| ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

৩ ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার বরবাদ করছে BCCI

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৩ ১২:৪০:৫১
৩ ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার বরবাদ করছে BCCI

এদিকে বিশ্বকাপের ধকলের পর ক্লান্ত অনেক সিনিয়র খেলোয়াড়, তাই বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। নিউজিল্যান্ডে দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা’কে। আর টি-২০ দলের নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া। জানা গেছে একদিনের দল’কে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সিনিয়র’দের পরিবর্তে অনেক জুনিয়র ক্রিকেটার জাতীয় দলের নীল জার্সি পরার সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন শাহবাজ আহমেদ, যশ ধূল, কুলদীপ সেনের মত প্রতিভারা।

তবে সুযোগ পাওয়ার থেকে যারা সুযোগ পান নি তাঁরাই উঠে আসছেন গনমাধ্যমের আলোচনায়। ঘরোয়া ক্রিকেট বা আইপিএল দুর্দান্ত খেলা বেশ কয়েকজন ক্রিকেটার’কে চারটি স্কোয়াডের কোনোটির জন্যই ভাবা হয় বোর্ডের তরফ থেকে। এদিকে শোনা যাচ্ছে এদের মধ্যে বেশ কয়েকজন’কে সুযোগ না দিয়ে তাঁদের কেরিয়ারের সাথে অবিচার করছে বিসিসিআই।

নীচে দেওয়া হলো এমন ৩ ক্রিকেটারের তালিকা যাঁদের সুযোগ না দিয়ে কেরিয়ার বরবাদ করছে বোর্ড-

পৃথ্বী'শ

পৃথ্বী শ’কে ভারতীয় ক্রিকেটে সবাই চেনেন বিস্ময় প্রতিভা হিসেবে। নিজের স্কুল ক্রিকেট জীবন থেকেই ক্রিকেটলিখিয়েদের নজরে আছেন তিনি। তাঁর প্রশংসা করেছেন স্বয়ং শচীন তেন্ডুলকর। দেখা গেছে আইপিএল হোক অথবা ঘরোয়া ক্রিকেট ব্যাট হাতে নিয়মিত রানের তালিকায় আছে পৃথ্বী( Prithvi Shaw)। এমনকি আরো দেখা গেছে যে স্বল্প সুযোগ জাতীয় দলের জার্সিতে এর আগে তিনি পেয়েছেন,সেখানেও জাত চিনিয়েছেন।

তিনি নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করে সৌরভ গাঙ্গুলি, মহম্মদ আজহারউদ্দীনের মত মহাতারকাদের ছুঁয়েছেন। তাছাড়া ২০২২ আইপিএলে ১০ ম্যাচে ২৮৩ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিলো ১৫২.৯৭। পাওয়ার প্লে’তে তাঁর থেকে বেশী স্ট্রাইক রেটে কোনো ব্যাটার খেলেন নি শেষ আইপিএলে। তিনি আইপিএল কেরিয়ারে ৬৩ ম্যাচে ১৫৬৮ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৭ এর বেশী।

এছাড়া রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি’র মত ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত সফল পৃথ্বী। ভারত-এ দলের হয়েও সম্প্রতি নিউজিল্যান্ড-এ দলের বিপক্ষে ৭৭ করেছেন তিনি। তবে এ তরুন ওপেনারের কাছে সাফল্য থাকলেও সিনিয়র জাতীয় দলের দরজা এখনও বন্ধ। কবে জাতীয় দলের ডাক আসবে সেইদিকেই তাকিয়ে ওপেনার পৃথ্বী।

সরফরাজ খান(Sarfaraz Khan)

ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি, ইরানী ট্রফির মত প্রতিযোগিতায় দুরন্ত খেলে চলেছেন সরফরাজ খান(Sarfaraz Khan)। রঞ্জি ট্রফি’তে মাত্র ৬ ম্যাচে সরফরাজের ব্যাট থেকে এসেছে ৯৮২ রান। তাতে তিনি করেছেন ৪ টি শতরান এবং ২ টি অর্ধশতরান। ২০২২ মরসুমে তাঁর গড় ১২২.৭৫। এদিকে তিনি রঞ্জি’তে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ও নির্বাচিত হয়েছিলেন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান গত মরসুমে ২৭৫।

তাছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে সরফরাজের রান সংখ্যা ২৯২৮। করেছেন ১০ টি শতরান এবং ৮ টি অর্ধশতরান। শেষ ২১ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৬ টি শতরান, ২ টি দ্বিশতরান এবং ১ টি ত্রিশতরান।

ঘরোয়া ক্রিকেট কেরিয়ারে তাঁর গড় ৮১.৩৩ খুব চিত্তাকর্ষক। সবচেয়ে বেশী ব্যাটিং গড়ের তালিকায় সরফরাজ রয়েছেন ২ নম্বরে। ১ নম্বরে কে? স্বয়ং স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। বিশেষ করে রঞ্জি ট্রফি’র লাল বলের খেলায় সরফরাজের দুরন্ত পারফর্ম্যান্সের জন্য বাংলাদেশগামী টেস্ট দলে তাঁর জায়গা হবে মনে করা হলেও তা হয় নি।

যেখানে রঞ্জিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রজত পতিদার(৬৫৮) বাংলাদেশগামী একদিনের দলে সুযোগ পেয়ে গেলেন সেখানে ব্র্যাডম্যান সদৃশ পরিসংখ্যান নিয়েও কোনো দলের জন্য ভাবা হলো না কেনো সরফরাজ’কে? প্রশ্ন উঠছে যে যাতে প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা পর্যন্ত তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত’কে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন।

রবি বিষ্ণৈ(Ravi Bishnoi)

রবি ভারতীয় দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ায়। এমনিতে জাতীয় দলের হয়ে ১০ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট তাঁর পারফর্ম্যান্স যথেষ্ট ভালো।

সম্প্রতি এশিয়া কাপেও তিনি দুরন্ত বল করেছেন। কুড়ি ওভারের ক্রিকেটে তাঁর ইকোনমি যথেষ্ট ভালো, মাত্র ৭.০৯। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজের দলে তিনি বাদ পড়লেন কেনো তার উত্তর খুঁজছেন আপামর ক্রিকেটপ্রেমী। ২২ বছর বয়স তাঁর। তাঁর কেরিয়ারে এই গুরুত্বপুর্ণ সময়ে বাদ পড়ে হারিয়ে না যান রবি, এমন আশঙ্কা করছেন অনেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আমিরাতের কাছে সিরিজ হার, দায় নিলেন লিটন ব্যাটারদের

আমিরাতের কাছে সিরিজ হার, দায় নিলেন লিটন ব্যাটারদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এই প্রথম আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারল জাতীয় দল। বুধবার ...

এবার বাংলাদেশের সব শর্ত মেনে নিল পাকিস্তান

এবার বাংলাদেশের সব শর্ত মেনে নিল পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরুতে পাঁচ ম্যাচের পরিকল্পনা থাকলেও ...

ফুটবল

টাইব্রেকারে কাঁদলো বাংলাদেশ, সাফ অনূর্ধ্ব-১৯ শিরোপা ভারতের

টাইব্রেকারে কাঁদলো বাংলাদেশ, সাফ অনূর্ধ্ব-১৯ শিরোপা ভারতের

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের। অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ...

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ...