| ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে যা জানা গেল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০১ ১০:৩৫:৫৭
জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। এই রায়ের ফলে দলটির নিবন্ধন আবারও বৈধতা পেল।

১ জুন, রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। জামায়াতের পক্ষে করা আপিল গ্রহণ করে উচ্চ আদালত এ সিদ্ধান্ত দেন।

দলটির আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই রায়ের ফলে নির্বাচন কমিশনের দেওয়া জামায়াতের নিবন্ধন আবারও বৈধ বলে গণ্য হবে।

এর আগে, গত ১৪ মে শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ১ জুন রায়ের দিন নির্ধারণ করেছিল। শুনানিতে জামায়াতের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও শিশির মনির, আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাময়িক নিবন্ধন মঞ্জুর করেছিল নির্বাচন কমিশন। তবে পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাকের পার্টি ও সম্মিলিত ইসলামী জোটের নেতৃবৃন্দসহ মোট ২৫ জন ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তারা জামায়াতের নিবন্ধনকে চ্যালেঞ্জ করেন এবং এটিকে বাতিল করার আবেদন জানান।

এর ধারাবাহিকতায় ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের লার্জার বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে। আদালত বলেছিল, নিবন্ধন দেওয়া ছিল আইন বহির্ভূত সিদ্ধান্ত।

তবে ওই রায়ের পর জামায়াত আপিলের অনুমতি পেলেও ২০১৩ সালের ৫ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত জামায়াতের আবেদন খারিজ করে দেয়। পরে ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে দলটি পূর্ণাঙ্গ আপিল করে, যা ২০২৩ সালের ১৯ নভেম্বর খারিজ হয়ে যায়।

২০২৪ সালের জানুয়ারিতে টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও, বছর শুরুর দিকেই কোটা সংস্কার আন্দোলন, ছাত্র-জনতার গণআন্দোলন ও সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট জামায়াতে ইসলামীর সব কার্যক্রম ও অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ শুরু হয়। আপিল বিভাগের সদ্যপ্রাপ্ত রায়ের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের আইনগত অনিশ্চয়তা অবসান ঘটল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

তৃতীয় টি-টোয়েন্টির জন্য নতুন করে দল ঘোষণা করল বিসিবি

তৃতীয় টি-টোয়েন্টির জন্য নতুন করে দল ঘোষণা করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ...

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ...

ফুটবল

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা প্রায় শেষ! আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (নারী ফুটবল দল) আজ (সোমবার, ...

মাটি থেকে ১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

মাটি থেকে ১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যে এখন ফুটবলের উন্মাদনা তুঙ্গে। ২০২২ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে কাতার গোটা বিশ্বকে চমকে ...