হাত দিয়ে গোল করে লাল কার্ড পেলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: চোট কাটিয়ে মাঠে ফিরলেও প্রত্যাবর্তনটা ভালো হলো না নেইমারের। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে মাঠে নেমেই বিতর্কিত গোল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাকে। আর তার দল সান্তোস হেরে বসলো বোতাফোগোর কাছে।
শনিবার (১ জুন) অনুষ্ঠিত ম্যাচে সান্তোস মুখোমুখি হয় বোতাফোগোর। ম্যাচের ৭৬তম মিনিটে সান্তোসের হয়ে গোল করেন নেইমার। কিন্তু প্রতিপক্ষের অভিযোগ ছিল, বলটি তিনি হাতে খেলে নিয়েছেন। রেফারি ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন—নেইমার হাত দিয়ে গোল করেছেন। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার।
এর আগে প্রথমার্ধেই একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে হাত দিয়ে গোল করার কারণে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লাল কার্ডে পরিণত হয়।
লাল কার্ডের পর ১০ জনের সান্তোসের পক্ষে ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বোতাফোগো সুযোগ কাজে লাগিয়ে ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি করে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় বোতাফোগো।
এই হারের পর পয়েন্ট টেবিলে আরও নিচে নেমে গেছে নেইমারের দল সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে রেলিগেশন জোনে—১৮ নম্বরে। অন্যদিকে, ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে বোতাফোগো। শীর্ষে আছে ফ্ল্যামেঙ্গো, ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।
জাতীয় দলে এখনও ফেরেননি নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি নেইমারকে পুরোপুরি ফিট না হলে দলে নিতে চান না। আর ক্লাব ফুটবলে ফিরেই এমন বিতর্কে জড়িয়ে পড়া তার জাতীয় দলে ফেরা আরও দেরি করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ম্যাচ: জ্যোতিষী টিয়া পাখির ভবিষ্যদ্বাণী
- গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নির্ধারণ
- পাকিস্তান বনাম বাংলাদেশ ডু অর ডাই ম্যাচ কোন দল জয়ী হবে জানালো জ্যোতিষী টিয়া
- সরকারি চাকরিতে মহার্ঘ ভাতা: গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি, কারা কত পাচ্ছেন
- সরকারি কর্মচারীদের ছুটিতে যুক্ত হচ্ছে আরও ১৫ দিন
- আজ পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ফাইনাল
- পাকিস্তান ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- অবশেষে আরব আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: কঠিন সমীকরণে বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন
- বাবার সম্পত্তি নিজ নামে নামজারি না করলে যেসব বিপদে পড়বেন
- ফাইনালের টিকিট পেতে টাইগারদের যা করতে হবে
- জমে উঠেছে বাংলাদেশ ভারত ম্যাচ; সরাসরি দেখুন
- এমপিও শিক্ষকদের বাড়িভাড়া: শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব
- ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ