| ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

‘সৌম্য সরকার এখনো জাতীয় দলের চিন্তাভাবনার মধ্যে আছে’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১২ ১৪:৫২:০২
‘সৌম্য সরকার এখনো জাতীয় দলের চিন্তাভাবনার মধ্যে আছে’

এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটেও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এক সময় কার সেরা এই ওপেনার। খেই হারিয়ে চাওয়া এই ওপেনারে হতাশা হলেও তাকে জাতীয় দলের বিবেচনায় রাখছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। দেশের অন্যতম ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে মোহামেডানের হয়ে খেলছেন সৌম্য।

এখন পর্যন্ত এই আসরে ৯ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। এক অর্ধশতকে ২০ দশমিক ১৩ গড়ে করেছেন মাত্র ১৬১ রান। তবে গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে নেমে করেছেন মাত্র ৯ রান। যা মটেও তার নামের পাশে ভাল দেখায় না। মোট কথা, সব মিলিয়ে বাজে সময়ের মধ্য দিয়েই কাটছে তার ক্রিকেটীয় ব্যস্ততা। এমনকি তার (সৌম্য) এমন রংহীন পারফরম্যান্সের হতাশ হাবিবুল।

তার দাবি, সৌম্যর কাছে যে প্রত্যাশা সে অনুযায়ী পাচ্ছি না। কিছুদিন আগেও জাতীয় দলে ছিল।

বাশার বললেন, বাংলাদেশের পক্ষে তার অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্স। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। ও (সৌম্য) এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুল আরও বড় হয়। আমরা বিশ্বাস করি, ওর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। একটু হতাশ তো অবশ্যই।

জাতীয় দলের এই নির্বাচক মনে করেন, সুযোগ সে কাজে লাগাতে পারেননি। এখন নিজের এই বাজে পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় সৌম্যকেই বের করতে হবে।

বাশারের মতে, ভীষণ প্রতিভাধর খেলোয়াড় হওয়ায় নির্বাচকদের অনেক সমর্থনই পেয়েছেন সৌম্য।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানালেন, ওর সঙ্গে সবাই কথা বলছে। যে মানসিক সমর্থন দরকার, সেটা সবসময় দেওয়া হয়। মাঝেমাঝে ক্রিকেটারদের নিজেকেই নিজে বাঁচাতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে খেলছে, মোটেও নতুন ক্রিকেটার না। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক সমর্থন তো সবসময় পায়। নিজেকেই ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে, সেটা নিজেকেই বের করতে হবে।

হাবিবুল জানালেন, ব্যাটিং প্ল্যান... সব ব্যাটারের একটা ব্যাটিং প্ল্যান থাকে, একটা নিজস্ব প্ল্যান নিয়ে মাঠে নামে। সেটা হতে পারে কোন বোলারকে মারবে, কোন বোলারকে মারবে না, কোন দিক ছোট, কোন দিকে বাতাস আছে। এমন সব ব্যাটারেরই কিছু বেসিক প্ল্যান থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং প্ল্যান ঠিক করতে হবে, কীভাবে ও ব্যাটিং করতে চায়।

বাশার আরও যোগ করেন, নিজের ব্যাটিং বোঝাটা গুরুত্বপূর্ণ। ওকে বোঝানোর কিন্তু কিছু নেই। ওর আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য আছে। বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস আছে। ওকে কিছু বোঝানোর নেই। ওকে নিজেই বুঝতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

নাসুমের বাবা এখন নিরাপত্তাকর্মী: এমন পরিণতির নেপথ্যে কী

নাসুমের বাবা এখন নিরাপত্তাকর্মী: এমন পরিণতির নেপথ্যে কী

সিলেট: জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী এখন জীবনধারণের জন্য সিকিউরিটি গার্ডের কাজ ...

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আহনাফ (১৬)-এর মরদেহ ...

ফুটবল

অক্টোবরে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, চূড়ান্ত প্রতিপক্ষ ও দিনক্ষণ

অক্টোবরে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, চূড়ান্ত প্রতিপক্ষ ও দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইপর্বের পর চূড়ান্ত প্রস্তুতি নিতে অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ...

প্রথমার্ধের খেলা শেষ: বাংলাদেশ বনাম ইয়েমেন, সরাসরি দেখুন

প্রথমার্ধের খেলা শেষ: বাংলাদেশ বনাম ইয়েমেন, সরাসরি দেখুন

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে ইয়েমেনের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শনিবার ...