আইপিএল ইস্যুঃ সাকিবকে কলকাতার একাদশ রাখলেন না হার্শা ভোগলে
এক জন হলেন বাংলাদেশ দলের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ও দেশর অন্যতম সেরা ওপেনার লিটন দাস। তবে তারকায় ঠাসা কলকাতার একাদশে সাকিব-লিটনের জায়গা হবে তো? এবার সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর জানা গেল হার্শা ভোগলের বিশ্লেষণে।
ভারতের প্রখ্যাত এই ক্রিকেট বিশ্লেষক জানিয়েছেন তার পছন্দের একাদশ। কলকাতার সেরা একাদশ কেমন হওয়া উচিৎ, ক্রিকবাজে তা জানাতে গিয়ে হার্শা প্রশংসায় ভাসিয়েছেন দুই বাংলাদেশি তারকাকে। সাকিবকে দলে ফেরানোয় কলকাতার প্রশংসা করেছেন তিনি, সেই সাথে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিটনকে দলভুক্ত করায়।
উইকেটরক্ষক ব্যাটার হিসেবে কলকাতার হাতে অপশন আছে তিনটি। লিটনের মতো আরেক বিদেশি রহমানউল্লাহ গুরবাজ। আছেন নারায়ণ জগদীশানও। বিদেশি কোটা সীমিত, তাই লিটন ও গুরবাজ থেকে যেকোনো একজনকে দলে নেওয়া উচিৎ বলে মনে করেন হার্শা। কথা বলেছেন কলকাতার টপ অর্ডার নিয়েও।
মিনি নিলামে কলকাতার বিচক্ষণতার প্রশংসা করে হার্শা বলেন, 'জগদীশন টি-টোয়েন্টিতে যতটা না ভালো তারচেয়েও ভালো ওয়ানডেতে। তবে টপ অর্ডার উইকেটকিপিং অপশন থাকছে। আমি ডেভিড ভিসাকেও পছন্দ করি। আর সবাই জানেন, আমি অনেক আগে থেকেই লিটন দাসকে পছন্দ করি। টপ অর্ডার ব্যাটার, আগ্রাসী ব্যাটিং করে, তাকে কিনে কলকাতা ভালো করেছে এতে কোনো সন্দেহ নেই। এই তিনজনকে ভালো লেগেছে, তারা আবার সাকিবকেও ফিরিয়েছে। তাদের মিডল অর্ডার একটু অনভিজ্ঞ। সাকিব সেখানে শক্তি বাড়াবে।'
কলকাতার ব্যাটিং অর্ডারের টপ ফাইভ কেমন হওয়া উচিৎ, তার ধারণা দিয়ে হার্শা বলেন, 'ওপেনিংয়ে তারা লিটন অথবা গুরবাজকে নিতে পারে। সাথে রাখা যায় জগদীশানকে। ভেঙ্কাটেশ আইয়ারকে ওপেনার হিসেবে কলকাতায় দেখা যায়নি, তবে মুশতাক আলী ট্রফিতে ওপেনিংয়ে সে ভালো করেছে। নিতিশ রানাকে তিনে পাঠিয়ে জগদীশানকে ওপেনিংয়ে রাখতে পারে। চারে ভেঙ্কাটেশ। এমনভাবে সাজাতে হবে যাতে শ্রেয়াস আইয়ারের অভাব বোঝা না যায়। রিঙ্কু সিং পাঁচে নেমে ক্যামিও খেলতে পারে। এভাবেই টপ ফাইভ সাজানো যেতে পারে।'
তবে হার্শার বাছাইকৃত একাদশে জায়গা হয়নি সাকিবের। অলরাউন্ডার হিসেবে খ্যাতি কুড়ানো ডেভিড ভিসাও নেই। হার্শা জানান, 'আন্দ্রে রাসেলকে ছয়ে রাখা যায়। সুনীল নারাইন আছে... ও দলের অধিনায়কও হতে পারত। বছরের পর বছর ধরে তার পারফরম্যান্স ভালো। সারা বিশ্বে লিগ দাপিয়ে বেড়ায়, ইকোনমি রেট দুর্দান্ত। তাকে ব্যাটিং অর্ডারে যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে।'
এছাড়া টিম সাউদি ও লকি ফার্গুসনের যেকোনো একজনকে একাদশে দেখছেন হার্শা। আরও রেখেছেন শার্দূল ঠাকুর, উমেশ যাদব ও বরুন চক্রবর্তীকে।
সাকিবকে সেরা একাদশে না রাখলেও তার কাছে আকাশছোঁয়া প্রত্যাশা এই ভারতীয়র। কলকাতার নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভিন্ন ঘরানার কোচিংয়ের কারণে বিখ্যাত। তিন অভিজ্ঞ অলরাউন্ডারকে নিয়ে কীভাবে চন্দ্রকান্ত কাজ করেন, তা দেখতে মুখিয়ে আছেন হার্শা। তিনি বলেন, 'আইপিএলে সাকিবের সেরাটা আমরা এখনও দেখতে পাইনি। কিছু গুরুত্বপূর্ণ ইনিংস আছে তার। এ মৌসুম হতে পারে সাকিবের। সাকিব, রাসেল, নারাইনদের নিয়ে চন্দ্রকান্ত কীভাবে কাজ করেন আমি তা দেখতে মুখিয়ে আছি। যদি তার স্টাইল কাজে আসে, কলকাতা এবার খুব ভালো করবে।
একনজরে হার্শার বাছাইকৃত কলকাতার সেরা একাদশ
লিটন দাস/রহমানউল্লাহ গুরবাজ, নারায়ণ জগদীশান, নিতিশ রানা, ভেঙ্কাটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদি/লকি ফার্গুসন, শার্দূল ঠাকুর, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে-স্কেল নিয়ে সর্বশেষ সুখবর যা জানা গেল
- পে-স্কেল নিয়ে সবশেষ ঘোষণা: যা জানা গেল
- পে-স্কেল নিয়ে উত্তেজনা: সবশেষ পরিস্থিতি কি?
- আজকের স্বর্ণের বাজারদর: ১৩ ডিসেম্বর ২০২৫
- ওসমান হাদির সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক
- ওসমান হাদী গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে যা মিললো
- হাদির ওপর হামলা কারছে কে, জানালেন আইজিপি
- জানা গেল হাদির ওপর হামলাকারীকে নিয়ে আঁতকে ওঠার মতো তথ্য
- ওসমান হাদি গুলিবিদ্ধ: যা জানা গেলো
- আসছে ভয়াবহ শৈত্যপ্রবাহ, কাঁপবে যেসব জেলা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ ডিসেম্বর ২০২৫
- ৩৬ বাংলাদেশি পেলেন ভারতের নাগরিকত্ব: তালিকায় আছেন যারা
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আজকের সকল টাকার রেট: ১৪ ডিসেম্বর ২০২৫
- ২৯ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে হবে তারেক রহমানকে
