দিল্লির কাছে ম্যাচ হেরে যা বললেন মহম্মদ শামি

রোমাঞ্চকর কুড়ি-বিশের লড়াইতে জিত দিল্লীরই। এঈ ম্যাচে ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে না পেরেও অনবদ্য বোলিং করে দুই পয়েন্ট ছিনিয়ে নিলেন ডেভিড ওয়ার্নাররা। মাত্র চার পয়েন্ট নিয়ে ধুঁকছিলো দিল্লী। প্লে-অফে যাওইয়ার সামান্যতম আশা জিইয়ে রাখতে আজ জিততেই হত তাদের। শক্তিশালী গুজরাতকে ৫ রানে হারিয়ে প্রায় অসাধ্যসাধনই আজ করলো তারা।
টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লী অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লীর দলের প্রাক্তনী মহম্মদ শামির বোলিং-এ ছিন্নভিন্ন হতে হলো ক্যাপিটালস শিবিরকে। পাওয়ার প্লে’তেই আধা ব্যাটিং’কে সাজঘরে ফিরে যেতে হয়। আর তাতে প্রধান ভূমিকা নেন শামি। ৪ ওভারের স্পেলে মনীশ পান্ডে, ফিল সল্ট, প্রিয়ম গর্গ ও রাইলি রুশোকে আউট করেন তিনি। ইনিংসের প্রথম বলেই সল্টকে ফিরিয়ে আঘাত হেনেছিলেন শামি। আজ ফের একবার দিল্লীর মুখরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অক্ষর প্যাটেল। লড়াকু ২৭ রান করেন তিনি। অক্ষরের সাথে জুটি বেঁধে ইনিংসকে টানেন আমন হাকিম খান। কেরিয়ারের প্রথম অর্ধশতরান করলেন তিনি। শেষে ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে দিল্লীকে ১৩০ রানে পৌঁছে দেন রিপল প্যাটেল।
গুজরাত ইনিংসের শুরুতেই আঘাত হানেন খলিল আহমেদ। ফেরান ঋদ্ধিমান সাহাকে। এনরিখ নর্খিয়া ফিরিয়ে দেন ফর্মে থাকা শুভমান গিলকেও। বিজয় শঙ্কর, ডেভিড মিলারদের মিডল অর্ডারকেও অল্প রানের মধ্যেই সাজঘরের রাস্তা দেখান কুলদীপ যাদব, ঈশান্ত শর্মারা। অভিনব মনোহরকে সাথে নিয়ে টাইটান্স ইনিংসের হাল ধরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চমৎকার অর্ধশতক করলেও তিনি। কিন্তু কঠিন পরিস্থিতিতে দলকে জয়ের রাস্তা দেখাতে পারলেন না। অভিনব মনোহর ৩৩ বলে ২৬ রান করে আউট হওয়ার পরে ম্যাচের রাশ প্রায় গুজরাতের হাতে তুলে দিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া। নর্খিয়ার ১৯তম ওভারে তিনটি ছক্কা মারেন তিনি। শেষ ওভারে বাকি ছিলো ১২ রান। অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিল্লীকেই ম্যাচ উপহার দিলেন ঈশান্ত শর্মা। গুজরাত ম্যাচ হারলেও অনবদ্য বোলিং করে ম্যাচের সেরার পুরষ্কার জিতে নেন মহম্মদ শামি।
আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। খেলা ইংল্যান্ডের মাঠে। যেখানে পিচে নিয়মিত স্যুইং দেখতে পাওয়া যায়। জসপ্রীয় বুমরাহ’র অনুপস্থিতিতে সেখানে ভারতের সবচেয়ে বড় বোলিং ভরসার নাম অবশ্যই মহম্মদ শামি। আজকের গুজরাত বনাম দিল্লী ম্যাচটি যদি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বা অধিনায়ক রোহিত শর্মা দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে ভরসা পাবেন না তাঁরা। যে অনবদ্য বোলিং-এর নিদর্শন বঙ্গ পেসার আজ রাখলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএলের অন্যতম সেরা পারফর্ম্যান্সের তালিকায় জায়গা করে নেবে। ৪ ওভার হাত ঘুরিয়ে ১১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি।
অনবদ্য বোলিং করেও পরাজিতের তালকাতেই নাম রইলো শামির। মেনে নিতে পারছেন না বঙ্গ পেসার। সাফল্যের নেপথ্য কারণ কি? উত্তরে তিনি জানান, “আমি কেবল নিজের পরিকল্পনামাফিক বোলিং করার চেষ্টা করি। ঠিকঠাক জায়গায় বলটা রাখার চেষ্টা করি। লাইন-লেন্থ-এর ব্যাপারে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করি।” ব্যক্তিগত সাফল্য নয় বরং দলের হার নিয়েই বেশী চিন্তিত শামি। ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে বললেন, “আমি মনে করি এই রানটা আমাদের তাড়া করে জেতা উচিৎ ছিলো। স্কোরটা মোটেও গড় রানের চেয়ে বেশী ছিলো না। বেশী স্যুইং’ও ছিলো না।” হারের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ নিয়মিত ব্যবধানে উইকেট হারানোটাই আমাদের বিপক্ষে গেলো। আমাদের পার্টনারশিপ দরকার ছিলো, কিন্তু যখন তা এলো ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে।” হারলেও গেলো গেলো রব তোলার কোনো কারণ দেখছেন না শামি। বলেন, “ এখনও অনেক খেলা বাকি রয়েছে। এমনটা হতেই পারে।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের উন্নতিতে মানবিকতা ও শৃঙ্খলার গুরুত্ব: সেনাপ্রধান
- তিনটি লক্ষণ: যা ইঙ্গিত করে আপনার পথ জাহান্নামের দিকে
- পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে ৪টি খাবার: জেনে নিন কী খাবেন!
- সৌদি রিয়ালের বড় পতন
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- উড়োজাহাজ দুর্ঘটনার আগে রহস্যময় ফেসবুক পোস্ট: নেপথ্যে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র
- বাংলাদেশে আজ এক ভরি সোনার দাম
- গোপালগঞ্জের 'আবু সাঈদগঞ্জ' নামকরণের প্রস্তাব
- শ্রীলঙ্কা কোচের মুখে তানজিদ তামিমের প্রশংসা: ৪৭ বলে ৭৩ রানের ঝলক
- গোপালগঞ্জের সহিংসতা: আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া
- বাংলাদেশের আজ এক ভরি সোনার দাম
- ৬টি রোগ থাকলেনই বুঝবেন আপনি জান্নাতি
- বাংলাদেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- ভারত থেকে বাংলাদেশিদের ভিসা নিয়ে নতুন তথ্য
- নামাজের অবস্থায় বায়ু ত্যাগে ওযু নষ্ট হলে করণীয়