| ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

লাইভে এসে নিজের আসল ফেসবুক আইডি জানালেন শাবনূর, ভক্তদের সতর্ক করলেন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৭ ০০:০১:২২
লাইভে এসে নিজের আসল ফেসবুক আইডি জানালেন শাবনূর, ভক্তদের সতর্ক করলেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের আসল ফেসবুক আইডি ও পেইজ সম্পর্কে ভক্তদের সতর্ক করেছেন। তিনি জানান, তার নামে যে অসংখ্য ফেইক পেইজ ও আইডি ঘুরে বেড়াচ্ছে, সেগুলোর কোনোটি-ই তার নয়।

শনিবার দুপুরে একটি গাড়ির ভেতর থেকে লাইভে এসে শাবনূর বলেন, অনেকেই বিভ্রান্ত হচ্ছেন কোনটা তার আসল আইডি, আর কোনটা নকল। তাই নিজেই সরাসরি এসে বিষয়টি স্পষ্ট করেছেন।

তিনি বলেন, "তোমরা অনেকেই জানতে চাচ্ছো এটা আমার আসল আইডি কি না। তাই আজকে আমি এই পেইজ থেকেই তোমাদের সামনে এসেছি। আমি নিজেই এই আইডি ও পেইজ পরিচালনা করি। আমার একটাই আইডি এবং একটাই পেইজ।"

শাবনূর জানান, তার অফিসিয়াল ফেসবুক পেইজের নাম ‘Shabnoor’ এবং আইডির নাম ‘Shabnoor Shabnoor’। এর বাইরে অন্য কোনো বানানে যেসব পেইজ বা আইডি খোলা হয়েছে, সেগুলো তার নয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, "কে বা কারা আমার নামে এতগুলো ফেইসবুক আইডি বানাচ্ছে বা পেইজ চালাচ্ছে, আমি জানি না। কেউ কেউ আবার ভেরিফাইডও করে ফেলেছে। এটা কে করছে বা কী উদ্দেশ্যে করছে তাও পরিষ্কার না। তবে এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না।"

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, "আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি যে কখনো ভাবিনি আইডি বা পেইজ ভেরিফাই করা লাগবে। মনে হয়েছে এতে কোনো ইনকাম হয় না, তাই দরকারও নেই। কিন্তু এখন যেহেতু অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, তাই সবাইকে সচেতন করতে লাইভে আসা।"

অনেক বছর ধরে সিনেমা থেকে দূরে থাকলেও শাবনূর জানান, তিনি কাজের মাধ্যমে আবারও সামনে আসবেন। অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করলেও ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরে সিনেমায় ফেরার ঘোষণা দিয়েছিলেন তিনি। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের এপ্রিল মাসে ‘রঙ্গনা’ সিনেমার শুটিং দিয়ে দীর্ঘ নয় বছর পর বড় পর্দায় ফেরেন।

প্রথম ধাপের শুটিং শেষে তিনি আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যান। ছবিটির দ্বিতীয় ধাপের কাজ শুরুর কথা থাকলেও তা পিছিয়ে যায়।

শাবনূরের প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নূপুর। পরিচালক এহতেশাম তাকে 'শাবনূর' নামটি দেন। ১৯৯৩ সালে ‘চাঁদনি রাতে’ সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডে অভিষেক করেন। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, এরপর সালমান শাহর সঙ্গে একের পর এক হিট সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

সালমান শাহ ছাড়াও মান্না, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, শাকিব খানসহ বহু জনপ্রিয় নায়কের বিপরীতে তিনি অভিনয় করেছেন।

‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বিয়ের ফুল’, ‘ভালোবাসি তোমাকে’, ‘প্রেমের তাজমহল’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মাটির ফুল’, ‘ব্যাচেলর’ সহ প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ ছিল তার অভিনীত শেষ চলচ্চিত্র। এরপর থেকে বড় পর্দায় তাকে আর দেখা যায়নি। মাঝে মাঝে দেশে ফিরে বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও দীর্ঘদিন ধরে রূপালি জগত থেকে দূরে আছেন শাবনূর।

লাইভে এসে শাবনূর স্পষ্ট করে বলেছেন, তার একমাত্র ফেসবুক পেইজ ‘Shabnoor’ এবং আইডি ‘Shabnoor Shabnoor’। এর বাইরে অন্যান্য আইডি বা পেইজ কেউ চালালে, তা বিভ্রান্তিমূলক এবং তিনি তার দায় নিচ্ছেন না।

আশা/

ট্যাগ: শাবনূর

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই সেই পুরোনো ব্যাটিং ব্যর্থতার শিকার হলো ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক::ওয়ানডে সিরিজে দাপুটে জয়ের পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পালা। তিন ম্যাচের ...

ফুটবল

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা প্রায় শেষ! আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (নারী ফুটবল দল) আজ (সোমবার, ...

প্রথম ম্যাচে টস হারলো বাংলাদেশ, দেখুন একাদশ

প্রথম ম্যাচে টস হারলো বাংলাদেশ, দেখুন একাদশ

ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এখন ক্যারিবীয় ব্যাটারদের শুরুতেই চেপে ধরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। ...