যে কারণে সাকিবের ব্যাটিং লাগছে না রংপুরের!
চলমান বিপিএলে দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে। এর কারণ কারো জানা নেই। টুর্নামেন্টের আগে থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন টাইগার অধিনায়ক। তাই রংপুর রাইডার্সের হয়ে প্রথম দিকে লড়াই করলেও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। পরের ম্যাচে ব্যাট করেননি। তবে সম্প্রতি সাকিবের ব্যাটিংয়ে না আসার ভিন্ন কারণ দিয়েছেন দলের ক্রিকেটার ফজল মাহমুদ রবি। আজ (শুক্রবার) থেকে দু’দিনের বিরতির পর বিপিএলের সিলেট পর্বের ম্যাচ ফের শুরু হয়েছে।
তবে এদিনও খেলা না থাকায় সিলেটের আউটারে অনুশীলন করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন রাব্বি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় পরের ম্যাচে সাকিবের ব্যাটির করার সম্ভাবনা আছে কি না। জবাবে রাব্বি বলেন, ‘অবশ্যই আছে। কেন থাকবে না? সাকিব ভাই তো প্রতিদিনই তৈরি হয়ে থাকেন। কিন্তু আমাদের দলের ব্যাটিং অর্ডার যদি ভালো করে, সেক্ষেত্রে হয়তো উনি একটু পরের দিকে নামবেন।
দল ভালো করায় উনার ওপর চাপটা কমে গেছে।’ আগামীকাল (শনিবার) সিলেট পর্বের নিজেদের শেষ ম্যাচে নামছে রংপুর। যেখানে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তারা জয় দিয়ে শেষটা রাঙাতে চায়। আসন্ন ম্যাচ নিয়ে রাব্বি বলেন, ‘আমরা তো চাই যে এখান থেকে জয় নিয়ে সিলেট পর্বটা শেষ করতে। একটা ভালো মোমেন্টামে আছে দল। শেষ ম্যাচটা যদি আমরা এখান থেকে জিতে যাই, ঢাকা পর্বটা আরও সহজ হবে আমাদের জন্য। সিলেটের মাঠে দর্শকদের সমর্থন পেয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও কাল রংপুর স্বাগতিক দর্শকদের সামনে খেলবে। সেখানে কেমন চাপ থাকবে— এমন প্রশ্নে রাব্বির জবাব, ‘দর্শকরা তো সবসময় অনুপ্রেরণা দেয় ভালো করার জন্য।
আমরা সবসময় চাই সব ভেন্যুতে দর্শক পরিপূর্ণ থাকুক। খেলোয়াড়রাও চায় দর্শকদের বিনোদন দেওয়ার। আমরা ওভাবে চাপের চিন্তা করি না। টি-টোয়েন্টি আসলে মোমেন্টামের খেলা, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি সেটি আমাদের দিকে নিয়ে নেওয়া।’ আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে সিলেট ও রংপুর। টেবিলের তলানিতে থাকা সিলেট ষষ্ঠ ম্যাচে আজ আসরের প্রথম জয় পেয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের তিনে আছে রংপুর।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: ৯০% বেতন বৃদ্ধির সুপারিশ, রিপোর্ট জমা আগামী সপ্তাহেই
- পে স্কেল: ৭ ইস্যু নিয়ে তারেক রহমানের সঙ্গে বসছেন কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, জানুয়ারির শেষে কার্যকর
- পে-স্কেল নিয়ে সুখবর পেলেন যেসব কর্মকর্তারা
- নবম পে স্কেলে যত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন
- রাতে টানা দুবার ভূমিকম্পে কেপে উঠলো বাংলাদেশ
- হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ: ৭ জেলায় আবহাওয়া অফিসের বিশেষ বার্তা
- পে স্কেল নিয়ে তারেক রহমানের দ্বারস্থ সরকারি কর্মচারীরা
- যে ভিটামিনের অভাবে শীতে বেশি ঠান্ডা লাগে
- কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প: উৎপত্তিস্থল ও মাত্রা জানুন
- সয়াবিন তেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
- আজকের সোনার বাজারদর: ০৫ জানুয়ারি ২০২৬
- ৮ জানুয়ারি পে-কমিশনের মেগা বৈঠক: চূড়ান্ত হতে পারে নবম পে-স্কেল
- নবম পে স্কেল নিয়ে এলো বড় সুখবর
- হাড়কাঁপানো শীতে জবুথবু দেশ: কতদিন চলবে এই শৈত্যপ্রবাহ
