শাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন অপু

ঢাকা-যুক্তরাষ্ট্র, ঢাকা-কলকাতা সফর শেষে বর্তমানে ঢাকাতেই আছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। গত মাসের মাঝামাঝিতে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। সেখানে আগে থেকেই ছিলেন জয়ের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর ছেলেকে নিয়ে সেখানকার বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরা করেন সাবেক এই তারকা দম্পতি।
কলকাতা থেকে ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। সেখানে উঠে আসে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ। অপু বলেন, ‘আমেরিকা তো স্বপ্নের দেশ। সেখানকার প্রায় সব জায়গাই ঘুরে বেড়ানোর মতো। আমার কাছে মনে হয় যারা আমেরিকায় গিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে গেলেও সেটা ঘুরে বেড়ানোর জায়গা। সেরকমই ঘোরা হয়েছে আমাদের।’
যুক্তরাষ্ট্রে শাকিব-জয় বন্ধুর মতো সময় কাটিয়েছেন জানিয়ে এ চিত্রনায়িকা বলেন, ‘তাদের (শাকিব-জয়) মধ্যে সম্পর্ক এখন বন্ধুর মতো। তো দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে, তার থেকে সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না। আমেরিকায় গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মাঝে।’
ছেলে কর্তৃক বাবাকে ফতুর করা প্রসঙ্গেও কথা বলেন অপু। তার কথায়, ‘ওটা আসলে আমি কিছুটা মজা করেই বলেছিলাম। জয় আসলে প্রচুর খেলনা কিনেছে। প্রতিদিন একটি-দুটি করে খেলনা কিনতো। সকালে কিনতো বিকেলে ভেঙে ফেলত, একটাও কাজের ছিল না। জয়ের একটি বদঅভ্যাস আছে। সে কোনো কিছু দেখলে স্ক্রু-ডাইভার দিয়ে সেটি খোলার চেষ্টা করে। জানার চেষ্টা করে। আবার সেটি ঠিকও করে ফেলে।’
জয়কে তো অনেককিছুই কিনে দিলো তার বাবা, মাকে ঠিক কী গিফট দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরে বলাই হয়—তাহলে আমি বলব জয়ই আমার কাছে সবচেয়ে বড় গিফট।’
এছাড়া এদিন কথা বলেন যুক্তরাষ্ট্রের রাস্তার পাশের বেঞ্চে জয়ের ঘুমানো এবং পাশে বসে ছেলেকে পাহারা দেওয়া শাকিব খানের সেই ভাইরাল স্থিরচিত্রটি নিয়েও। অভিনেত্রী বলেন, ‘জয় আসলে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে। নাগেট খেতে খেতে তার মনে হলো, সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। তো বেঞ্চে শুয়েছে। শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল, বাবা তোমাকে এখানেই (নিচে) বসতে হবে। বেসিক্যালি বেঞ্চে তো জায়গাটা নাই। বাবাকে উপরেই বসাত। জয় তো বেশ লম্বা-টম্বা হয়ে গেছে। শুয়ে বেঞ্চটাকে ফিলআপ করে ফেলেছে। তখন সে ওখানে (নিচে) বসল। তখন আমার মনে হয়েছিল, বাহ! দারুণ একটা দৃশ্য। একটা ছবি ক্যাপচার করি।’
প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে ফের একত্র হচ্ছেন শাকিব-অপু। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস জানান, তখন রাগের বশে অনেক কথা বাইরে বলে ফেলেছিলেন যেটি একদমই তার উচিত হয়নি। আগামীতে স্বামী-সন্তানসহ পুরো পরিবারকে নিয়ে সুখে থাকতে চান এ অভিনেত্রী।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ক্যান্সার হওয়ার ১ বছর আগে যেসব পূর্ব লক্ষণ দেখা দেয়
- মোটরসাইকেল মালিকদের জন্য বিআরটিএর কঠোর নির্দেশনা
- কোন গ্রুপের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি
- তীব্র শব্দে কেঁপে উঠলো ইরান, যা জানা গেল
- বাংলাদেশে আজ ১ ভরি সোনার দাম
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে যেদিন
- নিষেধাজ্ঞা তুলে নিল ভারত, নতুন বিতর্ক শুরু
- এবার ইরানের ওপর শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!
- যে রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি
- শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন, যা জানা গেল
- ভয়াবহ সুনামির শঙ্কা, প্রাণহানি ঘটতে পারে ৩ লাখ মানুষের
- জাতীয় নির্বাচন নিয়ে জরিপে চমক: দেখে নিন বিএনপির অবস্থান
- এবার ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার
- শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের অবস্থানে নাটকীয় পরিবর্তন
- ওবামার ভবিষ্যত বাণীই কি সত্য হবার পথে, টুকরো টুকরো হয়ে যাবে ভারত