জসীমপুত্র রাতুলের অকালপ্রয়াণ: যেভাবে মারা গেলেন এই তরুণ শিল্পী

নিজস্ব প্রতিবেদক: নায়ক জসীমের ছেলে এবং জনপ্রিয় ব্যান্ড 'ওন্ড'-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল গত রবিবার (২৭ জুলাই) আকস্মিকভাবে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এমন অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহশিল্পী ও ভক্তরা, কারণ মাত্র একদিন আগেও তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।
প্রতিদিনের মতোই রবিবার (২৭ জুলাই) দুপুরে রাতুল রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করছিলেন। সেখানেই হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে স্থানান্তরিত করা হয়। আইসিইউতে রেখেও এই তরুণ গায়ককে আর ফেরানো যায়নি। অল্প বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই গুণী শিল্পী।
প্রয়াত চিত্রনায়ক জসীমের তিন ছেলের মধ্যে রাতুল ছিলেন মেজ। বাবার পথ ধরে অভিনয়ে না এসে তারা তিন ভাই-ই সংগীত জগতে নিজেদের জড়িয়েছিলেন।
রাতুল ছিলেন 'ওন্ড' ব্যান্ডের পরিচিত মুখ। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে তাদের ইপি ‘এইটটিন’ও শ্রোতামহলে সমাদৃত হয়। 'ওন্ড' ছাড়াও রাতুল 'ট্রেনরেক' ও 'পরাহো' ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি 'অর্থহীন'-এর 'ফিনিক্সের ডায়েরি-১'-এর সাউন্ডের কাজ করেও পরিচিতি লাভ করেন। তার আরেক ভাই এ কে সামী একজন ড্রামার।
মাত্র একদিন আগেই রাতুলকে তার ভাই এ কে রাহুলের সঙ্গে ফেসবুকে মজার খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছিল। রাহুল মোহাম্মদপুর থানার ওসির একটি মন্তব্য নিয়ে তৈরি করা ফটোকার্ড শেয়ার করেছিলেন, যেখানে ওসির মন্তব্য ছিল, "আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!"
ওই পোস্টের কমেন্টেই রাতুল তার ভাইকে উদ্দেশ্য করে লিখেছিলেন, "নোকিয়া ১১০০ সবার জন্য দেখ তাহলে একটা করে!" জবাবে রাহুল বলেছিলেন, "ওইটা দিয়ে তো মাথায় বাড়ি দিলে আরও সহজে ছিনতাই হবে।"
দুই ভাইয়ের এই খুনসুটি এখন ভক্তদের আবেগে ভাসিয়ে তুলছে। অনেকেই আক্ষেপের সুরে বলছেন, "মাত্র একদিন আগেও সুস্থ-সবল মানুষটা এখন দুনিয়াতেই নেই!"
উল্লেখ্য, রাতুলের বাবা ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক জসীম মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান। মৃত্যুর দুই যুগ পরও খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসীম ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দুবাইতে চুরি: ৫ প্রবাসীর যাবজ্জীবন ভিসা বাতিল ও কারাদণ্ড
- ক্যানসারের যেসব প্রাথমিক সতর্ক সংকেত উপেক্ষা করলেই বিপদ
- উড়োজাহাজ দুর্ঘটনার আগে রহস্যময় ফেসবুক পোস্ট: নেপথ্যে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র
- দুই বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস: সারাদেশে বর্ষণ অব্যাহত থাকবে
- সৌদি আরবে ভিসার মেয়াদোত্তীর্ণদের জন্য ৩০ দিনের বাড়তি সুযোগ!
- টানা বৃদ্ধির পর কমলো সোনার দাম: প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫৭৪ টাকা হ্রাস
- দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশের বাজারে সোনার দাম কমলো: নতুন দর কার্যকর
- সৌদি রিয়ালের বিনিময় রেটের বড় লাফ
- ইতিহাসের সর্বোচ্চ বাড়ল সোনার দাম
- ভারতের চাপে ভেস্তে গেল আওয়ামী লীগের দিল্লি সম্মেলন
- মালিকানা ছাড়াই বাইক চালাবেন যেভাবে – জানুন আইন
- পাকিস্তানের বিপক্ষে ২য় টি টোয়েন্টিতে পালটে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখে নিন ম্যাচ সময়
- চাঞ্চল্যকর ঘটনা: দেড় মাস পর স্ত্রীর পুরুষ পরিচয়, হতবাক স্বামী
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠিত