যেভাবে মৃত্যু হয় জোটা ও তার ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১২ দিন আগে প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন দিয়োগো জোটা। জাতীয় দলকে নেশন্স লিগ জেতানো এবং ক্লাব লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে যেন জীবনের সবচেয়ে আনন্দময় দিনগুলো পার করছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু সেই সুখ আর স্থায়ী হলো না।
৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে ল্যাম্বরগিনি গাড়িতে নিজের ভাইয়ের সঙ্গে যাত্রাকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জোটা। নিহত হন তার ছোট ভাই আন্দ্রে সিলভাওও।
আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে A-52 মহাসড়কে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে আগুন ধরে যায়। স্থানীয়রা জানান, গাড়ির একটি চাকা ফেটে যাওয়ায় সেটি পাশের গাছপালায় আছড়ে পড়ে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। সাহায্যের জন্য ফোন করা হলেও সময়মতো কাউকে জীবিত বের করা সম্ভব হয়নি।
২৮ বছর বয়সী দিয়োগো জোটা ছিলেন পর্তুগিজ ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা। আর তার ভাই, ২৬ বছর বয়সী আন্দ্রে, খেলতেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবে। দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুরো ফুটবল অঙ্গনে।
জোটা ও তার সদ্য বিবাহিতা স্ত্রী রুতে কার্দোসোর ঘরে রয়েছে তিনটি সন্তান। বিয়ের রঙিন ছবিগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, কিন্তু সেই হাসির ছবিগুলো যেন মুহূর্তেই পরিণত হলো এক অপূরণীয় বেদনায়।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে—“আমরা হারিয়েছি আমাদের দুই চ্যাম্পিয়নকে। এই ক্ষতি অপূরণীয়। তারা যে অবদান রেখে গেছেন, তা প্রতিদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে গোটা জাতি।”
দিয়োগো জোটা ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন। অলরেডসদের হয়ে তিনি ১৮২ ম্যাচে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন। এই সময়ে তিনি ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি গুরুত্বপূর্ণ শিরোপা—একটি প্রিমিয়ার লিগ (২০২৪–২৫), একটি এফএ কাপ (২০২১–২২) এবং একটি লিগ কাপ (২০২১–২২)। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ।
একইসঙ্গে দেশপ্রেম, পারিবারিক ভালোবাসা ও ফুটবলের প্রতি নিবেদন দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন কোটি মানুষের হৃদয়ে। সেই হৃদয় ভাঙার খবর নিয়েই তিনি আজ নেই।
ফুটবল মাঠে আর কখনো দেখা যাবে না তাঁর প্রতিভা, হাসিমাখা মুখ কিংবা বিজয়োল্লাস। থেকে যাবে শুধু স্মৃতি, বেদনা আর এক আক্ষেপ—জীবনটা যদি আরও কিছুটা সময় দিত।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ক্যান্সার হওয়ার ১ বছর আগে যেসব পূর্ব লক্ষণ দেখা দেয়
- মোটরসাইকেল মালিকদের জন্য বিআরটিএর কঠোর নির্দেশনা
- দেশে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- নতুন নিষেধাজ্ঞার হুমকিতে বাংলাদেশ!
- চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় সুখবর
- অবশেষে বাংলাদেশকে সুখবর পাঠাল ভারত
- তীব্র শব্দে কেঁপে উঠলো ইরান, যা জানা গেল
- দাম কমিয়ে আজ ১ ভরি সোনার দাম কত হল
- ইরানের জন্য নতুন দুঃসংবাদ
- বাংলাদেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম
- অবশেষে ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর
- মৃত্যু ছেলের সাথে ১৫ বছর পর মায়ের দেখা
- স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করলেই মৃত্যুদণ্ড, যা জানা গেল