হাত দিয়ে গোল করে লাল কার্ড পেলেন নেইমার
নিজস্ব প্রতিবেদক: চোট কাটিয়ে মাঠে ফিরলেও প্রত্যাবর্তনটা ভালো হলো না নেইমারের। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে মাঠে নেমেই বিতর্কিত গোল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাকে। আর তার দল সান্তোস হেরে বসলো বোতাফোগোর কাছে।
শনিবার (১ জুন) অনুষ্ঠিত ম্যাচে সান্তোস মুখোমুখি হয় বোতাফোগোর। ম্যাচের ৭৬তম মিনিটে সান্তোসের হয়ে গোল করেন নেইমার। কিন্তু প্রতিপক্ষের অভিযোগ ছিল, বলটি তিনি হাতে খেলে নিয়েছেন। রেফারি ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন—নেইমার হাত দিয়ে গোল করেছেন। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার।
এর আগে প্রথমার্ধেই একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে হাত দিয়ে গোল করার কারণে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লাল কার্ডে পরিণত হয়।
লাল কার্ডের পর ১০ জনের সান্তোসের পক্ষে ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বোতাফোগো সুযোগ কাজে লাগিয়ে ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি করে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় বোতাফোগো।
এই হারের পর পয়েন্ট টেবিলে আরও নিচে নেমে গেছে নেইমারের দল সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে রেলিগেশন জোনে—১৮ নম্বরে। অন্যদিকে, ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে বোতাফোগো। শীর্ষে আছে ফ্ল্যামেঙ্গো, ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।
জাতীয় দলে এখনও ফেরেননি নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি নেইমারকে পুরোপুরি ফিট না হলে দলে নিতে চান না। আর ক্লাব ফুটবলে ফিরেই এমন বিতর্কে জড়িয়ে পড়া তার জাতীয় দলে ফেরা আরও দেরি করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল চূড়ান্ত: বেতন বাড়ার আগে জিএমপিএস চালু
- নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- নবম পে স্কেল কার্যকর হবে জানুয়ারিতে: অর্থ উপদেষ্টা
- মহার্ঘ ভাতা: ১১-২০ গ্রেডের কর্মীদের জন্য ২৫% বৃদ্ধির প্রস্তাব, সর্বনিম্ন ৪,০০০ টাকা!
- আজকের সোনার বাজারদর: ৮ নভেম্বর ২০২৫
- নতুন পে-স্কেল জানুয়ারি থেকে কার্যকর, বাড়তি চাপ পড়বে যেসব খাতে
- পে স্কেল চূড়ান্ত! ২০২৬ এর শুরুতেই কার্যকর
- নতুন পে স্কেলে যেসব আর্থিক সুবিধা বাড়তে পারে
- নবম পে স্কেল ২০২৬-এর শুরুতেই: বেতন বৃদ্ধির সঙ্গে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- আজকের সোনার বাজারদর: ৯ নভেম্বর ২০২৫
- নতুন পে স্কেলে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে সুপারিশ
- ১২ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, ৫ বেসরকারি ব্যাংক 'নামেমাত্র টিকে আছে'
- নতুন পে স্কেল: সুপারিশ চূড়ান্তের শেষ মুহূর্তের কাজ চলছে, তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
- সরকারি পে স্কেল: অর্থ বরাদ্দ শুরু, জিপিএমএস আসছে
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
