নায়িকা হবেন বলেই ১৫ বছর ঘর ছাড়া, বাবার জমিও বিক্রি করেছিলেন
নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে মাত্র কিশোরী বয়সে বাড়ি ছেড়েছিলেন সুলতানা রোজ নিপা। প্রতিজ্ঞা ছিল, ঘরে ফিরবেন তখনই—যেদিন বড় পর্দায় নায়িকা হয়ে উঠবেন। সেই প্রতিজ্ঞা পূরণে কেটেছে দীর্ঘ ১৫ বছর। শত চেষ্টা, শত ব্যর্থতা, তবু থেমে যাননি তিনি।
এই সময়ের মধ্যে ‘টাকা বড় না শিক্ষা বড়’, ‘বাবার প্রতিশোধ’, ‘আমাদের বাউল’, ‘টাইটানিক’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, সেগুলো আলোয় আসেনি। হতাশার গ্লানিতে একসময় বাবার রেখে যাওয়া পৈতৃক জমি বিক্রি করে দিলেন। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে, হয়ে উঠলেন নিজেই প্রযোজক। নিজ উদ্যোগে গড়ে তুললেন ৮৬ লাখ টাকা বাজেটের চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’।
এই ঈদেই মুক্তি পাচ্ছে তার প্রথম প্রযোজিত এবং অভিনীত সিনেমাটি। বহু কাঠখড় পুড়িয়ে, হাজারো প্রতিকূলতা পেরিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত নায়িকা রূপে পর্দায় আসছেন নিপা। পরিচালনায় আছেন জুয়েল ফারসি।
মুঠোফোনে কথা বলতে বলতে নিপা বলছিলেন, “নায়িকা হবো বলেই ১৫ বছর ধরে যুদ্ধ করেছি। কত ত্যাগ, কত বঞ্চনা সইতে হয়েছে—তা বলা সম্ভব নয়।” তিনি জানান, ছবিটির পুরোটাই তার নিজের প্রযোজনা। কোনো স্পনসর, কোনো সহায়তা পাননি। শুধু নিজের অর্থ, শ্রম, ভালোবাসা আর একরাশ স্বপ্ন নিয়ে তৈরি করেছেন ছবিটি।
‘বড্ড ভালোবাসি’-তে ডাবল চরিত্রে অভিনয় করেছেন নিপা। নব্বই দশকের ঢঙে নির্মিত ছবিটির গল্প, গান, আবহ সবকিছুই পুরোনো দিনের চলচ্চিত্রপ্রেমীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। নিপার বিশ্বাস, সেই দর্শকশ্রেণিই ছবিটি গ্রহণ করবেন।
তবে এত বছর পর স্বপ্ন পূরণের মুহূর্তেও সুখে নেই নিপা। বললেন, “কাকরাইলের একটা প্রভাবশালী গ্রুপ আমার ছবি আটকে দেওয়ার চেষ্টা করছে। শুরুতে বলেছিল সুন্দরভাবে পরিবেশন করবে। এখন ঈদের আগেই বাধা দিচ্ছে। বলছে ঈদের পর দেবে কোটি টাকা! আমি জানি, এ এক ধরনের ফাঁদ। আমি তাদের ফাঁদে পা দিতে চাই না। এক হল পেলেও মুক্তি দেবো।”
ছবির মূল চরিত্রে কলকাতার অনেক শিল্পী কাজ করেছেন। নিপার ইচ্ছে ছিল, প্রথমে কলকাতায় ছবিটি মুক্তি দেবেন। কিন্তু বাবা-মায়ের মৃত্যুর পর সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপর এল করোনা, সব থমকে যায়। তিন বছর অপেক্ষার পর এবার ঈদেই মুক্তি পাচ্ছে তার জীবনের সবচেয়ে প্রিয় সৃষ্টি।
জানালেন, প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে তার। তবে স্পষ্ট করেই বললেন—নিজের টাকা দিয়ে আর সিনেমা করবেন না। “এই ছবির জন্য অনেকেই আমাকে ঠকিয়েছে, কেউ টাকা নেয়, কেউ কাজের নামে প্রতারণা করে। বিচার আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। এবার কেউ ভালো কাজের সুযোগ দিলে তবেই করব।”
নায়িকা হওয়ার গল্প যেমন রঙিন, তেমনি তাতে মিশে থাকে কান্না, কষ্ট আর লড়াইয়ের দীর্ঘ ছায়া। নিপার কণ্ঠে সেই গল্প যেন জীবন্ত হয়ে উঠে আসে—এটা আর শুধু একটি সিনেমার গল্প নয়, বরং এক নারীর নিজের জীবন দিয়ে গড়া চলচ্চিত্রের পেছনের গল্প।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেলে অগ্রাধিকার পাচ্ছে যে বিষয়
- নতুন পে স্কেলে মহার্ঘ ভাতা ঘোষণা: কোন গ্রেডের কত টাকা বাড়বে
- পে-স্কেল নিয়ে সুখবর, অগ্রাধিকার পাচ্ছে ৩ বিষয়
- জানুয়ারির মধ্যে জমা হচ্ছে পে-স্কেলের সুপারিশ: চূড়ান্ত ডেডলাইন জানাল কমিশন
- আজকের সোনার বাজারদর: ৩১ ডিসেম্বর ২০২৫
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন: ২০ গ্রেড কমিয়ে কি ১৪ হচ্ছে
- নবম পে-স্কেল; ২০ গ্রেড নিয়ে তিন বড় প্রস্তাবনা
- বছরের শুরুতেই স্বস্তি: দেশের বাজারে কমলো ডিজেল, অকটেন ও পেট্রলের দাম
- ২০ না কি ১৪ গ্রেড; নতুন পে-স্কেলে যে সুখবর পাচ্ছেন চাকরিজীবীরা
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আজকের সোনার বাজারদর: ০১ জানুয়ারি ২০২৬
- কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস
- আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস
- আজকের সকল টাকার রেট: ৩১ ডিসেম্বর ২০২৫
- বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন; (Live) দেখুন এখানে
