ডা. সাবরিনার বিস্ফোরক অভিযোগ: ডিবি হারুন আমাকে ব্যক্তিগতভাবে ডাকতেন

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা আরিফ চৌধুরী সম্প্রতি সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার দাবি, হারুন তাকে নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে তলব করতেন, যা আনুষ্ঠানিক প্রক্রিয়ার পরিপন্থী।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে ডা. সাবরিনা জানান, "হারুন সাহেব আমাকে তিনবার আন-অফিশিয়ালি কল করেছিলেন। তিনি বলতেন, 'একটু আসেন, কথা আছে।' তিনি প্রায়ই এমনভাবে ডাকতেন। অথচ, আমি তখন ওই মামলার প্রধান অভিযুক্ত বা জেকেজির চেয়ারম্যান কিংবা স্বাক্ষরকারীও ছিলাম না। আমাকে কেন ডাকা হচ্ছিল, সেটাই বোধগম্য ছিল না।"
তিনি আরও বলেন, "আমি বাইরে থাকা অবস্থায়ও তিনি কয়েকবার ফোন করেছিলেন। কিন্তু আমার পরিবার থেকে বারবার সতর্ক করা হতো—তার নামে নানা গসিপ প্রচলিত ছিল। আমি জানি না সেগুলো সত্য না মিথ্যা, কিন্তু বাবা বলতেন, 'অফিশিয়ালি ডাকলে যাবা, এমন করে না।' আমি তার ডাকে যাইনি।"
ডা. সাবরিনা অভিযোগ করেন, ডিবি হারুন 'নাটক করতে পছন্দ করতেন'। তিনি বলেন, "যেদিন আমাকে ডাকা হয়, আমি দেখি সাংবাদিকরা আগেই সেখানে উপস্থিত। সাংবাদিকদের আগেভাগেই জানিয়ে রাখা হয়েছিল, এটা কি সাধারণ নিয়ম? এরপর গ্রেপ্তার দেখানো হলো, অথচ আমার সঙ্গে শুধুই কথা হয়েছিল কোন মেডিকেল কলেজে পড়েছি ও আমি কোন বিসিএস ব্যাচের।"
জেল থেকে মুক্তি পাওয়ার পরও ডিবি হারুন তার ওপর নজরদারি চালিয়েছেন বলে ডা. সাবরিনা দাবি করেন। তিনি বলেন, "হারুন আমার একটি বই সমকামিতা সংশ্লিষ্ট বলে বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন, যদিও সেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।"
সাবেক এই চিকিৎসক আরও জানান, "হারুন যখন ক্ষমতায় ছিলেন, তখন কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করত না। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল—'আপনাকে নিয়ে এত গসিপ কেন?' তখন তিনি উত্তর দেন, 'বড় বড় অপরাধী ধরার জন্যই তাকে অনেকে অপছন্দ করে।' তখন আমার নাম বলেননি, কিন্তু আমি জানি সেটি আমাকে নিয়েই ইঙ্গিত ছিল।"
ডা. সাবরিনা বর্তমানে সরাসরি ডিবি হারুনের নাম বলার সাহস পাচ্ছেন বলেও জানান। তিনি বলেন, "তখন ভয় ছিল, উনার এত শক্তি ছিল যে কিছু বলাও যেত না। কিন্তু এখন তো উনি নেই, তাই বলছি।"
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বনিম্ন ৪ হাজার, সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ! জেনে নিন ৬ সমাধান
- মিটফোর্ডে সোহাগ হত্যার নতুন মোড়, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য!
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- নির্বাচন নিয়ে সিইসির সম্ভাব্য সময়সূচী
- প্রকাশ্যে পাথর মারার ঘটনায় ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার, যা জানা গেল
- কত দিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হয় না
- নৃশংস সেই ঘটনায় জড়িতরা শনাক্ত, মিলল ২ জনের পরিচয়
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- বাড়ছে ক্যানসার, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
- ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড, যা জানা গেল
- অবশেষে বিয়ে করছেন সালমান খান
- ধারের টাকা ফেরত পাচ্ছেন না! জেনে নিন কার্যকর কৌশল
- বাংলাদেশের বাজারে আজ এক ভরি সোনার দাম কত