবল

বাংলাদেশ-জিম্বাবুয়ের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ-জিম্বাবুয়ের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবার (৭ মে) বিশ্ব ক্রীড়াঙ্গনে চলছে নানা আয়োজন। তৃতীয় টি-টোয়েন্টিতে আজ ...

ব্রাজিল-৫, আর্জেন্টিনা-১

ব্রাজিল-৫, আর্জেন্টিনা-১

মার্চের আন্তর্জাতিক বিরতির পর প্রায় সব জাতীয় দলই ম্যাচ খেলেছে। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো ছাড়াও দলগুলো ...



রে