২০০-এর বেশি স্কোরেও হারলো বাংলাদেশ, কী বললেন লিটন

নিজস্ব প্রতিবেদক: আরব আমিরাতের বিপক্ষে ২০০ রানের বিশাল লক্ষ্য দিয়েও জয় থেকে বঞ্চিত বাংলাদেশ। এমন হারের পর অধিনায়ক লিটন দাস দুষেছেন মিডল ওভারের বাজে বোলিং আর ফিল্ডিংয়ের ব্যর্থতাকে। যদিও শেষ দুই ওভারে শরিফুল ইসলাম ও তানজিম সাকিবের বোলিং ভুলও প্রশ্নবিদ্ধ করেছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০৫ রান, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। তানজিদ তামিম করেন ৩৩ বলে ৫৯ রান, লিটন দাস ৩২ বলে ৪০, শান্ত ১৯ বলে ২৭, হৃদয় ২৪ বলে ৪৫ ও জাকির আলী ৬ বলে করেন ১৮ রান। এমন দলীয় পারফরম্যান্সে জয় ছিল অনেকটাই নিশ্চিত—অন্তত স্কোরকার্ড তাই বলছিল।
কিন্তু ম্যাচ গড়ায় ভিন্ন পথে। বল হাতে নেমে প্রথম থেকেই বোলাররা ছন্দ হারিয়ে ফেলেন। নাহিদ রানা দেন ৫০ রান, তানজিম সাকিব মাত্র ২৩ বলে দেন ৫৫ রান। একমাত্র রিশাদ হোসেন ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থ।
শেষ দুই ওভারে আমিরাতের প্রয়োজন ছিল ২৯ রান। এমন পরিস্থিতিতে শরিফুল ইসলাম ও তানজিম সাকিবের অভিজ্ঞতার ঘাটতি আবারও চোখে পড়ে। শরিফুল নিজের ওভারে এক উইকেট নিলেও দেন চার ও ছক্কা, আর ওভারের শেষ বলে ওভারথ্রো থেকে দেন বাই চার রান।
তানজিম সাকিব শেষ ওভারে প্রথম বলেই ওয়াইড, দ্বিতীয় বলে ছক্কা, তৃতীয় বলে উইকেট পেলেও পঞ্চম বলে বোল্ড করা বলটি হয় নো-বল (বিমার)। এরপর ফ্রি হিটে ২ রান নিয়ে ইতিহাস গড়ে ম্যাচ জিতে নেয় আমিরাত।
ম্যাচ শেষে লিটন বলেন, “আমার মতে, শিশির (ডিউ) আমিরাতকে সহায়তা করেছে। কিন্তু পরাজয়ের প্রধান কারণ ছিল মিডল ওভারে বাজে বোলিং ও ক্যাচ মিস। এমন ছোট মাঠে আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি।”
বিশ্লেষকরা বলছেন, নিয়মিত দুই পেসার তাসকিন ও মোস্তাফিজের অনুপস্থিতিতে দলের পেস ইউনিট দুর্বলতা প্রকাশ করে ফেলেছে। যদিও তরুণদের নিয়ে অনেক প্রত্যাশা, তবে বড় ম্যাচে চাপ সামলাতে না পারাই কাল হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেল কার্যকর মার্চে: বাড়ছে বেতন অনুপাত ও ভাতা
- ৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি: যা জানা গেলো
- শনিবার সারা দিন বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব জেলায়
- আবু ত্বহা আদনানের 'অন্ধকার জীবন' নিয়ে অভিযোগ স্ত্রীর, নানা নাটকীয়তা
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখুন
- নতুন পে-স্কেল কার্যকর কবে, জানালেন অর্থ উপদেষ্টা
- মানচিত্রে আসছে বড় পরিবর্তন: রাখাইন যুক্ত হতে পারে বাংলাদেশে
- পে স্কেলের অনুপাত হিসাব কিভাবে হয়!
- ইতিহাসের সর্বোচ্চ দামে আজ বিক্রি হচ্ছে স্বর্ণ
- বাংলাদেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট
- কিডনি নষ্ট হলে শরীর যেভাবে সংকেত দেয়
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, যা জানা গেল
- পরিবারের ৬ সদস্যের ব্যয়ের হিসাব ধরে বাড়বে সরকারি বেতন