পেসার ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে ইংল্যান্ড
আজ (বৃহস্পতিবার) হায়দ্রাবাদে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। যেখানে সফরকারী ইংলিশরা পরিস্থিতি বিবেচনায় তিন স্পিনার নিয়ে মাঠে নামে। ভারতীয় উপমহাদেশের বাইরে যে কোনো দেশের জন্য তিনজন স্পিনারকে একসঙ্গে খেলানো ব্যতিক্রম। দলে একজন মাত্র রাইডার আছে। তবে এর পেছনের কারণও উল্লেখ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
এই ম্যাচে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের জায়গায় ইংলিশরা একমাত্র বোলার হিসেবে মার্ক উডকে বেছে নেয়। স্টোকস এর পেছনে যুক্তি দিয়েছেন – ঘণ্টায় ১৫০ কিমি বেগে দৌড়ানোর ক্ষমতার কারণে উডকে পছন্দ করা হয়েছিল।
ম্যাচের আগে স্টোকস বলেছেন, ‘সে অনেক গতিতে বোলিং করে। এছাড়া তার বোলিং খুব কার্যকরও। ৯০ মাইল প্রতি ঘণ্টার গতিতে যাওয়া বলের বিপক্ষে খেলাটা অবশ্যই খুব কঠিন হবে। আপনি তাকে সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট স্পেলে ব্যবহার করতে পারেন এবং এই ছোট স্পেলে খুব দ্রুত বল করতে পারেন উড।’
জেমস অ্যান্ডারসনের মতো অভিজ্ঞ বোলারকে না নেওয়ার বিষয়ে স্টোকসের ভাষ্য, ‘জিমি খুবই পেশাদার। আপনি কখনোই জানেন না যে পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হতে পারে এবং আপনি কী অনুভব করতে পারেন। এখন আমরা জিমির কাজের চাপ দেখছি না, কিন্তু আমরা তাকে এই অবস্থানে রেখেছি কারণ সে আমাদের সেরা বোলারদের একজন।’
একদিন আগেই একাদশ ঘোষণা করা এখন ইংল্যান্ড টেস্ট দলের অলিখিত রীতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এক পেসারের সঙ্গে তারা জ্যাক লিচ, রেহান আহমেদ এবং অভিষেক হতে যাওয়া টম হার্টলিকে তিনজন বিশেষজ্ঞ স্পিনার খেলাবে। বিকল্প হিসেবে বোলিংয়ে দেখা যেতে পারে জো রুটকেও। তিন স্পিনার নিয়ে একাদশ সাজানো নিয়ে ইংলিশ দলপতি বলেন, ‘আমি মনে করি না এটা সাহসী সিদ্ধান্ত। আমি এবং বাজ (কোচ ব্রেন্ডন ম্যাককালাম) উইকেটের দিকে তাকিয়ে ছিলাম এবং আমরা প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছিলাম যা আমাদের সেরা সুযোগ দেবে। আপনাকে সর্বদা বুঝতে হবে যে বল ভারতের দিকে ঘুরবে, কিন্তু আপনি কোনো পূর্ব ধারণা নিয়ে যেতে পারবেন না। আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে। ভারত এমন একটি জায়গা যেখানে আপনাকে বিশ্বের অন্য যেকোনো জায়গার চেয়ে দল নির্বাচন নিয়ে বেশি ভাবতে হবে।’
ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের মতো বাঁ-হাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল করার জন্য রুট সবচেয়ে উপযুক্ত হতে পারেন। তাই রুটকে বল হাতে ওপেন করতেও দেখা যেতে পারে বলে জানান স্টোকস, ‘এটি সম্পূর্ণ ‘‘গুরুতর’’ বিষয় হবে। আপনি রুটিকে (জো রুট) নতুন বল হাতে দেখতে পারেন। যদি (বাঁ-হাতি) যশস্বী জয়সওয়াল ব্যাটিং শুরু করেন, বোলিংয়ে আপনি শুরুতে দেখতে পারেন রুটকে।’
কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন ইংলিশ অধিনায়ক। ফলে এই সিরিজেও স্টোকস বোলিং করবেন না বলে জানিয়েছেন স্টোকস। এর আগে আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করে ভারতে পা রাখে ইংল্যান্ড দল। যদিও শুরুতে ভিসা না পাওয়ায় দলটির অনভিষিক্ত স্পিনার শোয়েব বশিরকে নিজ দেশে ফিরে যেতে হয়। পরবর্তীতে দিনভর নাটকীয়তার পর গতকাল সন্ধ্যায় পাকিস্তানি বংশোদ্ভূত এই স্পিনার ভারতের ভিসা পান। তিনি দলে যোগ দিতে পারেন দ্বিতীয় টেস্টের আগে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল: ৭ ইস্যু নিয়ে তারেক রহমানের সঙ্গে বসছেন কর্মচারীরা
- নবম পে-স্কেল: ৯০% বেতন বৃদ্ধির সুপারিশ, রিপোর্ট জমা আগামী সপ্তাহেই
- রাতে টানা দুবার ভূমিকম্পে কেপে উঠলো বাংলাদেশ
- হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ: ৭ জেলায় আবহাওয়া অফিসের বিশেষ বার্তা
- বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম বাড়ল
- দেশের বাজারে আজ একভরি স্বর্ণের দাম
- কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প: উৎপত্তিস্থল ও মাত্রা জানুন
- আজকের সোনার বাজারদর: ০৫ জানুয়ারি ২০২৬
- আজকের সকল টাকার রেট: ০৫ জানুয়ারি ২০২৬
- সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু
- হাড়কাঁপানো শীতে জবুথবু দেশ: কতদিন চলবে এই শৈত্যপ্রবাহ
- আজকের সোনার বাজারদর: ০৬ জানুয়ারি ২০২৬
- পে স্কেল নিয়ে তারেক রহমানের দ্বারস্থ সরকারি কর্মচারীরা
- আজকের সকল টাকার রেট: ০৬ জানুয়ারি ২০২৬
- Redmi Note 15; দাম কত ফিচার কি
