বাংলাদেশের নতুন গতির দানব নাহিদ!

১৪৯.৭ কিলোমিটার প্রতি ঘন্টা - এবং এই গতি যখন টেলিভিশনের পর্দায় ঝলমল করে ধারাভাষ্যকার আমির সোহেলের উত্তেজিত কণ্ঠ: "আমাকে বলুন, সেই শেষ ডেলিভারিটি কত দ্রুত ছিল?" ১৪৯.৭ কিলোমিটার! প্রায় ১৫০ ছুঁয়েছে!
১৩ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের ব্যাটসম্যান সাকিব আল হাসানের বিপক্ষে বোলিং করেন খুলনা টাইগার্সের নাহিদ রানা। সেদিনই প্রথমবারের মতো এবারের বিপিএলে খেললেন ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার। টুর্নামেন্টের দ্রুততম বল মারলেন নাহিদ! স্পিডোমিটারে কেউ নাহিদের বল মিস করলে দ্রুত ভুল শুধরে দিতেন নাহিদ। এই সময়ে সাকিব ও শেখ মেহেদি আরও দুটি বল করেন হাসানের কাছে ১৪৭ কিমি/ঘন্টা বেগে।
সঙ্গে সঙ্গে নাহিদের ফাস্টবলের স্ক্রিনশট, ভিডিও এবং রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিপিএলে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ উইকেট নিয়েছেন এই তরুণ। এলোমেলো বোলিং রান সত্ত্বেও, তিনি গতি এবং বাউন্স দিয়ে মনোযোগ আকর্ষণ করেছিলেন। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ওশানে থমাস, লুক উড এবং মোহাম্মদ ওয়াসিমের মতো বোলাররা বিপিএলে খেললেও এখন পর্যন্ত বিপিএলে সবচেয়ে দ্রুততম বোলার নাহিদ। তবে সব সময় নিজেকে ছাড়িয়ে যেতে চান চাঁপাইনবাবগঞ্জের এই তরুণ। এবারের বিপিএলে গতির রেকর্ড ভাঙতে চান নাহিদ। ঘণ্টায় দেড়শ কিলোমিটার বেগে বল মেরে রেকর্ড ভাঙতে চান তিনি।
অল্প কথার মানুষ নাহিদ কাল ছোট্ট করে সে লক্ষ্যের কথাটাই বললেন, ‘বিপিএলেই করতে চাই (ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল)।’ তবে গতিময় বোলিংয়ের রেকর্ড যে বলেকয়ে করা যায় না, সেটা নাহিদের ভালোই জানা। তিনি শুধু নিজেকে ফিট রাখার চেষ্টাটাই করতে পারেন, ‘এটা অটোমেটিক হয়ে যায়। যখন খেলব, সুযোগ পাব, তখন দেখা যাবে।’ পরে যোগ করেন, ‘জোরে বলে পরিকল্পনা করে করা যায় না। আমি শুধু নিজের ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করছি। দেখি কেমন করতে পারি। একটাই চিন্তা, নিজেকে কীভাবে ফিট রাখা যায়। ফিট থাকলে যেটা হওয়ার সেটা এমনিতেই হয়ে যাবে।
গতিময় বোলিংয়ের নেতিবাচক দিকও আছে। বিশেষ করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ছোট্ট বাউন্ডারিতে ব্যাটের কানায় লাগা বলও উড়ে যায় সীমানার বাইরে। গতির সঙ্গে লাইন-লেংথটাও যে ঠিকঠাক রাখতে হয়। নাহিদ নিচ্ছেন সে শিক্ষাটাও, ‘দুটি ম্যাচ খেলেছি। টি-টোয়েন্টিতে তো মার পড়েই। দুটি ওভার খারাপ করেছি দুই দিন। এ ছাড়া সব মিলিয়ে ভালোই হয়েছে।
গত বিপিএল দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আসার আগে নাহিদ নিজেকে চিনিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। গত দুই মৌসুমে জাতীয় লিগ ও বিসিএলের সেরা পারফর্মারদের একজন তিনি। মাত্র ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা নাহিদ এর মধ্যেই ৬৩ উইকেটের মালিক। পাঁচবার ৪ উইকেট ও তিনবার ৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ধারাবাহিকতাই নাহিদকে গত বিপিএলে সুযোগ করে দিয়েছিল। জাতীয় দলের ক্যাম্পেও ডাক পড়েছিল তাঁর।
বিপিএল দিয়ে আলোচনায় এলেও নাহিদের গতিময় বোলিংয়ের রহস্য প্রথম শ্রেণির ক্রিকেট, ‘আপনি ব্যাটসম্যানদের জিজ্ঞেস করতে পারেন। আমি দিনের প্রথম বলটা যে গতিতে করি, দিনের শেষ বলটাও একই গতিতে করি।’ ব্যতিক্রমী বোলিং অ্যাকশনও নাহিদের শক্তি। নাহিদের আর্ম রোটেশনের সময় অ্যাকশন থেকে বলটা কোথায় যেন হারিয়ে যায়! নাহিদও অ্যাকশনের এই বৈচিত্র্য দিয়ে ব্যাটসম্যানকে বোকা বানাতে পছন্দ করেন, ‘হ্যাঁ, এটা আমার জন্য ভালো (হাসি)।’ পরে যোগ করলেন, ‘অ্যাকশন যেহেতু ছোট থেকেই এমন, এটা নিয়ে কেউ কিছু বলেনি। সবাই উল্টো বলে, এটাই যেন ধরে রাখি। এটাই আমার শক্তি।’
আপনার ন্য নির্বািত নিউজ
- আখেরি চাহার সোম্বা সরকারি ছুটি
- একশনে নামবে সেনাবাহিনী যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- নিজের পদত্যাগের সময় জানালেন ড. ইউনূস
- ১৬ বছরের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী
- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা
- সারাদেশে ভাইরাস জ্বর; দ্রুত সেরে ওঠার ৫ উপায়
- ১২০ টাকায় ব্রাজিলের গরুর মাংস আমদানি
- দেশের বাজারে আজ স্বর্ণের দাম কমলো
- আজকের বাজার দর: চাল, ডাল, পেঁয়াজসহ সব পণ্যের দাম
- পূজায় আসছে শেখ হাসিনা
- স্বর্ণের দাম: জেনে নিন আজকের বাজার দর
- বিয়েতে রাজি ছিলেন না মুনমুন
- বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- মাউশির নতুন নিয়ম: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন যেভাবে