সিটিসেল ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) প্রতিষ্ঠান সিটিসেল গ্রাহক সেবায় ফিরছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক গুজব ছড়িয়ে পড়ছে। টাওয়ার বসানো, লাইসেন্স পাওয়া, এমনকি ফলো ও শেয়ারের বিনিময়ে ফ্রি সিম দেওয়ার মতো চটকদার তথ্য বিভিন্ন ফটোকার্ডে প্রচার করা হচ্ছে।
গুজবগুলো কী?
ফেসবুকের একাধিক গ্রুপ ও পোস্টে বিভিন্ন ধরনের দাবি করা হচ্ছে:
* টাওয়ার বসানোর কাজ: কেউ কেউ পোস্ট করছেন, "সিটিসেল টাওয়ার বসানোর কাজ চলমান। জমিতে টাওয়ার বসাতে চাইলে আবেদন করতে পারবেন।"
* লাইসেন্স প্রাপ্তি: শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি দাবি করেছেন, "লাইসেন্স পেয়ে গেছে সিটিসেল। আগামী মাসেই বাজারে থাকবে। যেকোনো মোবাইলে চলবে সিম।"
* ফ্রি সিমের অফার: আরেকটি ভাইরাল ফটোকার্ডে প্রচার করা হচ্ছে—"কঠিন শক্তিশালী হয়ে ফিরছে সিটিসেল। একটি ফলো, একটি শেয়ার করলে, একটি সিম কার্ড ফ্রি।"
* কম কলরেট: ২৫ পয়সা কলরেট এবং মেয়াদবিহীন ডাটার কথাও প্রচার করা হচ্ছে।
সিটিসেলের প্রতিক্রিয়া: এখনও কোনো সিদ্ধান্ত হয়নি
ফেসবুকে ছড়ানো এসব তথ্যের বিপরীতে প্যাসিফিক টেলিকমের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স নিশাত আলি খান নিশ্চিত করেছেন যে এর কোনোটিই সত্য নয় এবং সকল খবরই গুজব।
তিনি বলেন:
"এখনও সিটিসেলের ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়গুলো এখনো প্রক্রিয়াধীন। কিন্তু ফেসবুকে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সঠিক নয়। এগুলো কে বা কারা ছড়াচ্ছে, আমরা জানি না।"
নিশাত আলি খান আরও স্পষ্ট করে বলেন, যদি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়, তবে অবশ্যই মিডিয়ার মাধ্যমেই তা জানানো হবে। এ বিষয়ে লুকোচুরির কিছু নেই।
সিটিসেলের বকেয়ার ইতিহাস
উল্লেখ্য, বিপুল বকেয়ার অভিযোগে ২০১৬ সালে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম মোবাইল অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
* বিটিআরসি'র দাবি: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) inicialmente ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা বকেয়ার কথা জানিয়েছিল।
* বাস্তব বকেয়া: সিটিসেল পরে ২৪৪ কোটি টাকা পরিশোধ করে। কোর্টের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, ১০ মেগাহার্জ তরঙ্গ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছিল ৮.৮২ মেগাহার্জ। এই সমন্বয়ের পর সিটিসেলের কাছে সরকারের সবশেষ মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় ১২৮ কোটি টাকা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: চূড়ান্ত হওয়ার সম্ভাব্য তারিখ ও বেতন
- ২০ গ্রেড থেকে ১৩ গ্রেডে বেতন কাঠামো: পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য
- পে-স্কেল নিয়ে এলো নতুন সুখবর
- স্থগিত হতে পারে নির্বাচন!
- আজকের সোনার বাজারদর: ৩০ ডিসেম্বর ২০২৫
- নবম পে-স্কেলে অগ্রাধিকার পাচ্ছে যে বিষয়
- নবম পে স্কেল: বাস্তবায়ন নিয়ে নতুন ইঙ্গিত
- পে-স্কেল বাস্তবায়নে বড় ৩ বাধা
- জানা গেল কতদিন থাকবে চলমান শৈত্যপ্রবাহ
- বুধবার সাধারণ ছুটি: খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- বেগম জিয়ার মৃত্যুতে সাকিবের পোস্ট; দেশ জুড়ে আলোচনার ঝড়
- বুধবার সাধারণ ছুটি ঘোষণা
- ৯ কেন্দ্রীয় হেভিওয়েট নেতাকে বহিষ্কার করলো বিএনপি
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- ২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
