| ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

এশিয়া কাপঃ পাকিস্তানকে যে প্রস্তাব দিল ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৪ ২১:০৮:১৩
এশিয়া কাপঃ পাকিস্তানকে যে প্রস্তাব দিল ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অনেক দিন হতে চললেও সে দেশে খেলতে অনীহা দেখিয়ে আসছিল ভারত। পরিপ্রেক্ষিতে পাকিস্তানও হুমকি দিয়েছিল, ভারত না এলে তারাও আসন্ন বিশ্বকাপে ভারতে গিয়ে অংশ নেবে না। এ নিয়ে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক যে আলাপ-আলোচনা চলছে, সেটি যদি সফল হয়, তাহলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ অদ্ভুত এক উপায়ে অনুষ্ঠিত হবে। একে বলা হচ্ছে ‘হাইব্রিড’ মডেল।

এখন পর্যন্ত এশিয়ানদের লড়াইয়ের মঞ্চ নির্ধারিত হলেও ভারত কোথায় খেলবে সেটি এখনো ঠিক হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলংকা— এমনকি ইংল্যান্ডের মাটিতেও তাদের ম্যাচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত-পাকিস্তান ছাড়াও এবার আরও চার দেশ টুর্নামেন্টে অংশ নেবে।

খবরে বলা হয়, ভারত পাকিস্তানকে বলেছে, এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। শুধু ভারতের খেলাগুলো আশপাশের কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও সেটি নিরপেক্ষ ভেন্যুতে চায় ভারত। ফাইনালে ভারত উঠলেও সেটি হবে সেই নিরপেক্ষ ভেন্যুতে।

সম্প্রতি দুবাইয়ে আইসিসির বৈঠকের মধ্যেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানেই ভারত এ নিয়ে প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণসভার পর বিসিসিআইপ্রধান জয় শাহ জানিয়েছিলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। নিরপেক্ষ দেশে হতে পারে এশিয়া কাপ। পাকিস্তানে দল যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’

পরে তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা হুমকি দেয় পাকিস্তানও। তারা জানিয়েছিল, বছরের শেষ দিকে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ বাবর আজমরা বয়কট করবে। যদি ভারত তাদের মাটিতে এশিয়া কাপে অংশ নেয়, তবেই তারাও রোহিতদের দেশে পা রাখবে।

অবশ্য কয়েক দিন আগে সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদি জানিয়েছিলেন, তারা ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। তবু যাতে তারা পাকিস্তানে যায়, সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও অনুরোধ জানান তিনি।

সাবেক পিসিবিপ্রধান রমিজ রাজা বলেছিলেন, আমাদের পরিষ্কার কথা, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে, তা হলে আমরাও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব। যদি ওরা না আসে, তা হলে পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজন করতে পারে ওরা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৬ মিনি-নিলাম: মুস্তাফিজের সম্ভাব্য ঠিকানা KKR

আইপিএল ২০২৬ মিনি-নিলাম: মুস্তাফিজের সম্ভাব্য ঠিকানা KKR

আইপিএল ২০২৬ মিনি-নিলাম: মুস্তাফিজের সম্ভাব্য ঠিকানা KKR, নজরে তরুণ স্পিনাররা নিজস্ব প্রতিবেদক: আসন্ন আইপিএল ২০২৬ মিনি-নিলামে ...

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের সম্ভাব্য ...

ফুটবল

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক

মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট ঘিরে বিতর্ক, 'জনতার দুর্ভোগের মাঝখানে কেন?' – ক্ষোভে ফুঁসছেন ভক্তরা নিজস্ব ...

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

যুব এশিয়া কাপ: বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান (১৩ ডিসেম্বর) নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটে তারুণ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের ...