বিশ্বকাপ ব্যার্থতার তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন পাপন

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতার একটি বড় অংশ । মাঠে পারফরম্যান্সে একের পর এক পরাজয়। মাঠের বাইরে অনেক বিতর্ক ছিল। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পাশাপাশি কোচ চন্দিকা হাথুরুসিংহেকেও জিজ্ঞাসাবাদ করা হয়। বোলিং কোচ ডোনাল্ডের পদত্যাগ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যর্থতার কারণ খুঁজতে বেশ আক্রমণাত্মকভাবে মাঠে নামে। দীর্ঘ পৃথক সাক্ষাৎকার পরিচালনার পর, তার প্রতিবেদন পরিচালনা পর্ষদের কাছে জমা দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সেই সম্পর্কের খুঁটিনাটি সবার কাছে স্পষ্ট হয়ে ওঠেনি।
সাম্প্রতিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তামিম ইকবালের বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য কোচ চন্দিকা হাথুরুসিংহে দায়ী। তামিমকে বিশ্বকাপের দলে রাখতে চাননি টাইগার কোচ। ফলে বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক তৈরি হয়। যার কারণে বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম। এমনকি বিশ্বকাপের ব্যর্থতায় পরিচালনা পর্ষদের দুই সদস্যের জড়িত থাকার কথাও বলেছে গণমাধ্যম।
আজ শনিবার (৯ মার্চ) বোর্ড সভাশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সভাপতি নাজমুল হাসান পাপনের সামনেও ছিল তদন্ত প্রতিবেদন ইস্যু।সেখানেই পাপন জানালেন দুই বোর্ড পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়, 'আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই।’
বোর্ড সভাপতি জানান, ‘আজ (শনিবার) আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। যে দুজনের নাম এসেছিল ঐ দুজনকেও পড়ে শুনিয়েছি, দেয়ার ইজ নাথিং। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।
এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আকরাম খানের এক মন্তব্যের প্রেক্ষিতে পাপন বলেন, 'আজ কে জানি আকরামের একটা বক্তব্য পাঠাল। আকরামকে সাথে সাথে পাঠালাম, আকরাম লিখেছে এক্স্যাক্টলি ফেইক নিউজ ভাইয়া। আমি তো আকরামকে অবশ্যই বিশ্বাস করি। ফেইক নিউজ করলে আমার কী করার আছে? যে পরিমাণ নিউজ হয়, আমাদের কাজ কি খালি এসবের উত্তর দেওয়া?'
তদন্ত প্রতিবেদন নিয়ে পাপনের বক্তব্য, ‘একটা কমিটি করা হয়েছিল। ওরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছে। ওদের সাথে কথা বলে তারা কিছু সাজেশন ও রিকমেন্ডেশন দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আসলে এমন কোনো তথ্য নেই যা আমি জানি না বা আপনারা জানেন না। কী আসতে পারে পারফরম্যান্স খারাপের জন্য? যে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তবে বেশ কিছু পরামর্শ দিয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে। শেষ মিটিংয়ের পর তো বলেছিলাম আপনাদের। যেসব বিভাগের কাজ, তা শুরু হয়ে গেছে।’
আপনার ন্য নির্বািত নিউজ
- আখেরি চাহার সোম্বা সরকারি ছুটি
- একশনে নামবে সেনাবাহিনী যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- নিজের পদত্যাগের সময় জানালেন ড. ইউনূস
- ১৬ বছরের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী
- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা
- সারাদেশে ভাইরাস জ্বর; দ্রুত সেরে ওঠার ৫ উপায়
- ১২০ টাকায় ব্রাজিলের গরুর মাংস আমদানি
- দেশের বাজারে আজ স্বর্ণের দাম কমলো
- আজকের বাজার দর: চাল, ডাল, পেঁয়াজসহ সব পণ্যের দাম
- পূজায় আসছে শেখ হাসিনা
- স্বর্ণের দাম: জেনে নিন আজকের বাজার দর
- বিয়েতে রাজি ছিলেন না মুনমুন
- বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- মাউশির নতুন নিয়ম: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন যেভাবে