| ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সিরিজ জয়ের ম্যাচে ৫ উইকেট পেয়েও যে কারণে উদযাপনে অনীহা হাসানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ২১:৩৯:০৭
সিরিজ জয়ের ম্যাচে ৫ উইকেট পেয়েও যে কারণে উদযাপনে অনীহা হাসানের

আয়ারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আধিপত্য করেছে বাংলাদেশ পেসাররা। যেখানে দেশ সেরা স্পিনার সাকিব-আল-হাসান বল করার সুযোগ পাননি। অন্যদিকে নাসুম আহমেদ ৩ ওভার বল করে ১১ রান দেন এবং সেখানে কোন উইকেটকে পাননি।

এছাড়া দলের অন্যতম সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করে ৩ রান দেন। তিনিও কোন উইকেট পাননি। অন্যদিকে পেসারদের মধ্যে হাছান মাহমুদ ৫ উইকেট, তাসকিন আহমেদ ৩ উইকেট এবং এবাদাত ২ উইকেট নিয়ে পুরা আয়ারল্যান্ডকে হতভম্ব করে দেন।

শুধু এই ম্যাচ বিলে কথা নয়, সব সময়ই পেসাররা সব সময়ই একটু খ্যাপাটে হয়। উইকেট পাওয়ার পর তাদের উদযাপন হয় আরও বিধ্বংসী। কিন্তু সব দিক থেকে আলাদা বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। তিনি উইকেট পাওয়ার পর তেমন কোনো উদযাপন করেন না। সতীর্থদের সঙ্গে হাই-ফাইভেই থাকেন সীমাবদ্ধ। কেন?

বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন হাসান মাহমুদ।

ম্যাচের পর সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন হাসান। জানান উইকেট প্রাপ্তির পরও কেন তিনি নীরব থাকেন। তার উদযাপনে ক্ষিপ্রতা নেই কেন, এমন প্রশ্নের জবাবে হাসান বলেন, ‘করি না (উদযাপন)… জাস্ট এমনিতেই…।’

আউট হয়ে যাওয়ার পর প্রত্যেক ব্যাটসম্যানের মন খারাপ থাকে। বোলারদের উদযাপন সে খারাপ লাগা আরও বাড়িয়ে দেয়। সেই দিক বিবেচনায় হাসান বিরত থাকেনে খ্যাপাটে উদযাপন থেকে।

তিনি বলেন, ‘ব্যাটসম্যানকে আউট করার পর উদযাপন করলে ও আরেকটু মন খারাপ বেশি হতে পারে। এটা ভেবে করি না (উদযাপন)…।’

জীবনে প্রথম ৫ উইকেট পাওয়ায় খুশি হাসান। তবে ভেসে যেতে চান না আবেগে, ‘এটা আমার প্রথম ৫ উইকেট। ঘরোয়াতেও কখনো ৫ উইকেট পাওয়া হয়নি আগে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।’

আইরিশদের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। ওয়ানডে ক্রিকেটে এর আগে কোনো উইকেট না হারিয়ে জেতার রেকর্ড ছিল না বাংলাদেশের। আবার এই ম্যাচে আয়ারল্যান্ডের দশ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা প্রথমবারের মতো। হাসানের পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি তাসকিন নেন তিনটি, ইবাদত দুটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আবুধাবিতে এশিয়া কাপ ২০২৫-এর জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে। তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ...

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আহনাফ (১৬)-এর মরদেহ ...

ফুটবল

আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচ, কবে কখন কোথায়

আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচ, কবে কখন কোথায়

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল অক্টোবর ও নভেম্বর মাসে একাধিক প্রীতি ম্যাচে অংশ নেবে। ...

আগামীকাল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: সরকারি যেভাবে দেখবেন

আগামীকাল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: সরকারি যেভাবে দেখবেন

দীর্ঘ প্রতীক্ষার পর ১০ই সেপ্টেম্বর, বুধবার ভোর ৫:৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে ...