আফগানদের মাঝারি টার্গেটের সামনে শুরুতেই ধাক্কা খেলো ভারত
মোহালিতে প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। রোহিত শর্মার টার্গেট আজ টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়। আজ আরও শক্তি নিয়ে মাঠে নামল ভারত। তিলক ভার্মা এবং শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছিল এবং ইয়াসভি জয়সওয়াল এবং বিরাট কোহলিকে ফিরিয়ে আনা হয়েছিল। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে, মেন ইন ব্লু তাদের শেষ টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে, তাই কোচ দ্রাবিড় সবাই দেখছেন। ওয়েস্ট ইন্ডিজ বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে কে থাকবেন এবং বিশ্বকাপ থেকে কে বাদ পড়বেন, এই সিরিজ কিছুটা ইঙ্গিত দিতে পারে।
প্রথম ম্যাচের মত আজ’ও টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তেড়েফুঁড়ে শুরুটা করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু সঠিক বোলিং বিকল্প বেছে নিয়ে আফগান উইকেটরক্ষক-ব্যাটারকে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ আর দেন নি রোহিত। খানিক পর ফেরেন ইব্রাহিম জাদ্রান’ও। পিঞ্চ হিটার হিসেবে নেমে ঝড় তুলতে দেখা গিয়েছিল গুলবদিন নাইব’কে। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক চমকপ্রদ এক অর্ধশতক করেন আজ। সেই ঘূর্ণির কাছেই শেষমেশ অবশ্য বশ মানলেন তিনি। গত ম্যাচে ভালো খেললেও মহম্মদ নবি আজ ঝোড়ো ইনিংস খেলতে ব্যর্থ। ‘ফিনিশার’ করিম জানাত, মুজিব উর রহমানদের সৌজন্যে আজও দেড়শ পেরোলো আফগান’রা। থামলো ১৭২ রানে।এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত ভারত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে।
প্রথম ওভারে আর্শদীপ সিং-এর হাতে বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লাইন-লেন্থ খুঁজে পেতে বেশ কসরত করতে হলো আর্শদীপকে। প্রথম দুটি ডেলিভারিই ওয়াইড হয় তাঁর। এরপর দুর্দান্ত ফ্লিকে সটান তাঁকে বাউন্ডারিতে পাঠান গুরবাজ। প্রথম ওভার থেকে মোট ৯ রান তুলে নিয়ে বড় রানের ইঙ্গিত দিয়েছিলো আফগানিস্তান। দ্বিতীয় ওভারেও সহজে রানের সন্ধান পেয়ে যায় আফগানদের ওপেনিং জুটি। মুকেশ কুমারের ওভার থেকে আসে ১১। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন গুরবাজ। পঞ্চম বলে নাজিবুল্লাহ জাদ্রানের ব্যাট থেকে আসে চার। ২ ওভারে মোট ২০ রান নিয়ে ম্যাচে জাঁকিয়ে বসার পথে ছিলেন আফগান’রা। পেসের ধাক্কায় প্রতিপক্ষকে বেসামাল করার স্ট্র্যাটেজি কাজ না করায় পরিকল্পনা বদলান রোহিত। তাতেই কেল্লাফতে ভারতের।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই মেলে সাফল্য। মিড অনের উপর দিয়ে রবি বিষ্ণোইকে মারতে গিয়ে শিবম দুবের হাতে ধরা পড়েন গুরবাজ। আফগান উইকেটরক্ষক-ব্যাটারকে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয় ভারতীয় দল। ৯ বলে ১৪ রান করেন তিনি। ইব্রাহিম জাদ্রান’ও এরপর ক্রিজে টেকেন নি বেশীক্ষণ। অক্ষর প্যাটেলের বাম হাতি অফ ব্রেকে বোল্ড হন তিনি। করেন ১০ বলে ৮ রান। অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারালেও দ্রুত গতিতে ছুটছিলো আফগানিস্তানের স্কোরবোর্ড। সৌজন্যে গুলব্দিন নাইব। সাধারণত তাঁকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই দেখা যায়। আজ পিঞ্চ হিটার হিসেবে নেমেছিলেন তিনি। রবি বিষ্ণোই, মুকেশ কুমার-রেয়াৎ করেন নি কাউকেই। অক্ষর প্যাটেলের বলে আউট হওয়ার আগে ৫টি চার ও ৪ ছক্কা মেরে ৩৫ বলে ৫৭ রানের নজরকাড়া ইনিংস খেললেন তিনি।
স্পিন আক্রমণ সামলে লড়াই চালালো আফগানিস্তান-
গুলবদিন আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফেরেন মহম্মদ নবি। অভিজ্ঞ অলরাউন্ডারকে হারিয়েও ভেঙে পড়ে নি আফগানিস্তান। গত ম্যাচের মতই করিম জানাত ও নাজিবুল্লাহ জাদ্রানকে দেখা গেলো জুটি গড়ে দলের স্কোরকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে। ২১ বলে ২৩ রান করেন নাজিবুল্লাহ জাদ্রান’কে। করিম জানাতকে পাওয়া গেলো ধুন্ধুমার আন্দাজে। ১০ বলে ২১ করেন তিনি। চমকে দিলেন মুজিব উর রহমান। বিশ্বকাপ চলাকালীন জানিয়েছিলেন ব্যাটিং নিয়ে চর্চা করছেন। সেই চর্চা যে ফলপ্রসূ হচ্ছে, তার প্রমাণ দিলেন আফগান স্পিনার। মাত্র ৯ বলে ২১ রান করেন তিনি। রান-আউট না হলে আফগানিস্তানের স্কোরবোর্ডে আরও কিছু রান জুড়তে পারত তাঁর সৌজন্যে। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১৭২ রানে শেষ হলো আফগান ইনিংস।
ভারতের হয়ে আজ বল হাতে দাপট দেখালেন স্পিনাররা। আরও একবার অনবদ্য বোলিং করে টি-২০ বিশ্বকাপের দলে নিজের জায়গা প্রায় পাকা করে ফেললেন অক্ষর প্যাটেল। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রানের বিনিময়ে তিনি তুলে নেন গুলবদন নাইব ও ইব্রাহিম জাদ্রানের মহামূল্যবান উইকেট। প্রথমে রান খরচ করলেও পরে নিজেকে সামলে নেন রবি বিষ্ণোই। তরুণ লেগ স্পিনারের ঝুলিতেও আজ দুই উইকেট। তিনি ফিরিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ ও মহম্মদ নবি’কে। প্রথম ওভারে ৯ রান খরচ করলেও ডেথ ওভারে ছন্দে ফেরেন আর্শদীপ’ও। ৩ উইকেট তাঁর সংগ্রহে। আজ ভারতের সফলতম বোলার তিনিই। আজমাতুল্লাহ ওমরজাইকে ফিরিয়ে দেন শিবম দুবে’ও। বোলিং বিকল্প হিসেবে নিজের কার্যকারিতা বোঝালেন তিনি। চিন্তা রইলো মুকেশ কুমারকে নিয়ে। ২ ওভারে ২১ রান খরচ করেছেন তিনি। পান নি একটি উইকেট’ও।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন: ১২ গ্রেড, সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার
- বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন ৩০ জন
- ফেব্রুয়ারির আগে পে স্কেল সম্ভব: অর্থ উপদেষ্টা যা বললেন
- ৩ টি লক্ষণ থাকলে কখনো সন্তান হবে না
- পে স্কেল নিয়ে পে কমিশন থেকে বড় দুঃসংবাদ
- সূর্য ডোবার পর আর উঠবে না ২২ জানুয়ারি পর্যন্ত!
- বাংলাদেশের ভূমিকম্পের রেড জোন যেসব এলাকা
- মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালু করুন এক ক্লিকে
- নরসিংদীর মাধবদী যে কারনে ৯ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র হলো
- রাইজিং স্টারস ফাইনাল: বাংলাদেশ বনাম পাকিস্তান, যেভাবে দেখবেন
- নতুন পে স্কেল কার্যকর কবে! বৈঠকে সচিবদের গুরুত্বপূর্ণ আলোচনা
- পে-স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকার দাবি
- আজকের সোনার বাজারদর: ২৩ নভেম্বর ২০২৫
- বড় ভূমিকম্প ‘খুবই নিকটে’: ঢাকার বিপদ স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা
- শ্বাসরুদ্ধকর ফাইনাল: পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ গড়াল সুপার ওভারে! লাইভ দেখুন
