| ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

মুশফিকের বিস্ময়কাণ্ডের যত ব্যাখ্যা দিল আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৭ ১২:০৯:২৬
মুশফিকের বিস্ময়কাণ্ডের যত ব্যাখ্যা দিল আইসিসি

অবাক করা ব্যাপার হচ্ছে, আউটের আগে আরো একবার এমনটা করতে চেয়েছিলেন মুশফিক। মধ্যাহৃভোজের বিরতির পর টিম সাউদির প্রথম ওভারের দ্বিতীয় বলে হাত বাড়িয়েও ছুঁতে পারেননি মুশফিক। স্বাভাবিকভাবে অভিজ্ঞ ব্যাটারের এমন কাণ্ড তামিমকে হতাশ করেছে।

‘বিরল হ্যান্ডলড বল ক্লাবে তোমাকে স্বাগত, মুশফিক। শুধু উপযুক্ত ক্রিকেটাররাই এই ক্লাবের সদস্য।’-মুশফিকুর রহিমকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের স্বাগত জানানোর প্রেক্ষাপট এতক্ষণে সবারই জানা হয়ে গেছে। তবে ভনের আউটের সঙ্গে মুশফিকেরটার সামান্য ভিন্নতা আছে বৈকি।

ভন ‘হ্যান্ডলড দ্য বল’ আইনেই আউট হয়েছিলেন। কিন্তু ২০১৭ সালে আইনটিতে পরিবর্তন আনে এমসিসি। তখন থেকে এটিকেও ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের অন্তর্ভুক্ত করা হয়। ঘটনা যাই হোক, এ ধরনের আউটের সর্বশেষ শিকার ভন। ভন দুর্ভাগ্যের শিকার হন ২০০১ সালে, ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে। মাটি থেকে বল শর্ট লেগ ফিল্ডারের হাতে তুলে দিতে গিয়েছিলেন ভন।

ভারতীয় ক্রিকেটাররা আবেদন করলে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। টেস্ট ক্রিকেটে মুশফিক অষ্টম ব্যাটার হিসেবে এ ধরনের আউটের শিকার হলেন। প্রথমজন দক্ষিণ আফ্রিকান ওপেনার রাসেল এনডিন, ১৯৫৭ সালে এভাবে আউট হয়েছিলেন। তবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের বেশির ভাগ নজিরই মুশফিকের চেয়ে একটু আলাদা। অনেক সময় বল স্টাম্পের দিকে আসতে থাকলে ব্যাটার অবচেতন মনে হাত বাড়িয়ে দেন।

কিন্তু মুশফিকের ক্ষেত্রে বলটা খেলার আগে ও পরে স্টাম্প থেকে অনেক বাইরে ছিল। তবু কী ভেবে হাত বাড়িয়েছেন, তিনিই ভালো বলতে পারবেন। ওই মুহূর্তে ধারাভাষ্যকক্ষে থাকা তাঁর সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘অনুশীলনে অভ্যাসের কারণে এটা হতে পারে। নেটে ব্যাটিংয়ের সময় সাধারণত ডিফেন্স করেই ব্যাটাররা বল ধরে বোলারের কাছে ফেরত পাঠায়।

মুশফিক হয়তো সেটা ভেবে হাত বাড়িয়ে ফেলেছে। তবে এটা অবশ্যই কোনো অজুহাত হতে পারে না।’ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজও প্রায় একই রকম ব্যাখ্যা দিয়েছেন, ‘এটা ইচ্ছাকৃতভাবে হয় না। খেলার ধারার সঙ্গে হয়ে গেছে।’

তবে অবাক করা ব্যাপার হচ্ছে, আউটের আগে আরো একবার এমনটা করতে চেয়েছিলেন মুশফিক। মধ্যাহৃভোজের বিরতির পর টিম সাউদির প্রথম ওভারের দ্বিতীয় বলে হাত বাড়িয়েও ছুঁতে পারেননি মুশফিক। স্বাভাবিকভাবে অভিজ্ঞ ব্যাটারের এমন কাণ্ড তামিমকে হতাশ করেছে। আইনটা সম্পর্কে মুশফিকের ধারণা থাকা উচিত ছিল বলেও মনে করেন তামিম।

আপনার ন্য নির্বািত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের বাচা-মরার ম্যাচসহ আজকের সব খেলা

বাংলাদেশের বাচা-মরার ম্যাচসহ আজকের সব খেলা

নিজস্ব প্রতিবেদক: সিপিএলে আজ (শনিবার) ভোরে সাকিবের অ্যান্টিগার ম্যাচ শুরু হয়েছে। এ ছাড়া নুরুল হাসান ...

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি প্রকাশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট সিরিজ সূচি – অক্টোবর ২০২৫ নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ...

ফুটবল

সাফ ফুটবলে নেপালকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

সাফ ফুটবলে নেপালকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ...

ব্রাজিলের জার্সিতে নেইমারের ফেরা হচ্ছে না

ব্রাজিলের জার্সিতে নেইমারের ফেরা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলে তারকা ফরোয়ার্ড নেইমারের ফেরা নিয়ে নতুন করে অনিশ্চয়তা ...