গল টেস্টের চতুর্থ দিন শেষ, দেখেনিন স্কোর

নিজস্ব প্রতিবেদক: গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চলমান প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে বেশ ভালো অবস্থানে সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান করে দিন শেষ করেছে টাইগাররা। এতে করে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে ১৮৭ রানে।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫ রানে ফেরেন অনামুল হক। এরপর শাদমান (১৪) ও মুমিনুল (২৯) দ্রুত বিদায় নেন। তবে এরপর হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এই দুই অভিজ্ঞ ব্যাটার গড়েন ২৬৪ রানের অসাধারণ জুটি।
শান্ত করেন ১৪৮ রান, ১৫টি চার ও একটি ছক্কায়। অন্যদিকে মুশফিকুর রহিম খেলেন ১৬৩ রানের কৌশলী ইনিংস, ৩৫০ বলে ৯টি চারের সাহায্যে। লিটন দাসও খেলেন ঝকঝকে এক ইনিংস—১২৩ বলে করেন ৯০ রান।
বাংলাদেশের ইনিংস থামে ৪৯৫ রানে। শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো ৪ উইকেট, মিলান ও থারিন্দু রত্নায়েকে নেন ৩টি করে উইকেট।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ২৩টি চারে গড়া ১৮৭ রানের ঝলমলে ইনিংসে ভর করে দলটি পৌঁছে যায় ৪৮৫ রানে। কামিন্দু মেন্ডিস করেন ৮৭, চাঁদিমাল ৫৪ ও ম্যাথিউস ৩৯ রান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন নাইম হাসান। সহায়তা দেন হাসান মাহমুদ, যার শিকার ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ১০ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্রুত ফিরে যান অনামুল (৪) ও মুমিনুল (১৪)। তবে ওপেনার শাদমান ইসলাম তুলে নেন দায়িত্বশীল এক ইনিংস—১২৬ বল মোকাবিলা করে করেন ৭৬ রান। অধিনায়ক শান্ত আবারও হাফ-সেঞ্চুরি করে ৫৬ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম অপরাজিত ২২ রানে।
শেষ দিনের শুরুতেই দ্রুত রান তুলতে চাইবে বাংলাদেশ। উইকেট এখনো ব্যাটারদের পক্ষে হলেও ভাঙা পিচে স্পিনারদের সাহায্য মিলতে পারে—এই আশা থাকবে টাইগারদের। লিড যদি ১০০-১৫০ রান বাড়ানো যায়, তাহলে লঙ্কানদের সামনে এক কঠিন লক্ষ্য দাঁড় করানো সম্ভব হবে।
সংক্ষিপ্ত স্কোর:
* বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫ (মুশফিক ১৬৩, শান্ত ১৪৮; আসিথা ৪ উইকেট)
* শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫ (নিশাঙ্কা ১৮৭, কামিন্দু ৮৭; নাইম ৫ উইকেট)
* বাংলাদেশ ২য় ইনিংস: ১৭৭/৩ (শাদমান ৭৬, শান্ত ৫৬*, মুশফিক ২২*)
* লিড: ১৮৭ রান
* স্ট্যাটাস: চতুর্থ দিনের খেলা শেষ
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান শেষ টি-টোয়েন্টি: লাইভ দেখুন এখানে
- আবু ত্বহা আদনানের 'অন্ধকার জীবন' নিয়ে অভিযোগ স্ত্রীর, নানা নাটকীয়তা
- ১০ বছর পর বেতন দ্বিগুণ হচ্ছে, স্কেলে আসছে যুগান্তকারী পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা হবে
- নতুন পে-স্কেলে বড় চমক: গ্রেড কমছে, বেতন বাড়ছে নিম্নগ্রেডে
- মানচিত্রে আসছে বড় পরিবর্তন: রাখাইন যুক্ত হতে পারে বাংলাদেশে
- ২০৩৫ সাল বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম কত হবে
- নতুন পে-স্কেলে কত বাড়বে সরকারি কর্মচারীদের বেতন
- পরিবারের ৬ সদস্যের ব্যয়ের হিসাব ধরে বাড়বে সরকারি বেতন
- নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ হওয়ার ইঙ্গিত
- আমিরাত, সৌদি,কাতার ,ওমান, বাহরাইন ও কুয়েতের নতুন ভিসা চালু
- এলপি গ্যাসের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত
- শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর: সেপ্টেম্বরের (২০২৫) এমপিওর চেক ছাড়
- শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতন কবে পাবেন
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম