বিপিএলের উইকেট সমালোচনা করে যা বললেন বিদেশি ক্রিকেটার!
চলমান বিপিএল শুরুর আগে মিরপুর হোম অব ক্রিকেটে রানের ইতিবাচক আভাস দিয়েছে বিসিবি। কিন্তু প্রত্যাশিত রান হয়নি। আর তখন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অন্যরকম কিছুই হয়নি। কয়েকটি ম্যাচ বাদে কোনো ম্যাচেই এভাবে কোনো রান পাওয়া যায়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্ববাসী যে রোমাঞ্চকর চার-ছক্কার খেলার সাথে পরিচিত তা বর্তমান বিপিএলে অনুপস্থিত। ক্রমাগত সমালোচনা ক্রিকেট মহলে।
সিলেট স্ট্রাইকার্সের বিদেশি ক্রিকেটার সামিত প্যাটেলও টুর্নামেন্ট স্টেডিয়ামের সমালোচনা করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন: এ অবস্থায় আঘাত করা কঠিন। আমি জানি আমরা যে ধরনের ক্রিকেট খেলছি তা ঠিক নয়। এই ধরনের কন্ডিশন বা পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত নয়। চার-ছয় দেখতে চাইলে হবে না। এটা বিপিএলের জন্য ভালো নয়। আসলে এমন কন্ডিশনে আমরা খেলতে পারি না।
“আমাদের ঢাকায় দুটি ম্যাচ আছে,” সামিত যোগ করেছেন। এরপর দুটি ম্যাচ খেলতে চট্টগ্রামে যাব। পরে একটা ম্যাচ খেলতে ঢাকায় ফিরে যেতে হবে। গত ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এখন শুধু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।
টানা পাঁচ হারের পর আসরের প্রথম জয় পেয়েছিল সিলেট। এরপরই আবার নিজেদের সপ্তম ম্যাচে হার, দলের বিপর্যস্ত এই অবস্থা নিয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘এটি (ম্যাচের ফল) দুই দিকেই যেতে পারে। গত ম্যাচেই আমরা দারুণ একটি জয় পেয়েছি। আজ তেমন ভালো খেলিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা কিছু জায়গায় ভুল করেছি। তবে আমাদের চালিয়ে যেতে হবে। আরও ৬ ম্যাচ বাকি আছে। আমরা চেষ্টা করব কোয়ালিফাই করতে (প্লে-অফে)। চাপ প্রয়োগ করে মোমেন্টাম পেতে চাইব আমরা। এরপর দেখা যাক কী হয়।’
দলের আত্মবিশ্বাস ফেরাতে একটি জয় প্রয়োজন বলে মনে করেন সামিত, ‘আমাদের এখন শুধু মোমেন্টাম প্রয়োজন। আত্মবিশ্বাস প্রয়োজন দলের মাঝে। ড্রেসিংরুমে সবাই ভালো ক্রিকেটার। তবে আমরা ভালো ক্রিকেট খেলছি না, সেটা আমরাও জানি। এখন আমাদের ঠিকঠাকভাবে মাঠের কাজটা করতে হবে। শুধু আমরাই এটা করতে পারি। কোনো কোচ করতে পারবে না। আমরা কোয়ালিফাই করতে চাই।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- রাতে টানা দুবার ভূমিকম্পে কেপে উঠলো বাংলাদেশ
- হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ: ৭ জেলায় আবহাওয়া অফিসের বিশেষ বার্তা
- বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম বাড়ল
- হাড়কাঁপানো শীত নিয়ে শৈত্যপ্রবাহ থাকবে যতদিন
- দেশের বাজারে আজ একভরি স্বর্ণের দাম
- কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প: উৎপত্তিস্থল ও মাত্রা জানুন
- আজকের সোনার বাজারদর: ০৫ জানুয়ারি ২০২৬
- আজকের সকল টাকার রেট: ০৫ জানুয়ারি ২০২৬
- সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু
- হাড়কাঁপানো শীতে জবুথবু দেশ: কতদিন চলবে এই শৈত্যপ্রবাহ
- আজকের সোনার বাজারদর: ০৬ জানুয়ারি ২০২৬
- আজকের সকল টাকার রেট: ০৬ জানুয়ারি ২০২৬
