আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে ভারতীয়দের ছড়াছড়ি
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন চারজন ক্রিকেটার। তাদের তিনজনই ভারতের, অন্যজন নিউজিল্যান্ডের। ভারতীয় ক্রিকেটাররা হলেন, বিরাট কোহলি, শুভমান গিল ও মোহাম্মদ শামি। সঙ্গে আছেন একমাত্র কিউই ক্রিকেটার ড্যারিল মিচেল।
পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ২০২৩ সালের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকাও প্রকাশ করে আইসিসি। বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি।
১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশোর্ধ রানের রেকর্ড গড়েন কোহলি। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন কোহলি। গেল বছর ভারতের হয়ে টেস্টেও সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন কোহালি।
৮ টেস্টে ২টি করে শতক ও অর্ধশতকে ৬৭১ রান করেন তিনি। এছাড়া ২৭ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৩৭৭ রান করেন এই ব্যাটার। কিন্তু গেল বছর কোন টি-টোয়েন্টি খেলেননি কোহলি। ২০২৩ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গিল। ২৯ ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৫৮৪ রান করেছেন তিনি। পাশাপাশি ৬ টেস্টে ২৫৮ রান ও ১৩ টি-টোয়েন্টিতে ৩১২ রান করেছেন গিল। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ভারতের শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নেন তিনি।
গত বছর সর্বমোট ১৯ ওয়ানডেতে ৪৩ উইকেট শিকার করেছিলেন শামি। উইকেট শিকার তালিকায় তৃতীয়স্থানে ছিলেন সামি। ৪ টেস্টে ১৩ উইকেট শিকার করলেও কোন টি-টোয়েন্টি খেলেননি তিনি। ভারতীয়দের পারফরমেন্সের ভিড়ে সেরার দৌড়ে সুযোগ পেয়েছেন মিচেলও। গেল বছর ৭ টেস্টে ৪৬৯ রান, ২৬ ওয়ানডেতে ১২০৪ রান ও ১৮ টি-টোয়েন্টিতে ৩১৬ রান করেছেন তিনি। টেস্টে ১টি ও ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি করেন মিচেল। এর মধ্যে বিশ্বকাপে ৫৫২ রান করেছিলেন এই ডান হাতি ব্যাটার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন: ১২ গ্রেড, সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার
- বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন ৩০ জন
- ফেব্রুয়ারির আগে পে স্কেল সম্ভব: অর্থ উপদেষ্টা যা বললেন
- ৩ টি লক্ষণ থাকলে কখনো সন্তান হবে না
- পে স্কেল নিয়ে পে কমিশন থেকে বড় দুঃসংবাদ
- সূর্য ডোবার পর আর উঠবে না ২২ জানুয়ারি পর্যন্ত!
- বাংলাদেশের ভূমিকম্পের রেড জোন যেসব এলাকা
- মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালু করুন এক ক্লিকে
- নরসিংদীর মাধবদী যে কারনে ৯ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র হলো
- রাইজিং স্টারস ফাইনাল: বাংলাদেশ বনাম পাকিস্তান, যেভাবে দেখবেন
- নতুন পে স্কেল কার্যকর কবে! বৈঠকে সচিবদের গুরুত্বপূর্ণ আলোচনা
- পে-স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকার দাবি
- আজকের সোনার বাজারদর: ২৩ নভেম্বর ২০২৫
- বড় ভূমিকম্প ‘খুবই নিকটে’: ঢাকার বিপদ স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা
- শ্বাসরুদ্ধকর ফাইনাল: পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ গড়াল সুপার ওভারে! লাইভ দেখুন
