ফাইনালের আড়ালে চলছে ভিন্ন লড়াই!

ঠিক যেন ২০২২ সালের বিপিএল ফাইনালের এক প্রতিফলন। দেশের প্রধান ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু নাটকীতায় সেবার ফাইনালে জিতেছিল কুমিল্লা। এই শেষ কথায় বরিশালের স্বপ্ন ভেঙ্গে গেল। কুমিল্লার জার্সিতে পরিবেশন করেন তৃতীয় তারকা। দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন গতকাল সংবাদ সম্মেলনে জানান, আজ পাঁচ তারকা জার্সি পরতে চান তিনি।
গোমতী পাড়ের দল বিপিএলে চারবার ফাইনালে উঠেছে এবং কখনো হারেনি। আর বিপিএল ট্রফি কখনোই বরিশালে যায়নি। বিপিএলের প্রথম আসরের ফাইনালেও খেলেছেন বরিশালে। দক্ষিণাঞ্চলের মানুষের শিরোপার কষ্ট এতদিনের। আর ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির লড়াই প্রতিশোধের লড়াই। আর কুমিল্লার মিশনের উৎকর্ষতা বৃদ্ধি করা।
কিন্তু এই ফাইনালের মঞ্চে দেখা যাচ্ছে ভিন্ন ধরনের লড়াই। টি-টোয়েন্টি ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা। বিপিএলের শেষ দিনেও সেরা ব্যাটসম্যানের লড়াই মেটেনি। সেরা হওয়ার দৌড়ে অন্তত চারজন আছেন। সম্ভাবনার দিক থেকে সবার চেয়ে এগিয়ে বরিশালের তামিম ইকবাল ও কুমিল্লার তৌহিদ হৃদয়।
নিশ্চিতভাবেই টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দুজন ব্যাটার। দুই ক্রিকেটারঅ ফাইনালে নিজেদের রানসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন। আপাতত দুজনের পার্থক্যটা মাত্র ৬ রানের। খেল দেখাতে পারেন লিটন কুমার দাস কিংবা মুশফিকুর রহিম। শীর্ষ পাঁচে যারা আছেন, তাদের মাঝে একমাত্র তানজিদ হাসান তামিমই (৩য় স্থান) ফাইনাল খেলছেন না।
এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন পর্যন্ত তামিম ইকবাল। ১৪ ইনিংসে করেছেন ৪৫৩ রান। এক ইনিংস কম খেলে হৃদয়ের সংগ্রহ ৪৪৭ রান। তবে ধারাবাহিকতা এবং ব্যাটিং নৈপুণ্যের দিক থেকে এগিয়ে থাকবেন হৃদয়ই। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৩ ইনিংসে হৃদয়ের রান ৪৪৭, গড় ৪০.৬৩, স্ট্রাইক রেট ১৪৯.৪৯।
হৃদয় চলতি বিপিএলে যা করেছেন, তা এর আগে কোনো বাংলাদেশীই করতে পারেননি। বিপিএলের ইতিহাসে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করা একমাত্র বাংলাদেশি হৃদয়। এর আগে কেবল বিদেশীরাই ছিলেন এই তালিকায়। হৃদয় এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪টি ছক্কা মেরেছেন। এক আসরে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
তামিম যে ফুরিয়ে যাননি সেটা প্রমাণ করেছেন এবারের বিপিএলে। বড় ইনিংস নিয়মিত না এলেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলেছেন ৭১ রানের চমৎকার এক ইনিংস। টুর্নামেন্টে এরপর আরও দুটি ফিফটি পেয়েছেন। এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। ৪৫৩ রান করা তামিম ছন্দে আছেন, বরিশালের জন্য এটা বাড়তি প্রেরণা।
চারে থাকা লিটন ১৩ ইনিংসে রান করেছেন ৩৭৫। গড় ২৮.৮৪, স্ট্রাইক রেট ১৩০.৬৬। ভিক্টোরিয়ানস অধিনায়ক প্রথম ৫ ম্যাচে করেছিলেন মাত্র ৩৭ রান। স্ট্রাইকরেটও ছিল মোটে ৭৫। তবে পরের ৮ ইনিংসে লিটন নিজেকে ফিরে পেয়েছেন। ফিফটি আছে ৩টি, যার মধ্যে দুটিতেই ৮০ রানের বেশি করেছেন। সর্বশেষ ম্যাচে করেছেন ৮৩ রান। তাই আরেকটি বড় ইনিংস খেললে লিটনের সামনে সর্বোচ্চ রান সংগ্রাহকের সুযোগ থাকছে।
মুশফিক ৩৬৭ রান নিয়ে পঞ্চম। মিডল অর্ডারে বড় স্কোর করতে পারলে সেরার তালিকায় থাকতে পারে তার নামটাও।
আপনার ন্য নির্বািত নিউজ
- আখেরি চাহার সোম্বা সরকারি ছুটি
- একশনে নামবে সেনাবাহিনী যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- নিজের পদত্যাগের সময় জানালেন ড. ইউনূস
- ১৬ বছরের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী
- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা
- সারাদেশে ভাইরাস জ্বর; দ্রুত সেরে ওঠার ৫ উপায়
- ১২০ টাকায় ব্রাজিলের গরুর মাংস আমদানি
- দেশের বাজারে আজ স্বর্ণের দাম কমলো
- আজকের বাজার দর: চাল, ডাল, পেঁয়াজসহ সব পণ্যের দাম
- পূজায় আসছে শেখ হাসিনা
- স্বর্ণের দাম: জেনে নিন আজকের বাজার দর
- বিয়েতে রাজি ছিলেন না মুনমুন
- বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- মাউশির নতুন নিয়ম: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন যেভাবে