‘সৌম্য সরকার এখনো জাতীয় দলের চিন্তাভাবনার মধ্যে আছে’
এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটেও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এক সময় কার সেরা এই ওপেনার। খেই হারিয়ে চাওয়া এই ওপেনারে হতাশা হলেও তাকে জাতীয় দলের বিবেচনায় রাখছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। দেশের অন্যতম ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে মোহামেডানের হয়ে খেলছেন সৌম্য।
এখন পর্যন্ত এই আসরে ৯ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। এক অর্ধশতকে ২০ দশমিক ১৩ গড়ে করেছেন মাত্র ১৬১ রান। তবে গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে নেমে করেছেন মাত্র ৯ রান। যা মটেও তার নামের পাশে ভাল দেখায় না। মোট কথা, সব মিলিয়ে বাজে সময়ের মধ্য দিয়েই কাটছে তার ক্রিকেটীয় ব্যস্ততা। এমনকি তার (সৌম্য) এমন রংহীন পারফরম্যান্সের হতাশ হাবিবুল।
তার দাবি, সৌম্যর কাছে যে প্রত্যাশা সে অনুযায়ী পাচ্ছি না। কিছুদিন আগেও জাতীয় দলে ছিল।
বাশার বললেন, বাংলাদেশের পক্ষে তার অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্স। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। ও (সৌম্য) এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুল আরও বড় হয়। আমরা বিশ্বাস করি, ওর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। একটু হতাশ তো অবশ্যই।
জাতীয় দলের এই নির্বাচক মনে করেন, সুযোগ সে কাজে লাগাতে পারেননি। এখন নিজের এই বাজে পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় সৌম্যকেই বের করতে হবে।
বাশারের মতে, ভীষণ প্রতিভাধর খেলোয়াড় হওয়ায় নির্বাচকদের অনেক সমর্থনই পেয়েছেন সৌম্য।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানালেন, ওর সঙ্গে সবাই কথা বলছে। যে মানসিক সমর্থন দরকার, সেটা সবসময় দেওয়া হয়। মাঝেমাঝে ক্রিকেটারদের নিজেকেই নিজে বাঁচাতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে খেলছে, মোটেও নতুন ক্রিকেটার না। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক সমর্থন তো সবসময় পায়। নিজেকেই ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে, সেটা নিজেকেই বের করতে হবে।
হাবিবুল জানালেন, ব্যাটিং প্ল্যান... সব ব্যাটারের একটা ব্যাটিং প্ল্যান থাকে, একটা নিজস্ব প্ল্যান নিয়ে মাঠে নামে। সেটা হতে পারে কোন বোলারকে মারবে, কোন বোলারকে মারবে না, কোন দিক ছোট, কোন দিকে বাতাস আছে। এমন সব ব্যাটারেরই কিছু বেসিক প্ল্যান থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং প্ল্যান ঠিক করতে হবে, কীভাবে ও ব্যাটিং করতে চায়।
বাশার আরও যোগ করেন, নিজের ব্যাটিং বোঝাটা গুরুত্বপূর্ণ। ওকে বোঝানোর কিন্তু কিছু নেই। ওর আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য আছে। বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস আছে। ওকে কিছু বোঝানোর নেই। ওকে নিজেই বুঝতে হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১০ বছরে স্বর্ণের দামে সবচেয়ে বড় ধস
- পে স্কেলের প্রতিবেদন দাখিল নিয়ে সর্বশেষ তথ্য জানাল বেতন কমিশন
- নতুন পে স্কেলে ২০ গ্রেডের জন্য নতুন বেতন স্কেল প্রকাশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিল
- হঠাৎ কেন ১০ বছরের সর্বনিম্ন ধস নামল স্বর্ণের দামে
- বাড়ল বাড়িভাড়া: চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে যা জানাল মন্ত্রণালয়
- রেকর্ড গড়ার পরই বড় ধস! সোনার দামে হঠাৎ বড় পতন
- রেকর্ড পতনের পর আবারও কমল স্বর্ণের দাম
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত টাকা বাড়ল বেতন
- আবারও সোনার দামে বিশাল বড় পতন
- এ মাসেই শেষ হচ্ছে পে কমিশনের আলোচনা, কবে আসছে বেতন বৃদ্ধির সুপারিশ
- স্বর্ণের দামের ১২ বছরে সবচেয়ে বড় পতন
- বাংলাদেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে সোনা
- সর্বোচ্চ বেতন দেড় লাখ, সর্বনিম্ন ১৬ হাজার: বাড়ছে ৯০ থেকে ৯৭%
- নতুন পে স্কেল কার্যকর যে মাসে
