পে স্কেল কার্যকর হলে রাজস্ব বাড়বে, বাড়বে দ্রব্যমূল্য
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়িত হলে প্রায় ১৫ লাখ কর্মীর বেতন এক লাফে দ্বিগুণ হয়ে যাবে। তবে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বেতন বৃদ্ধি দেশের প্রায় ৪ কোটি বেসরকারি চাকরিজীবী ও তাদের পরিবারকে তীব্র চাপের মুখে ফেলবে। কারণ, বেতন বাড়লে মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য আরেকবার ঊর্ধ্বগামী হবে।
চাপের কারণ ও আশঙ্কা
* দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী (সামরিক-বেসামরিক এবং এমপিওভুক্ত শিক্ষকসহ) ও তাদের পরিবারের ক্রয়ক্ষমতা বাড়লে লাগামহীন দ্রব্যমূল্য আরও একবার বড় ধরনের উল্লম্ফন দেবে। এই মূল্যস্ফীতির প্রভাব পড়বে দেশের সাড়ে পাঁচ কোটি অনানুষ্ঠানিক খাতের কর্মীসহ মোট ৪ কোটি বেসরকারি পরিবারের ওপর।
* কর্মসংস্থানের চিত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ছয় কোটি মানুষ কর্মসংস্থানে যুক্ত, যাদের বেশিরভাগই (সাড়ে পাঁচ কোটি) অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। নতুন বেতন কাঠামোর সুবিধা থেকে এই বৃহৎ অংশটি বাইরে থাকবে।
সরকারের রাজস্ব ও অর্থনৈতিক চাপ
সরকারি বেতন বাড়লে সরকারের ওপর কিছুটা অর্থনৈতিক চাপ তৈরি হলেও, রাজস্ব আদায় বাড়বে বলে মনে করছে অর্থ বিভাগ।
* বেতন বৃদ্ধির ইঙ্গিত: বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং নতুন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে।
* রাজস্ব আদায়: পে কমিশনকে অর্থ বিভাগ জানিয়েছে, নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারীই আয়করের আওতায় চলে আসবেন, যা সরকারের রাজস্ব আদায় বাড়াবে।
* অন্যান্য সুবিধা বাতিল: নতুন কাঠামোর ফলে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতনবহির্ভূত ভাতা ও সম্মানী বাতিল হবে।
* বাসা ভাড়া বৃদ্ধি: বেতন কাঠামো সমন্বয়ের ফলে সরকারি বাসাবাড়ির ভাড়ার হারও বাড়বে, যা সরকারের রাজস্বকে আরও শক্তিশালী করবে।
পে কমিশনের সভাপতির স্বীকারোক্তি
নতুন পে-স্কেলের ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপের বিষয়টি স্বীকার করেছেন জাতীয় পে-কমিশনের সভাপতি, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তিনি অর্থ বিভাগের এক বৈঠকে বলেন, "আমাদের হাতে সীমিত সম্পদ আছে। এর মধ্য থেকেই সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে।" তিনি নিশ্চিত করেন যে, সীমিত সম্পদ সত্ত্বেও কর্মীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেল: কার্যকর হবে জানুয়ারি ২০২৬ থেকে
- পে-স্কেল কার্যকর নিয়ে মিললো চরম অনিশ্চয়তা
- নতুন পে স্কেলে পেনশন ও গ্র্যাচুইটিতে আসছে বড় পরিবর্তন!
- আজকের সোনার বাজারদর: ৫ নভেম্বর ২০২৫
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- পে স্কেলে চিকিৎসা ভাতা বেড়ে যত টাকা হতে পারে
- আজকের সোনার বাজারদর: ৬ নভেম্বর ২০২৫
- সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি: চূড়ান্ত প্রস্তাব আসছে জানুয়ারিতে
- আফগানিস্তান দলের হেড কোচ হচ্ছেন মোহাম্মদ সালাহ উদ্দীন
- আপনার ফোন বৈধ না অবৈধ; ১৬ ডিসেম্বরের আগে চেক করুন সহজে
- নতুন পে-স্কেলে কমছে গ্রেড, কোন গ্রেডে বেতন কত হতে পারে
- সরকারি কর্মকর্তাদের বড় সুখবর: ভাতা বাড়ল দ্বিগুণ
- নতুন পে স্কেল: বেতন বাড়ছে ৭০% থেকে ১০০% পর্যন্ত
- গ্রেড কমছে ২০ থেকে ১২, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকার প্রস্তাব
- নতুন পে-স্কেলে: বেতন বাড়তে পারে ১০০% পর্যন্ত, গ্রেড কমছে ১২টি
