বিশ্রাম কাটিয়ে উঠেই নিজের চেনা রুপে মেলে ধরলেন ভিনিসিউস
এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে ফিরেই নিজেদের চেনা রুপে মেলে ধরলেন ভিনিসিউস-বেলিংহ্যামরা। প্রথমার্ধেই আলাভেসের জালে তিনবার বল পাঠিয়ে নিয়ন্ত্রণ নিল রেয়াল মাদ্রিদ। বিরতির পর গোল মিলল আরও দুটি। অপ্রতিরোধ্য পথচলায় আরেকটি বড় জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৫-০ গোলে জিতেছে আগেই শিরোপা পুনরুদ্ধার করা রেয়াল।
জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহ্যাম। একবার করে জালের দেখা পান ফেদে ভালভের্দে ও আর্দা গিলেরও।
চলতি মৌসুমে লা লিগায় এই নিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত (২৪ জয় ও ৬ ড্র) রইল রেয়াল। এবার লিগে শুধু একটি ম্যাচই হেরেছে তারা, গত সেপ্টেম্বরে ষষ্ঠ রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের মাঠে।
এবার লিগে ২০ ম্যাচে জাল অক্ষত রাখল রেয়াল, স্পেনের শীর্ষ লিগে এক মৌসুমে যা তাদের ক্লাব রেকর্ড।
আলাভেসের বিপক্ষে জয়ে বড় অবদান থিবো কোর্তোয়ারও। ম্যাচজুড়ে দারুণ গোলকিপিং করে ১০টি সেভ করেন বেলজিয়ান গোলরক্ষক। কিছু সেভ ছিল দুর্দান্ত।
২০০৮ সালে ইকের কাসিয়াসের পর রেয়ালের প্রথম গোলরক্ষক হিসেবে লা লিগার ম্যাচে ১০ বা এর বেশি সেভ করলেন তিনি।
চোট কাটিয়ে লম্বা সময় পর ফিরে রেয়ালের হয়ে মৌসুমে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জাল অক্ষত রাখলেন কোর্তোয়া। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে একাদশে জায়গা পাওয়ার দাবিটাও জানিয়ে রাখলেন তিনি। যেখানে লড়াইয়ে আছেন তার অনুপস্থিতিতে মৌসুমে দারুণ গোলকিপিং করা আন্দ্রি লুনিন।
৩৬ ম্যাচে ২৯ জয় ও ৬ ড্রয়ে রেয়ালের পয়েন্ট হলো ৯৩। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে জিরোনা।
৩৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে আলাভেস।
চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিতের পর ম্যাচগুলো রেয়ালের জন্য স্রেফ আনুষ্ঠানিকতার। তবে আগের দিন আনচেলত্তি পরিষ্কার বলে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলোর গুরুত্ব তার কাছে কম নয়। ইউরোপ সেরার মঞ্চে ১৫তম শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ১ জুন ওয়েম্বলির ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তারা।
দলের পাঁচ গোলের দুটি করেছেন ভিনিসিউস জুনিয়র, একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন জুড বেলিংহ্যাম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শেখ হাসিনার বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা জানাল ভারত
- পে-স্কেল: সনাতনী পদ্ধতির বদলে সিটিজি ও পারফরম্যান্সভিত্তিক বেতন কেন জরুরি
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী
- দেশের বাজারে আজ এক ভরি ২১ ক্যারেট সোনার দাম
- আগামীকাল গণপরিবহন চলবে কিনা, যা জানা গেল
- মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন
- আজকের সোনার বাজারদর: ১৭ নভেম্বর ২০২৫
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে শেখ হাসিনার অডিও বার্তা
- সারাদেশে শীতের মাঝেই বৃষ্টির আভাস
- আজকের সোনার বাজারদর: ১৮ নভেম্বর ২০২৫
- রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়: সর্বশেষ যা জানা গেল
- পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম আসছে
- তিন বছরের সর্বনিম্ন চিনির দাম
- বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
