| ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নাটকীয় জয় পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল আফগানিস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৭ ১০:৩১:২৫
নাটকীয় জয় পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল আফগানিস্থান

দ্বিতীয় ম্যাচে শেষ ২ ওভারে প্রয়োজন ২২ রান। এই অবস্থায় ম্যাচ ঝুঁকে পড়তে পারে যে কোনো দিকে। টি-২০ ম্যাচে মহাগুরুত্বপূর্ণ ১৯তম ওভারের জন্য নাসিম শাহকে আক্রমণে আনলেন শাদাব খান। সেই ওভারেই একটি করে ছক্কা মেরে সমীকরণ সহজ করে ফেললেন আফগান বাহিনির অন্যতম তারকা ব্যাটার নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি। এই ম্যাচে নাটকীয় লড়াইয়ে পাকিস্তানকে ফের হারিয়ে দিল আফগানিস্তান।

দুবাইয়ের শারজাহতে গতকাল ২৬ মার্চ রোববার দ্বিতীয় টি-২০তে ৭ উইকেটে জিতেছে রশিদ খানের দল। রশিদ খানরা পাকিস্তানের ১৩০ তারা পেরিয়ে গেছে এক বল বাকি থাকতে।

প্রতিবেশী দেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই জিতে নিল আফগানিস্তান। ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯২ রানে থামিয়ে ৬ উইকেটে জিতেছিল তারা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৩ বলের মধ্যে ফিরে যান টপ অর্ডারের দুই ব্যাটসম্যান সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক।

ফজলহক ফারুকির বলে দুর্দান্ত এক ক্যাচে সাইমকে বিদায় করেন রহমানউল্লাহ গুরবাজ। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া শফিক সফল হননি এলবিডব্লিউর রিভিউ নিয়ে। প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার টি-টোয়েন্টিতে শূন্য রানে আউটের অনাকাঙ্ক্ষিত রেকর্ড সঙ্গী হয় তার।

পাল্টা আক্রমণ শুরু করে বেশিদূর যেতে পারেননি ওপেনার মোহাম্মদ হারিস। দুই অঙ্ক ছুঁয়ে বিদায় নেন তাইয়েব তাহির। দ্রুত ফেরেন আজম খান।

৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান লড়াইয়ের পুঁজি গড়ে ইমাদ ওয়াসিম ও শাদাব খানের ব্যাটে। ৫৪ বলে এই দুই জনে গড়েন ৫৭ রানের জুটি। ৫৭ বলে দুই ছক্কা ও তিন চারে ৬৪ রানে অপরাজিত থাকেন ওয়াসিম। ২৫ বলে শাদাব করেন ৩২ রান।

ডাবল উইকেট মেডেন দিয়ে শুরু করা ফারুকি ১৯ রানে নেন ২ উইকেট। ৪ ওভারে কেবল ১৬ রান দেন অধিনায়ক রশিদ।

রান তাড়ায় শুরুতেই উসমান ঘানিকে হারায় আফগানিস্তান। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টানেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুই জনে যোগ করেন ৫৬ রান।

৪৯ বলে ৪৪ রান করে গুরবাজ রান আউট হলে ভাঙে জুটি। এক ওভার পর বিদায় নেন ইব্রাহিম (৪০ বলে ৩৮)। তারা খুব একটা ঝুঁকি না নেওয়ায় শেষ দিকে কাজটা কঠিন হয়ে গিয়েছিল।

শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩০ রান। তবে হাতে যথেষ্ট উইকেট থাকায় সম্ভাবনায় একটু এগিয়ে ছিল আফগানিস্তানই। নাসিমের করা ১৯তম ওভারে ১৭ রান নিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে আসেন নাজিবউল্লাহ ও নবি। শেষ ওভারে ৫ রান নিয়েও লড়াই করেন জামান খান, কিন্তু পেরে ওঠেননি দুই অভিজ্ঞ আফগান ব্যাটসম্যানের সঙ্গে।

১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন নাজিবউল্লাহ। ৯ বলে নবি করেন ১৪।

একই মাঠে সোমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলবে আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৩০/৬ (সাইম ০, হারিস ১৫, শফিক ০, তাহির ১৩, ওয়াসিম ৬৪, আজম ১, শাদাব ৩২*; ফারুকি ৪-১-১৯-২, ওমরজাই ৩-০-৩৪-০, নাভিন ৪-০-২৬-১, মুজিব ২-০-১৯-০, রশিদ ৪-০-১৬-১, জানাত ৩-০-১৩-১)

আফগানিস্তান: ১৯.৫ ওভারে ১৩৩/৩ (গুরবাজ ৪৪, ঘানি ৭, ইব্রাহিম ৩৮, নাজিবউল্লাহ ২৩*, নবি ১৪*; নাসিম ৪-০-৩৯-০, জামান ৩.৫-০-২২-১, ইহসানউল্লাহ ৩-০-২৩-১, নাওয়াজ ৪-০-১৬-০, শাদাব ৪-০-২৪-০, ওয়াসিম ১-০-৫-০)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

নাসুমের বাবা এখন নিরাপত্তাকর্মী: এমন পরিণতির নেপথ্যে কী

নাসুমের বাবা এখন নিরাপত্তাকর্মী: এমন পরিণতির নেপথ্যে কী

সিলেট: জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী এখন জীবনধারণের জন্য সিকিউরিটি গার্ডের কাজ ...

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আহনাফ (১৬)-এর মরদেহ ...

ফুটবল

শুরু হলো বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ, সরাসরি দেখুন

শুরু হলো বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ, সরাসরি দেখুন

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বর্তমানে মাঠে খেলছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। যদিও উভয় দলই ...

আগামীকাল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: সরকারি যেভাবে দেখবেন

আগামীকাল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: সরকারি যেভাবে দেখবেন

দীর্ঘ প্রতীক্ষার পর ১০ই সেপ্টেম্বর, বুধবার ভোর ৫:৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে ...