বিসিবিতে আবারও দুদক, এবার টানা ৪ ঘণ্টা ধরে কী খুঁজলো তারা
নিজস্ব প্রতিবেদক: দুপুর গড়িয়ে ঠিক যখন সূর্য মাথার ওপরে, তখন হঠাৎই উত্তপ্ত হয়ে উঠলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) টানা চার ঘণ্টা অভিযান চালায় বোর্ডের মূল ভবনে। কমিশনের চার কর্মকর্তা বিসিবির বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন সাম্প্রতিক সময়ে আলোচিত ফান্ড ট্রান্সফার সংক্রান্ত কাগজপত্র।
খবর পেয়ে তড়িঘড়ি করে বিসিবিতে ছুটে আসেন বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী। পরে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন না এসে আসেন পরিচালক ফারুক আহমেদ। তাঁর চোখেমুখেও ছিল স্পষ্ট উদ্বেগ।
সম্প্রতি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তরের ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দুদক জানায়, তারা সংশ্লিষ্ট ব্যাংক লেনদেনের রেকর্ড সংগ্রহ করেছে। বোর্ডের দাবি অনুযায়ী, নির্ধারিত সিগনেটরিদের স্বাক্ষরেই ট্রান্সফারটি হয়েছে এবং তারা 'বেশি নিরাপদ' বিবেচনায়ই অর্থ স্থানান্তর করেছে। দুদক কর্মকর্তারা বলছেন, তারা সেই ব্যাখ্যা যাচাই করে দেখবেন এবং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাও করবেন।
তবে আজকের অভিযানের ফোকাস ছিল মূলত তৃতীয় বিভাগের কোয়ালিফাইং ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত অভিযোগ। অভিযোগ রয়েছে, বোর্ডের বর্তমান গঠনতন্ত্রে অসামঞ্জস্য রয়েছে এবং কিছু সিদ্ধান্ত সঠিক নিয়ম অনুসরণ না করেই নেওয়া হয়েছে।
চার ঘণ্টার এই অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানায়, তারা গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছেন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একজন কর্মকর্তা বলেন, “আমরা চাই বিসিবি একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হোক। আগের অনিয়মগুলো যারা করেছে, তাদের আইনের আওতায় আনতেই আমরা কাজ করছি।”
এক মাসের ব্যবধানে বিসিবিতে দুদকের দ্বিতীয় অভিযান নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য বিব্রতকর। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে। তবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তবেই ফিরতে পারে স্বস্তি ও আস্থা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল চূড়ান্ত: বেতন বাড়ার আগে জিএমপিএস চালু
- নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- নবম পে স্কেল কার্যকর হবে জানুয়ারিতে: অর্থ উপদেষ্টা
- মহার্ঘ ভাতা: ১১-২০ গ্রেডের কর্মীদের জন্য ২৫% বৃদ্ধির প্রস্তাব, সর্বনিম্ন ৪,০০০ টাকা!
- আজকের সোনার বাজারদর: ৮ নভেম্বর ২০২৫
- নতুন পে-স্কেল জানুয়ারি থেকে কার্যকর, বাড়তি চাপ পড়বে যেসব খাতে
- পে স্কেল চূড়ান্ত! ২০২৬ এর শুরুতেই কার্যকর
- নতুন পে স্কেলে যেসব আর্থিক সুবিধা বাড়তে পারে
- নবম পে স্কেল ২০২৬-এর শুরুতেই: বেতন বৃদ্ধির সঙ্গে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- আজকের সোনার বাজারদর: ৯ নভেম্বর ২০২৫
- নতুন পে স্কেলে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে সুপারিশ
- ১২ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, ৫ বেসরকারি ব্যাংক 'নামেমাত্র টিকে আছে'
- নতুন পে স্কেল: সুপারিশ চূড়ান্তের শেষ মুহূর্তের কাজ চলছে, তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
- সরকারি পে স্কেল: অর্থ বরাদ্দ শুরু, জিপিএমএস আসছে
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
