চুরি হওয়া সেই শিশু উদ্ধারের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকা থেকে চুরি হওয়া আট মাস বয়সী শিশু সাইফানকে উদ্ধার করেছে র্যাব। সাইফানকে অপহরণের অভিযোগে তানজিলা আক্তার পারভীন (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) শিশু সাইফানকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কর্মকর্তা (এএসপি) তাপস কর্মকার।
এএসপি তাপস জানান, দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা সাকিলা এনাম ও এনামুল হক মজুমদারের তিনটি পুত্র সন্তান রয়েছে। ১২ অক্টোবর, তানজিলা সাকিলার বাসায় এসে তার অসহায়ত্বের কথা বলে আশ্রয় প্রার্থনা করে। সাকিলা মানবিক দৃষ্টিকোণ থেকে তানজিলাকে আশ্রয় দেয়। পরদিন, ১৩ অক্টোবর, তানজিলা সাকিলার মেজো ছেলে আহনাফ (৬) কে নিয়ে আইসক্রিম কিনতে যায়, কিন্তু এরপর আর ফিরে আসেনি।
কিছুক্ষণ পর আহনাফ বাসায় গিয়ে জানায়, তানজিলা তাকে বলেছে সাইফানকে নিয়ে আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সাকিলা তাদের খুঁজতে বের হয়, কিন্তু কোথাও তাদের খোঁজ পায় না। অবশেষে বুঝতে পারে যে, তানজিলা সাইফানকে অপহরণ করেছে। সাকিলা তার স্বামীর সাথে মিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তানজিলার বিরুদ্ধে মামলা দায়ের করে।
তাপস কর্মকার বলেন, অপহরণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব-১০ এর একটি দল দ্রুত সাইফানকে উদ্ধার করতে মাঠে নামে। সোমবার সকাল ৭:৩০ টায় র্যাব-৮ এর সহযোগিতায় শরীয়তপুরের পালং থানার চরলক্ষী নারায়ণ এলাকায় অভিযান চালিয়ে তানজিলাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিলা শিশু সাইফানকে অপহরণের কথা স্বীকার করে এবং তার নির্দেশ অনুযায়ী সাইফানকে উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে তানজিলা জানায়, তার বাবা-মা নেই এবং প্রায় ১২ বছর আগে ময়মনসিংহে এক ব্যক্তির সাথে বিবাহ হয়। সেই সংসারে সমস্যা হলে তিনি আবার আশরাফুল আলমের সাথে বিবাহ করেন। তবে সেখানেও সমস্যা দেখা দেয় এবং তিনি অপহরণের সিদ্ধান্ত নেন।
তানজিলা জানতেন সাইফানের সম্পর্কে এবং তার অসহায়ত্বের সুযোগ নিয়ে সাকিলার বাসায় আশ্রয় নেন। এরপর পরিকল্পনা অনুযায়ী সাইফানকে অপহরণ করেন।
এখন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার ন্য নির্বািত নিউজ
- অনড় জামায়াত-বিএনপি-এনসিপি: সেনাপ্রধানের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে
- কমে গেল পেঁয়াজের দাম
- রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, রাজনীতিতে তোলপাড়
- বঙ্গবন্ধুকে নিয়ে শাকিব খানের পোস্ট মুহূর্তে ভাইরাল
- শিক্ষক ভাতা বাড়ছে ১৫০০ টাকা, তবু অসন্তোষ
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনিতে ক্যান্সার হয়েছে
- পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি
- ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং বন্ধ, মিলবে শুধু ডিজিটাল
- বন্যার পূর্বাভাস: রোববার ৮ জেলা প্লাবিত হতে পারে
- বিয়ে কি আল্লাহর পক্ষ থেকে আগেই নির্ধারিত
- বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাবেদ পাটোয়ারী: নতুন তথ্য
- ফারাক্কা বাঁধের গেট খুললো ভারত, ডুবে যাবে বাংলাদেশ
- আজকের স্বর্ণের দাম: ভরিতে কমেছে ১,০০০ টাকা