৮০ তে পা দিলেন অমিতাভ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিউডের অনেক তারকার ‘তারকা’ দাপট কমে গেলেও বিরল নজিরই গড়েছেন অমিতাভ। বহু আগেই তিনি স্পর্শ করেছেন জনপ্রিয়তার চূড়া, কিন্তু টানা পাঁচ দশকের ক্যারিয়ারেও ভাটা পড়েনি সেটি জনপ্রিয়তায়, যে খ্যাতি বহমান তুমুল স্রোতে। বহু ভাষা, বহু বর্ণে-ধর্মে বিভাজিত ভারতে অমিতাভজি একজনই। বক্স অফিসের বহু প্রজন্মের তারকার সঙ্গে টক্কর দেওয়া এক অভিনেতা।
মঙ্গলবার অমিতাভের ৮০তম জন্মদিনকে স্মরণীয় রাখতে বলিউড মেগাস্টারের প্রথম দিকে অভিনীত সিনেমাগুলোর অদেখা ছবি নিয়ে ৮ থেকে ১১ নভেম্বর ভারতের ১৭টি শহরে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন।
সেই সিনেমাগুলোর কয়েকটির গল্প তুলে এনেছে বিবিসি। ছবিগুলো সংগ্রহ করা হয়েছে ভারতে চলচ্চিত্র ইতিহাসবিদ, লেখক এবং সংরক্ষক এসএমএম আউসাজার কাছ থেকে, যিনি এমন সংরক্ষণের কাজ করছেন তিন দশক ধরে।
শুধু আলোকচিত্র প্রদর্শনীই নয়, ‘বচ্চন ব্যাক টু বিগিনিং’ শিরোনামে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিবেন্দ্র সিং দুঙ্গারপুর একটি মাল্টিপ্লেক্স চেইন ‘পিভিআর’র সহযোগিতায় বিগ বির ১১টি সিনেমা দেখানোর আয়োকজন করেছেন ওই ১৭ জেলার ২২টি হলে।
বাছাই করা ১১টি সিনেমা হল- ডন, কালা পাথর, কালিয়া, কাভি কাভি, অমর আকবর অ্যান্টনি, নমক হালাল, অভিমান, দিওয়ার, মিলি, সত্তে পে সত্তা, চুপকে চুপকে। এই সিনেমাগুলো ভারতের ১৭টি শহরের ২২টি হলে দেখানো হচ্ছে।
১৯৭৩ সালে অমিতাভ ও জয়ার তুমুল আলোচিত সিনেমা ‘অভিমান’। পরিচালক ছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়। স্বয়ং অমিতাভের মতেই ‘অভিমান’ একটি ‘ক্ল্যাসিক’ সিনেমা। এর ‘তেরে মেরে মিলন কি এ’র গানটির আবেদন গত চল্লিশ দশকেও ফুরোয়নি।
সিনেমায় অমিতাভ তার স্ত্রী জয়ার গানের জগতের খ্যাতির ছটায় ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকেন। স্ত্রীর সেই সাফল্য মানতে অপরাগ গায়ক স্বামী রুদ্ধ করেন তার স্ত্রীর গান। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে সেই কাজের অনুতাপ-গ্লানিতে বিদ্ধ হন তিনি। বোধদয়ে গানে ফিরিয়ে আনেন স্ত্রীকে।
এই দম্পতির বিয়ের এক মাস পরে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসায় ভাসিয়েছে বক্স অফিসকেও। অমিতাভ-জয়া জুটির জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা ‘অভিমান’র কথা দর্শকেরা মনে রেখেছেন আজও। এই সিনেমা অমিতাভের ক্যারিয়ারকেও অনন্য করে তোলে।
‘দেবা’ সিনেমাটি শেষমেশ মুক্তির আলো দেখেনি। বলিউডের শীর্ষ পরিচালক সুভাষ ঘাই অবশ্য তার ওই সিনেমায অমিতাভকে নাম ভূমিকার জন্য ভাবেননি। জানা যায়, খুব তাড়াহুড়া করে ‘দেবা’র শুটিংও সারছিলেন নির্মাতা। কিন্তু পরে কাজ বন্ধ করে দেওয়া হয়। এই ছবিটি তোলা হয় ১৯৮০ সালে সিনেমার শুটিংয়ের কোনো একটি মুহূর্তে।
পরে সংবাদ মাধ্যমের কাছে দুঃখকপ্রকাশ করে ঘাইয়ের ভাষ্য ছিল, “অমিতাভের সঙ্গে যে কাজটি আমি করতে পারিনি এজন্য আমি মর্মাহত। সম্পূর্ণ আমার কিছু ভুলভ্রান্তিতে সিনেমার কাজটি এগোয়নি। পরে নতুন করে কাজ শুরু করার সুযোগও আসেনি।”
এই নির্মাতার আক্ষেপ হল, পরবর্তীতে তিনি অনেকবার অমিতাভকে নিয়ে একটি সিনেমা বানানোর কথা ভেবেছেন। কিন্তু যখন ‘অমিতাভ’কে নিয়ে কাজ করার ভাবনা হয়, তখন এমন একটি প্রজেক্টের দরকার হয়, যেখানে এই গুণী অভিনেতাকে তার যোগ্য চরিত্র দিতে হবে।
১৯৭৩ সালে ‘বাঁধে হাত’ সিনেমায় অমিতাভের ব্যতিক্রমী অভিনয় দৃষ্টি কাড়ে সমালোচকদের। এখানে অমিতাভকে ‘একজন ‘চোরের’ চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। তবে বক্স অফিসে ‘বান্ধে হাত’ খুব একটা ভালো ব্যবসা করেনি।
নির্মাতা হৃষিকেশ মুখোপাধ্যায় তার ‘জুরমানা’ সিনেমায় অভিনেত্রী রাখীর বিপরীতে আনেন অমিতাভ বচ্চনকে। ১৯৭৯ সালে নির্মাণ করা হয় এই সিনেমাটি। এখানে বচ্চনকে একজন ফুর্তিবাজের চরিত্রে দেখা যায়। রাখী এবং অমিতাভ জুটির আটটি সিনেমার মধ্যে ‘জুরমানা’কে সেরা একটি হিসেবে আখ্যায়িত করেন সিনেমা সমালোচকরা।
তবে অমিতাভের ভাষ্য, ‘জুরমানা’র জনপ্রিয়তায় তার নিজের তেমন কোনো কৃতিত্ব আছে বলে মনে করেন না তিনি। কারণ পরিচালক হৃষিকেশ তাকে যেমনটা দেখিয়ে দিয়েছিলেন, তিনি ঠিক তেমনটাই দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
মনমোহন দেশাই পরিচালিত অ্যাকশন সিনেমা ‘মর্দ’এ অমিতাভ এক ব্রিটিশবিরোধী সংগ্রামীর ছেলের ভূমিকায় অভিনয় করেন, যিনি লড়াই করেন শাসন ও শোষণের বিরুদ্ধে। অমিতাভকে অ্যাকশন সিনেমায় নায়ক বানানোর জন্য পরিচালক মনমোহন দেশাইয়ের ভূমিকা অন্যতম।
‘মর্দ’ মুক্তির পর কেউ কেউ এর কাহিনীর যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। এই সিনেমায় অমিতাভকে অযাচিতভাবে ‘সুপারম্যান’ করে তোলা হয় বলে সমালোচনাও উঠেছিল এক চিত্র সমালোচকের কাছ থেকে। এই ধরনের সিনেমা দর্শক গ্রহণ করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ হলেও এই সিনেমাটিও হিট।
অমিতাভ বচ্চন ‘হিরো হীরালাল’ সিনেমায় আসেন অতিথি চরিত্রে। প্রধান চরিত্রে ছিলেন নাসিরুদ্দিন শাহ, যিনি একজন অটোচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিনেমার গল্পে নাসিরুদ্দিন একজন অভিনেত্রীর সঙ্গে দেখা করে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায়। পরে অটোচালকের প্রেমে পড়েন ওই অভিনেত্রীও।
এই একটি সিনেমাতেই মেহতা অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন।
এদিকে, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিবেন্দ্র সিং দুঙ্গারপুর জানান, তার প্রতিষ্ঠান ইতোমধ্যেই মুম্বাইয়ে অমিতাভের সিনেমার একটা আর্কাইভও গড়ে তুলেছে। আধুনিক কায়দায় নির্মিত ওই আর্কাইভে বিগ বি’র ৬০টি সিনেমা সংরক্ষণ করা হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান শেষ টি-টোয়েন্টি: লাইভ দেখুন এখানে
- আবু ত্বহা আদনানের 'অন্ধকার জীবন' নিয়ে অভিযোগ স্ত্রীর, নানা নাটকীয়তা
- ১০ বছর পর বেতন দ্বিগুণ হচ্ছে, স্কেলে আসছে যুগান্তকারী পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা হবে
- নতুন পে-স্কেলে বড় চমক: গ্রেড কমছে, বেতন বাড়ছে নিম্নগ্রেডে
- মানচিত্রে আসছে বড় পরিবর্তন: রাখাইন যুক্ত হতে পারে বাংলাদেশে
- ২০৩৫ সাল বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম কত হবে
- নতুন পে-স্কেলে কত বাড়বে সরকারি কর্মচারীদের বেতন
- পরিবারের ৬ সদস্যের ব্যয়ের হিসাব ধরে বাড়বে সরকারি বেতন
- নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ হওয়ার ইঙ্গিত
- আমিরাত, সৌদি,কাতার ,ওমান, বাহরাইন ও কুয়েতের নতুন ভিসা চালু
- এলপি গ্যাসের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত
- শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর: সেপ্টেম্বরের (২০২৫) এমপিওর চেক ছাড়
- শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতন কবে পাবেন
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম