শ্রীলঙ্কা সিরিজে একাদশে রাহী-সাদমান সুযোগ না পাওয়ার কারণ জানালেন নান্নু

ঘরের মাঠে সর্বশেষ সিরিজে দলে ছিলেন, একাদশেও ছিলেন। কিন্তু ঘরের মাঠের কৌশল করে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাদ দেয়া হলো এই পেসারকে।
আজ ২৪ এপ্রিল বিকেলে ঘোষণা করা হয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড। যেখানে দেখা যাচ্ছে আবু জায়েদ রাহী এবং সাদমান ইসলাম। ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ।
টিম ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে জানতে চাওয়া হয় আবু জায়েদ রাহীকে কেন দলে নেয়া হয়নি? জবাবে অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আবদুর রাজ্জাককে পাশে নিয়ে নান্নু বলেন, ‘রাহীর ব্যাপারটা হলো হোম সয়েলে (ঘরের মাঠে) খেলা। যখন বাড়তি সুইং দরকার হয়, বিদেশের মাটিতে ওকে নিয়ে আমরা চিন্তা করি।’
এ সময় রেজাউর রহমান রাজাকে কেন নেয়া হলো সে যুক্তিও তুলে ধরেছেন তিনি। নান্নু বলেন, ‘তো (রেজাউর) রাজা তো আমাদের এইচপি ট্রেনিংয়ে যথেষ্ট উন্নতি করেছে। ঘরোয়াতেও আমরা বেশ কিছু বোলিং দেখেছি। ভালো গতিতে বল করতে পারে। তো পেসের ভ্যারিয়েশনের জন্য এই জায়গাটায় আমরা একটু চেঞ্জ এনেছি।’
পরক্ষণে ইনজুরি শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। শরিফুলকে দলে রাখা হয়েছে। কিন্তু কেন? তার তো শারীরিক অবস্থাও ভালো না। এসব নিয়ে নানু বলেন, ‘এছাড়া কিছু ইনজুরি কনসার্নও আছে আমাদের। যেহেতু শরিফুল পুরোপুরি ফিট না, তবু আশা করছি ফিজিওর যে রিপোর্ট আছে আমাদের কাছে, প্রথম টেস্টে ওকে আমরা পেয়ে যেতে পারি। এছাড়া খালেদ আর এবাদত তো আছেই। যেহেতু হোম সয়েলে খেলা, তিনটা পেস বোলার তো লাগবেই। সে চিন্তা করেই রাজাকে ব্যাকআপ হিসেবে নেওয়া।’
নান্নু পরক্ষণে বোঝাতে চাইলেন, রাহীকে বাদ দেয়া হনি। ঘরের মাঠে খেলার কারণে আপাতত তাকে বাইরে রাখা হয়েছে। তিনি বলেন, ‘কিছু কিছু স্টেপ আছে প্লেয়ারদের কম্বিনেশন তৈরি করতে হয়। রাহী থাকছে না এটা ঠিক না। সে তো গত সিরিজেও দলে ছিল। যেহেতু হোম সয়েলে খেলা, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি হোম সয়েলে যেহেতু আমাদের অন্য একটা পরিকল্পনায় খেলা হয় তাই ওকে বাদ রেখেছি।’
মোস্তাফিজের বিষয়টা কী হলো? তাকে কি চিন্তায় আনেননি নির্বাচকরা? জবাবে নান্নু বলেন, ‘আমরা যতগুলো চুক্তির ক্রিকেটার আছে সবাইকে নিয়ে আলোচনা করি। মোস্তাফিজকে নিয়েও আলোচনা করেছি। এটা আমাদের মাথায় আছে। যখন দলের প্রয়োজন হবে তখন দেখবো। এখন আমরা প্রথম টেস্টের দল দিয়েছি। যদি দ্বিতীয় টেস্টে দরকার হয় তখন চিন্তা করবো।’
তাহলে সাদমানকে কেন বাদ দেয়া হলো? সে জবাবও দিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘যেহেতু হোম সয়েলে খেলা সাদমানকে আমরা অনুশীলন ম্যাচে দলে রেখেছি। আরও কিছু প্লেয়ার আছে ওই জায়গাটায়। তৈরি রাখা হচ্ছে সব প্লেয়ারকে। যাকে যখন দরকার হবে তখন নেওয়া হবে। এখন তো বায়োবাবলের রেসট্রিকশন নেইভ তাই যখন যাকে দরকার দলে নেয়া যাবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২০৩০ সালে ১ ভরি স্বর্ণের দাম কত হবে
- বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা : সরকারি ছুটি মিলবে ৬ দিন
- হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন; গুজবের আসল সত্য জানুন এখনই
- লাফিয়ে কমে গেল সোনার দাম, দেখে নিন আজকের দাম
- মারা গেছেন চিত্রনায়ক রুবেল, সত্যতা নিয়ে যা জানা গেল
- বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নতুন শর্ত
- নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরা পিছিয়ে দিলেন খালেদা জিয়া
- ঈদুল আজহা হতে পারে ৬ জুন, সরকারি ছুটি মিলতে পারে টানা চার দিন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উত্থানের পর বড় পতন
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ও ইন্টারনেট ভাতা চালুর উদ্যোগ
- সেনাপ্রধানের নামে ভুয়া দাবি: ব্যারিস্টার সুমনের মুক্তির আসল সত্য
- হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগে শরীর যে ৫টি সতর্ক সংকেত দেয়!
- পর্যটকের ক্যামেরায় ধরা পড়লো কাশ্মীর হামলার দৃশ্য
- ডিজেল ও পেট্রলের দাম কমালো সরকার
- ২০২৫ সালে এসে কত বছর খাজনা না দিলে জমি খাস হবে