সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
যে কারনে সকল তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারি
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী এ বছর উন্মুক্ত মাঠে কোনো তাফসির মাহফিল করবেন না বলে ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান, যা তার লাখো ভক্তের মধ্যে হতাশা তৈরি করেছে।
বিশ্বখ্যাত দায়ী ড. জাকির নায়েকের সম্ভাব্য সফর ঘিরে যখন জটিলতা চলছে, ঠিক তখনই আজহারীর এই আকস্মিক ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে।
মাহফিল স্থগিতের নেপথ্যে দুটি প্রধান কারণ
উন্মুক্ত মাঠে তাফসির মাহফিল স্থগিত করার পেছনে আজহারী দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন:
১. জাতীয় স্বার্থ ও নির্বাচনী পরিবেশ
* রাজনৈতিক উত্তাপ: ডিসেম্বরে ও জানুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও গণসমাবেশ চলবে।
* আইনশৃঙ্খলা বাহিনীর চাপ: আজহারীর মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে বিপুল দায়িত্ব নিতে হয়। এই পরিস্থিতিতে, রাজনৈতিক ইভেন্টগুলোর নিরাপত্তায় যখন আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত, তখন তার বৃহৎ তাফসির প্রোগ্রামগুলো তাদের ওপর আরও বাড়তি চাপ তৈরি করবে।
* অগ্রাধিকার: তিনি জাতীয় স্বার্থ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে অগ্রাধিকার দিয়ে নিজেই জনসমাবেশ থেকে পিছিয়ে এসেছেন। তবে নির্বাচনের পর আবার শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই ইসলামী আলোচক।
২. ব্যক্তিগত উদ্যোগ ও 'হাসানা ফাউন্ডেশন'
* আজহারী জানান, এ বছরই তিনি ‘হাসানা ফাউন্ডেশন’ নামে একটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান চালু করেছেন, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি নিজেই।
* জাতীয় পর্যায়ে শিক্ষাখাতে ভূমিকা রাখার স্বপ্ন নিয়ে গড়া এই প্রতিষ্ঠানের কাজে এখন তার বাড়তি মনোযোগ প্রয়োজন। তাই আপাতত পুরো সময় ফাউন্ডেশনের কাজেই দিতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বছর আটটি বিভাগে তার তাফসিরুল কোরআনের মাহফিলে সৃষ্ট অগণিত জনসমুদ্র সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতার প্রশংসা করেন আজহারী।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল চূড়ান্ত: বেতন বাড়ার আগে জিএমপিএস চালু
- আজকের সোনার বাজারদর: ৮ নভেম্বর ২০২৫
- মহার্ঘ ভাতা: ১১-২০ গ্রেডের কর্মীদের জন্য ২৫% বৃদ্ধির প্রস্তাব, সর্বনিম্ন ৪,০০০ টাকা!
- নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- নতুন পে-স্কেল জানুয়ারি থেকে কার্যকর, বাড়তি চাপ পড়বে যেসব খাতে
- নতুন পে স্কেলে যেসব আর্থিক সুবিধা বাড়তে পারে
- আজকের সোনার বাজারদর: ৭ নভেম্বর ২০২৫
- দেশে আবারও বাড়ল সোনার দাম
- নতুন পে স্কেলে ব্যয় বাড়বে ৭০-৮০ হাজার কোটি টাকা: অর্থের যোগান দেবে সরকার কীভাবে
- ১২ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, ৫ বেসরকারি ব্যাংক 'নামেমাত্র টিকে আছে'
- নতুন পে স্কেলে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে সুপারিশ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- জানুয়ারি ২০২৬ থেকেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা
- ২০২৬ সালে সরকারি ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন ছুটি
- নতুন পে স্কেল: সুপারিশ চূড়ান্তের শেষ মুহূর্তের কাজ চলছে, তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
