সফলতা পাচ্ছেন না এই ৪ টি আমল করুণ
নিজস্ব প্রতিবেদক: অনেকেই আছেন, জীবনের নানা সংকটে পড়ে দিশেহারা হয়ে যান। কাজ হচ্ছে না, সমস্যা কাটছে না—এই অবস্থায় কেউ কেউ হতাশ হয়ে পড়েন। অথচ ইসলাম আমাদের এমন কিছু আমলের দিকনির্দেশনা দিয়েছে, যেগুলো আল্লাহর রহমত টেনে আনে, বিপদকে সহজ করে তোলে। নিচে এমন চারটি আমলের কথা তুলে ধরা হলো, যেগুলোর অভ্যাস বহু মানুষকে উপকৃত করেছে।
১. ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা):
ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আমলকে অনেকেই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি উপায় হিসেবে দেখেছেন। যেকোনো সংকটে পড়লে বা কোনো উপায় খুঁজে না পেলে—'আস্তাগফিরুল্লাহ', 'আল্লাহুম্মাগফিরলি', 'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমীন'—এসব ইস্তেগফার বারবার পড়া উচিত। নবী করীম (সা.) বলেছেন, কেউ যদি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, তবে আল্লাহ তাআলা তার জন্য বিপদের মধ্যেই অদৃশ্য পথ খুলে দেন।
২. দরুদ শরীফ:
নবী করীম (সা.)-এর প্রতি দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর বিশেষ রহমত লাভ হয়। কোনো দোয়া কবুল না হলে দরুদ পাঠ শুরু করুন। দরুদ শরীফ এমন একটি আমল, যা একাধারে দোয়া, বরকত ও রহমতের দরজা খুলে দেয়। নবীজি (সা.) বলেন, “তুমি যদি শুধু দরুদ পাঠ করো, তাহলেও তা তোমার সব দোয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।”
৩. ইউনুস (আ.)-এর দোয়া:
বিপদের সময় বেশি বেশি পড়ুন—“লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমীন।” এই দোয়ার মাধ্যমে ইউনুস (আ.)কে মাছের পেট থেকে রক্ষা করা হয়েছিল। কুরআনে বলা হয়েছে, এই দোয়ার বরকতে শুধু ইউনুস (আ.) নন, ভবিষ্যতের মুমিনদেরও বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ।
৪. ‘ইয়া জাল্লালালি ওয়াল ইকরাম’:
এই দোয়া আল্লাহর প্রশংসা এবং তাঁর প্রতি সমর্পণের এক অনন্য ভাষা। হাদিসে বলা হয়েছে, আল্লাহর কাছে কিছু চাইতে হলে, তাঁকে এই নামে ডাকতে থাকুন। এতে দ্রুত ফল আসার আশ্বাস দিয়েছেন রাসূল (সা.)।
এই চারটি আমল শুধু তাত্ত্বিক নয়; বহু মানুষ নিজেদের জীবনে এগুলোর উপকারিতার সাক্ষ্য দিয়েছেন। কেউ কেউ এমনও বলেছেন, যখন সমস্ত পথ বন্ধ মনে হচ্ছিল, তখন শুধু এই আমলগুলো আঁকড়ে ধরে রাখার মাধ্যমেই বিপদ কেটে গেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- রাতে টানা দুবার ভূমিকম্পে কেপে উঠলো বাংলাদেশ
- হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ: ৭ জেলায় আবহাওয়া অফিসের বিশেষ বার্তা
- বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম বাড়ল
- হাড়কাঁপানো শীত নিয়ে শৈত্যপ্রবাহ থাকবে যতদিন
- দেশের বাজারে আজ একভরি স্বর্ণের দাম
- কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প: উৎপত্তিস্থল ও মাত্রা জানুন
- আজকের সোনার বাজারদর: ০৫ জানুয়ারি ২০২৬
- আজকের সকল টাকার রেট: ০৫ জানুয়ারি ২০২৬
- সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু
- আজকের সোনার বাজারদর: ০৬ জানুয়ারি ২০২৬
