আলাদা রাজ্যের দাবিতে ভারতে বিক্ষোভ-সহিংসতা, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক: আলাদা রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলে (Sixth Schedule) অন্তর্ভুক্তির দাবিতে ভারতের লাদাখে ব্যাপক বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা রাজধানী লেহতে ক্ষমতাসীন বিজেপির দলীয় কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাস এবং গুলিতে হতাহতের খবর পাওয়া গেছে।
পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, "পুলিশের গুলিতে তিন থেকে পাঁচজন তরুণ মারা গেছেন। এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন বলে আমাদের কাছে খবর আছে, তবে আমরা সঠিক সংখ্যা জানি না।"
কীভাবে শুরু হলো সহিংসতা
আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র ও যুব সংগঠনগুলো লেহতে হরতালের ডাক দেওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়। গতকাল মঙ্গলবার অনশনরত দুই প্রবীণ ব্যক্তি অচেতন হয়ে পড়লে তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কংগ্রেস নেতা শেরিং নামগিয়েল জানান, এই খবর শুনে শিক্ষার্থীরা আজ (বুধবার) হরতালের ডাক দেয় এবং অনেক মানুষ অনশনস্থলের দিকে যায়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পরিস্থিতি দেখেই বিক্ষুব্ধ তরুণেরা বিজেপি কার্যালয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সোনম ওয়াংচুকের আবেদন ও অনশন প্রত্যাহার
১৫ দিন ধরে চলা অনশনের নেতৃত্ব দিচ্ছিলেন সোনম ওয়াংচুক। তবে সহিংসতা শুরু হওয়ার পর তিনি অনশন তুলে নেওয়ার ঘোষণা দেন।
ওয়াংচুক সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "সহিংসতা সঠিক পথ নয়।" পরে তিনি এক্স-এ (সাবেক টুইটার) দুঃখ প্রকাশ করে লেখেন:
"লেহতে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পথের বার্তা আজ ব্যর্থ হলো। আমি তরুণদের অনুরোধ করছি, অনুগ্রহ করে এ ধরনের বোকামি বন্ধ করুন। এটি আমাদের আন্দোলনের ক্ষতি ছাড়া আর কিছুই করেনি।"
উল্লেখ্য, সোনম ওয়াংচুকের জীবন নিয়েই নির্মিত হয়েছিল আমির খানের জনপ্রিয় সিনেমা 'থ্রি ইডিয়টস'।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল চূড়ান্ত: বেতন বাড়ার আগে জিএমপিএস চালু
- নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- আজকের সোনার বাজারদর: ৮ নভেম্বর ২০২৫
- মহার্ঘ ভাতা: ১১-২০ গ্রেডের কর্মীদের জন্য ২৫% বৃদ্ধির প্রস্তাব, সর্বনিম্ন ৪,০০০ টাকা!
- নতুন পে-স্কেল জানুয়ারি থেকে কার্যকর, বাড়তি চাপ পড়বে যেসব খাতে
- নবম পে স্কেল কার্যকর হবে জানুয়ারিতে: অর্থ উপদেষ্টা
- নতুন পে স্কেলে যেসব আর্থিক সুবিধা বাড়তে পারে
- নতুন পে স্কেলে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে সুপারিশ
- পে স্কেল চূড়ান্ত! ২০২৬ এর শুরুতেই কার্যকর
- নবম পে স্কেল ২০২৬-এর শুরুতেই: বেতন বৃদ্ধির সঙ্গে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- ১২ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, ৫ বেসরকারি ব্যাংক 'নামেমাত্র টিকে আছে'
- নতুন পে স্কেল: সুপারিশ চূড়ান্তের শেষ মুহূর্তের কাজ চলছে, তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- ২০২৬ সালে সরকারি ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন ছুটি
- আজকের সোনার বাজারদর: ৯ নভেম্বর ২০২৫
