ভারতীয় রাফায়েল মিশন স্থগিত, সীমান্তে ৫০ পাকিস্তানি জেটের উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার দু’সপ্তাহ পেরিয়ে গেলেও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি কার্যকর করতে পারেনি ভারত। যদিও দৃশ্যপট পুরোপুরি একপাক্ষিক নয়। ভারতের কিছু সামরিক তৎপরতা লক্ষ্য করা গেলেও, ইসলামাবাদের জবাবে সেগুলি সফলতার মুখ দেখেনি।
ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২৯ এপ্রিল মধ্যরাতে হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে চারটি রাফায়েল যুদ্ধবিমান পশ্চিম সীমান্তের উদ্দেশে রওনা হয়। এই বিমানগুলোতে যুক্ত ছিল ইসরায়েলের তৈরি স্পাইস-২০০০ গাইডেড বোমা, যা ২০০ কিলোমিটার দূর থেকেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উল্লেখ্য, ২০১৯ সালের বালাকোট অভিযানে একই ধরণের অস্ত্র ব্যবহার করেছিল ভারত।
তবে এবারও শেষমেশ অভিযানটি বাতিল করতে বাধ্য হয় ভারতীয় বিমানবাহিনী। কারণ, পাকিস্তান ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ‘ইডব্লিউ’ অপারেশনের মাধ্যমে রাফায়েল বিমানের সেন্সর, রাডার এবং যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করে দেয়। এতে একে অপরের সঙ্গে এবং মাটি থেকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতীয় পাইলটরা।
এই প্রাথমিক প্রতিরক্ষা সফল করার পর পাকিস্তান আকাশে পাঠায় জে-১০ যুদ্ধবিমান, সাথে থাকে আধুনিক PL-15 এয়ার টু এয়ার মিসাইল। পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়লে ভারত বাধ্য হয় অপারেশন বাতিল করতে এবং রাফায়েলগুলোকে আম্বালার পরিবর্তে শ্রীনগর এয়ারবেসে অবতরণ করানো হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার মধ্যরাতেও একই ধরণের আরেকটি অপারেশনের চেষ্টা করে ভারত। তবে এবার উদ্দেশ্য ছিল পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সময় পর্যবেক্ষণ করা। কিন্তু সীমান্তের কাছে এসে ভারতীয় রাডারে ধরা পড়ে অন্তত ৫০টি পাকিস্তানি যুদ্ধবিমান—এর মধ্যে ছিল JF-17, F-6 এবং আরও একাধিক J-10 ফাইটার জেট। এই বিশাল প্রতিরক্ষা দেখে আবারও পিছিয়ে যায় রাফায়েল স্কোয়াড্রন।
এই ব্যর্থতার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবাহিনী প্রধানকে জরুরি বৈঠকে তলব করেন। যদিও বৈঠকের বিস্তারিত জানানো হয়নি, তবে NDTV দাবি করছে, পাকিস্তানের ভিতরে একটি কার্যকর ও সফল হামলা পরিচালনা নিশ্চিত করতেই এই রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়।
সোহাগ/
সূত্র-https://www.youtube.com/watch?v=vS6eJxMv2dA
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: চূড়ান্ত হওয়ার সম্ভাব্য তারিখ ও বেতন
- ২০ গ্রেড থেকে ১৩ গ্রেডে বেতন কাঠামো: পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য
- ১৩ গ্রেডে নতুন বেতন কাঠামো: পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- নবম পে স্কেল: শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিচ্ছে সরকার, জানালো অর্থ মন্ত্রণালয়
- পে-স্কেল নিয়ে এলো নতুন সুখবর
- স্থগিত হতে পারে নির্বাচন!
- আজকের সোনার বাজারদর: ৩০ ডিসেম্বর ২০২৫
- পে-স্কেল বাস্তবায়নে বড় ৩ বাধা
- হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া নিয়ে বড় বার্তা
- জানা গেল কতদিন থাকবে চলমান শৈত্যপ্রবাহ
- সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে সোনা
- বেগম জিয়ার মৃত্যুতে সাকিবের পোস্ট; দেশ জুড়ে আলোচনার ঝড়
- বিএনপির চূড়ান্ত তালিকায় বড় রদবদল; দেখুন তালিকা
- বুধবার সাধারণ ছুটি ঘোষণা
- বুধবার সাধারণ ছুটি: খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
