জাপানে ১৪ দিনে ৯০০ ভূমিকম্প, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাপানের দক্ষিণাঞ্চলের টোকারা দ্বীপপুঞ্জ টানা ভূমিকম্পে কাঁপছে। গত ১৪ দিনে অঞ্চলটিতে ৯০০-রও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বীপের বাসিন্দারা আতঙ্কিত, রাতে ঘুমাতেও ভয় পাচ্ছেন অনেকে। দেশজুড়ে আবারও বড় সুনামির আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ২১ জুন থেকে টোকারা দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় ভূমিকম্পজনিত সক্রিয়তা আশঙ্কাজনক হারে বেড়েছে। সর্বশেষ ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড হয়েছে বুধবার।
যদিও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সরাসরি সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তারপরও জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং যেকোনো সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল এমবিসিকে একজন বাসিন্দা জানান, “ঘুমাতে গেলেই মনে হয় কাঁপছে, ভয় হয়।”আরেক বাসিন্দা চিজুকো আরিকাওয়া বলেন, “রাতে সমুদ্রের দিক থেকে এক ধরনের গর্জন শোনা যায়। ভূমিকম্প শুরু হওয়ার আগে এমন শব্দ শুনলেই গা শিউরে ওঠে।”
আকুসেকিজিমা দ্বীপের ৬০ বছর বয়সী ইসামু সাকামোতো বলেন, “ভূমিকম্পের সময় প্রথমে একটা ধাক্কা লাগে, এরপর পুরো ঘর নড়ে ওঠে। মাথা ঘুরে যায়, অসুস্থ লাগে।”
টোকারা দ্বীপপুঞ্জে মোট ১২টি দ্বীপ রয়েছে, যার মধ্যে ৭টিতে মানুষের বসবাস। এই অঞ্চলের জনসংখ্যা প্রায় ৭০০। অনেক দ্বীপে চিকিৎসাসেবা নেই, সবচেয়ে কাছের স্বাস্থ্যকেন্দ্র কাগোশিমা শহরে, যেখানে পৌঁছাতে ছয় ঘণ্টা ফেরিতে যেতে হয়।
ভূমিকম্পের আতঙ্কে দ্বীপের অনেক গেস্টহাউস পর্যটকদের বুকিং নিতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ ভবিষ্যতে এসব জায়গাকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। প্রশাসন সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করেছে যাতে বাসিন্দাদের অহেতুক বিরক্ত না করা হয়।
এই ধারাবাহিক কম্পনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে—একটি ভয়াবহ ভূমিকম্প আসন্ন। বিশেষ করে একটি পুরোনো জাপানি কমিক বইয়ে লেখক রিও তাতসুকি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বইটিতে বলা হয়েছিল, ২০২৫ সালের ৫ জুলাই জাপানে ভয়াবহ ভূমিকম্প হবে।
এই ভবিষ্যদ্বাণী ঘিরে দেশজুড়ে আলোচনার ঝড় চলছে, অনেকে তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন।
উল্লেখ্য, জাপানে প্রতি বছর গড়ে প্রায় ১,৫০০ ভূমিকম্প হয়ে থাকে। কিন্তু ২০১১ সালের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যুর পর থেকে দেশটিতে “দ্য বিগ ওয়ান” নামক এক ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা দানা বাঁধে।
জাপান সরকারের মতে, যদি এ ধরনের বড় ভূমিকম্প হয়, তাহলে এতে প্রায় ৩ লাখেরও বেশি প্রাণহানি হতে পারে। এ কারণে সরকার নতুন করে সুরক্ষা বাঁধ নির্মাণ, আধুনিক আশ্রয়কেন্দ্র ও দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে।
সোহাগ/
আপনার ন্য নির্বািত নিউজ
- দাসী রেখে সহবাস: ইসলাম কী বলে
- অনড় জামায়াত-বিএনপি-এনসিপি: সেনাপ্রধানের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে
- বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- তদন্তে মিথ্যা প্রমাণিত: বাংলা প্রথম পত্রের পরীক্ষা বাদ আনিসার
- সরকারি কর্মচারীর বেতন বাড়ছে: বসছে বেতন কমিশনের সভা
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- ৭২ ঘণ্টায় দেশের ২০ জেলা বন্যায় প্লাবিত হতে পারে
- নতুন স্মার্ট এনআইডি বিতরণ শুরু: দেখে নিন আপনার কার্ড এসেছে কিনা
- সিজারে সন্তান নিলে কি জান্নাত মিলবে না
- বাংলাদেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিশুদের টাইফয়েডের টিকা: নিবন্ধন করবেন যেভাবে
- জম্মু-কাশ্মীরে ভয়াবহ মেঘ বিস্ফোরণ, মৃতের সংখ্যা ৪৬
- কমে গেল পেঁয়াজের দাম
- আজকের টাকার রেট: রিয়াল ও রিংগিতের বিনিময় হার
- ফারাক্কা বাঁধ খুলে দিলো ভারত, ডুবছে বাংলাদেশ