| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

জয়ের ম্যাচে ওয়ার্নারের শতরান পুরন না হাওয়ার কারণ জানালেন পাওয়েল

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৬ ১১:৩৩:০৯
জয়ের ম্যাচে ওয়ার্নারের শতরান পুরন না হাওয়ার কারণ জানালেন পাওয়েল

এমনিতেই এই আইপিএলের এই আসরে ওয়ার্নার স্বপ্নের ফর্মে রয়েছেন যা কারো অজানা নয়। ব্যাট হাতে একের পর এক নজির তিনি গড়ে চলেছেন এবারের আসরে। কিন্তু গতকাল ০৫ মে বৃহস্পতিবার নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ৫৮ বলে অপরাজিত ৯২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন অজি তারকা। ৩৫ বলে ৬৭ করে অপরাজিত থেকে ওয়ার্নারকে যোগ্য সঙ্গত করেন রভম্যান পাওয়েল। তাঁদের দুরন্ত পার্টনারশিপের হাত ধরেই ২০৭ রানে পৌঁছে যায় দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে টেনেটুনে ১৮৬ করে হায়দরাবাদ। ২১ রানে ম্যাচ জিতে যায় দিল্লি।

তবে খুব অল্পের জন্যই শতরান হাতছাড়া করেন ওয়ার্নার। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন তিনি। শেষ ওভারে রভম্যান পাওয়েল বিধ্বংসী মেজাজে রান করছিলেন। তবে তিনি চেয়েছিলেন ওয়ার্নার যেন সেঞ্চুরি পূরণ করেন। তার জন্য পাওয়েল ১ রান নিয়ে ওয়ার্নারকে শুরুতেই স্ট্রাইক দিতে চেয়েছিলেন। কিন্তু খেলার সেই গতিটা কোনও ভাবেই নষ্ট করতে চাননি অজি তারকা। তাই রভম্যান পাওয়েলকে নিজের খেলাটা চালিয়ে যাওয়ারই পরামর্শ দেন ওয়ার্নার।

এই প্রসঙ্গে পাওয়েলই পুরো বিষয়টি খোলসা করেছেন। তিনি পরিষ্কার বলেছেন, ‘আমি ডিডব্লিউ-কে (ডেভিড ওয়ার্নার) জিজ্ঞেস করেছিলাম যে, ওর ১০০ করার জন্য আমি সিঙ্গল নিয়ে ওকে স্ট্রাইক দেব কিনা! কিন্তু ও আমাকে বলেছিল, এ ভাবে ম্যাচ খেলা হয় না। এবং আমাকে বড় শট খেলতে বলেছিল।’

প্রসঙ্গত, সেই ওভারে পাওয়েল উমরান মালিককে মেরে ১৯ রান নেন। আর দলের স্বার্থেই নিজের সেঞ্চুরি করার বাসনা জলাঞ্জলি দেন ওয়ার্নার। তবে সেঞ্চুরি না পাওয়ার আফসোসটা কিছুটা হলে ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর মিটবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটারের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাঠের বাইরে তাসকিন: এবার মারধর ও হুমকির অভিযোগে থানায়!

মাঠের বাইরে তাসকিন: এবার মারধর ও হুমকির অভিযোগে থানায়!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ আবারও মাঠের বাইরের এক বিতর্কে জড়িয়েছেন। এক ...

টস জিতল বাংলাদেশ: পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্যে বোলিংয়ের সিদ্ধান্ত!

টস জিতল বাংলাদেশ: পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্যে বোলিংয়ের সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে ...

ফুটবল

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞার ...

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ তাদের দাপট অব্যাহত রেখেছে। শুক্রবার (১৯ জুলাই) ...