| ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

৭০% প্রণোদনা পাচ্ছেন বেসিক সাবজেক্টের শিক্ষকরা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৪:০৬:৩৬
৭০% প্রণোদনা পাচ্ছেন বেসিক সাবজেক্টের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি মেডিকেল কলেজগুলোতে বেসিক সাবজেক্টের তীব্র শিক্ষক সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে এই আটটি বেসিক সাবজেক্টের শিক্ষকরা গ্রেডভিত্তিক নির্ধারিত হারের বদলে মূল বেতনের ৭০ শতাংশ হারে প্রণোদনা পেতে যাচ্ছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে যে, ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত অনুমোদন পাওয়া গেছে এবং শীঘ্রই প্রজ্ঞাপন জারি হবে।

কেন এই প্রণোদনা

মেডিকেল কলেজের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি ও প্যাথলজি—এই আটটি বিষয়কে বেসিক সাবজেক্ট বলা হয়।

* শিক্ষক সংকট: চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই বিষয়গুলোতে অধ্যয়ন করলে তাদের প্র্যাকটিস বা স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ থাকে না। ফলে চিকিৎসকরা এসব বিষয়ে শিক্ষকতা করতে আগ্রহী হন না।

* সংকটের চিত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৩৭টি মেডিকেল কলেজে বেসিক সাবজেক্টের মোট ২,১৫৫টি পদের মধ্যে ৫৩১টি পদই শূন্য—যা মোট পদের প্রায় ২৫ শতাংশ।

এই সংকট নিরসনেই ২০১৯ সাল থেকে সরকার গ্রেডভিত্তিক নির্ধারিত হারে (যেমন: নবম গ্রেডে ১০ হাজার টাকা থেকে তৃতীয় গ্রেডে ২০ হাজার টাকা) প্রণোদনা দিয়ে আসছিল। পরবর্তীতে অ্যানাস্থেসিওলজি ও ভাইরোলজি বিষয়ের শিক্ষকরাও এই ভাতার অন্তর্ভুক্ত হন।

৭০ শতাংশ প্রণোদনা অনুমোদনের প্রক্রিয়া

চলতি বছরের শুরুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বেসিক সাবজেক্টের শিক্ষকদের জন্য মূল বেতনের শতভাগ (১০০%) প্রণোদনার প্রস্তাব করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পেলেও অর্থ মন্ত্রণালয়ের আপত্তিতে তা আটকে যায়।

* অর্থ মন্ত্রণালয়ের আপত্তির কারণ: বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যে এত বড় হারে প্রণোদনা দেওয়া সম্ভব নয়।

* চূড়ান্ত অনুমোদন: প্রথমে অর্থ মন্ত্রণালয় ৫০ শতাংশ প্রণোদনার অনুমতি দেয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে তা ৭০ শতাংশে নির্ধারিত ও অনুমোদিত হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা আশা করছি, এই উদ্যোগের ফলে বেসিক সাবজেক্টে শিক্ষকতার আগ্রহ বাড়বে।"

সরকারি প্রশিক্ষণার্থীদের জন্যও আসছে প্রণোদনা

এদিকে, শিক্ষক সংকট কমাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে বেসিক সাবজেক্টে পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে অধ্যয়নরত সরকারি প্রশিক্ষণার্থীদের জন্যও নির্ধারিত হারে পারিতোষিক বা প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে অধিদপ্তর।

* প্রস্তাবের কারণ: বর্তমানে বেসরকারি রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি প্রশিক্ষণার্থীরা মাসিক ৩৫ হাজার টাকা হারে প্রণোদনা পান, কিন্তু সরকারি প্রশিক্ষণার্থীদের জন্য কোনো ব্যবস্থা নেই।

* সংকট: প্রণোদনা না থাকায় সরকারি চিকিৎসকরা বেসিক সাবজেক্টে পড়তে আগ্রহী হন না।

* প্রস্তাবিত হার: অধিদপ্তর সরকারি প্রার্থীদের জন্য অধ্যয়নকালীন মাসিক ২০ হাজার টাকা প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে।

* বর্তমান অবস্থা: স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবে সম্মতি জানালেও এটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই প্রণোদনা কার্যকর হলে সরকারি চাকরিরত চিকিৎসকরাও বেতনের পাশাপাশি বাড়তি আর্থিক সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে বেসিক সাবজেক্টে পড়তে চিকিৎসকদের অনীহা কিছুটা হলেও কমবে এবং শিক্ষক সংকট নিরসনে সাহায্য করবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

মুস্তাফিজের ‘ম্যাজিক’ ওভার: এক ওভারে নিলেন ৩ উইকেট

মুস্তাফিজের ‘ম্যাজিক’ ওভার: এক ওভারে নিলেন ৩ উইকেট

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20) গালফ জায়ান্টসের বিপক্ষে বল হাতে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের ‘কাটার ...

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ; সরাসরি দেখুন এখানে

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ; সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’। সেমিফাইনালের টিকিট নিশ্চিত ...

ফুটবল

এবার ব্রাজিল ৫: আর্জেন্টিনা ২

এবার ব্রাজিল ৫: আর্জেন্টিনা ২

ফিফা র‍্যাঙ্কিং: শীর্ষে স্পেন, দুইয়ে আর্জেন্টিনা ও পাঁচে ব্রাজিল নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শেষবারের মতো বিশ্ব ...

ভিলারিয়াল বনাম বার্সেলোনা: (Live) দেখুন এখানে

ভিলারিয়াল বনাম বার্সেলোনা: (Live) দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে টেবিলের শীর্ষ দুই দল ভিলারিয়াল ও ...