যে দেশ থেকে চাল ও সয়াবিন তেল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং দুবাই থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানিসহ মোট ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব প্রস্তাব বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৪৮০ কোটি ৬৮ লাখ টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
চাল আমদানি
বৈঠক শেষে জানানো হয়, চলতি অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ–০৪-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরবরাহ করবে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড। প্রতি মেট্রিক টন চাল ৩৫৫.৫৯ ডলার দরে আমদানিতে ব্যয় হবে ২১৭ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকা।
সয়াবিন তেল আমদানি
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান—ক্রিডেনটোন এফজেডসিও। প্রতি লিটার ১৬৪ টাকা ২১ পয়সা দরে মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার টাকা।
চিনি, সার এবং অন্যান্য আমদানি
বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয়—
টিসিবির জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি আমদানি। সরবরাহকারী প্রতিষ্ঠান—তুরস্কের ইস্তানবুলভিত্তিক বেগালতা ড্যানিসম্যানলিক হিজমেলেরি। প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা দরে ব্যয়—৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
বিএডিসির জন্য মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি। সরবরাহকারী—ওসিপি নিউট্রিক্রপস। প্রতি মেট্রিক টন ৭০৯.৩৩ ডলার দরে ব্যয়—৩৪৮ কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকা।
শিল্প মন্ত্রণালয়ের জন্য সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি। সরবরাহকারী—সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি। ব্যয়—১৯৫ কোটি ৪২ লাখ ৮৭ হাজার টাকা।
সড়ক উন্নয়ন প্রকল্পে তিনটি নতুন অনুমোদন
হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় দুটি পূর্ত কাজের জন্য ঠিকাদার নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।
তাহিরপুরে কাজ করবে এমএল ও এমএইচ (যৌথভাবে)। ব্যয়—১৮০ কোটি ৬৪ লাখ ৪২ হাজার টাকা।
ধর্মপাশায় কাজ করবে মেসার্স হামীম ইন্টারন্যাশনাল ও মো. রাসেল পিটার (যৌথভাবে)। ব্যয়—১৯০ কোটি ৯০ লাখ ২৪ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় মহাসড়ক (চৌমুহনী–সিইউএফএল–কর্ণফুলী ড্রাইডক–ফকিরনিরহাট) মান উন্নয়ন প্রকল্পের একটি প্যাকেজের কাজ পেয়েছে তাহের ব্রাদার্স লিমিটেড। ব্যয়—৭৮ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকা।
বন্দর উন্নয়ন প্রকল্প
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে স্থানীয় প্রতিষ্ঠান—ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)। ভ্যাট-ট্যাক্সসহ ব্যয়—৩২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- অবশেষে নতুন পে-স্কেল নিয়ে 'সুখবর'
- আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: ব্রাজিল বনাম সেনেগাল, যেভাবে দেখবেন
- আজকের সোনার বাজারদর: ১৬ নভেম্বর ২০২৫
- সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল হচ্ছে না—কেন দরকার ছিল, কোথায় সমস্যা
- ফের কমেছে সোনার দাম, ভরি কত
- পে-স্কেল: সনাতনী পদ্ধতির বদলে সিটিজি ও পারফরম্যান্সভিত্তিক বেতন কেন জরুরি
- আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস
- দেশের বাজারে আজ এক ভরি ২১ ক্যারেট সোনার দাম
- আগামীকাল গণপরিবহন চলবে কিনা, যা জানা গেল
- একটু পর মাঠে নামবে ব্রাজিল বনাম সেনেগাল, যেভাবে দেখবেন
- দেশের বাজারে লাফিয়ে কমলো সোনার দাম
- আজকের সোনার বাজারদর: ১৫ নভেম্বর ২০২৫
- সারাদেশে শীতের মাঝেই বৃষ্টির আভাস
- বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
- আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ
