| ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সিরিজ জয়ের ম্যাচে ৫ উইকেট পেয়েও যে কারণে উদযাপনে অনীহা হাসানের

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ২১:৩৯:০৭
সিরিজ জয়ের ম্যাচে ৫ উইকেট পেয়েও যে কারণে উদযাপনে অনীহা হাসানের

আয়ারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আধিপত্য করেছে বাংলাদেশ পেসাররা। যেখানে দেশ সেরা স্পিনার সাকিব-আল-হাসান বল করার সুযোগ পাননি। অন্যদিকে নাসুম আহমেদ ৩ ওভার বল করে ১১ রান দেন এবং সেখানে কোন উইকেটকে পাননি।

এছাড়া দলের অন্যতম সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করে ৩ রান দেন। তিনিও কোন উইকেট পাননি। অন্যদিকে পেসারদের মধ্যে হাছান মাহমুদ ৫ উইকেট, তাসকিন আহমেদ ৩ উইকেট এবং এবাদাত ২ উইকেট নিয়ে পুরা আয়ারল্যান্ডকে হতভম্ব করে দেন।

শুধু এই ম্যাচ বিলে কথা নয়, সব সময়ই পেসাররা সব সময়ই একটু খ্যাপাটে হয়। উইকেট পাওয়ার পর তাদের উদযাপন হয় আরও বিধ্বংসী। কিন্তু সব দিক থেকে আলাদা বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। তিনি উইকেট পাওয়ার পর তেমন কোনো উদযাপন করেন না। সতীর্থদের সঙ্গে হাই-ফাইভেই থাকেন সীমাবদ্ধ। কেন?

বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন হাসান মাহমুদ।

ম্যাচের পর সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন হাসান। জানান উইকেট প্রাপ্তির পরও কেন তিনি নীরব থাকেন। তার উদযাপনে ক্ষিপ্রতা নেই কেন, এমন প্রশ্নের জবাবে হাসান বলেন, ‘করি না (উদযাপন)… জাস্ট এমনিতেই…।’

আউট হয়ে যাওয়ার পর প্রত্যেক ব্যাটসম্যানের মন খারাপ থাকে। বোলারদের উদযাপন সে খারাপ লাগা আরও বাড়িয়ে দেয়। সেই দিক বিবেচনায় হাসান বিরত থাকেনে খ্যাপাটে উদযাপন থেকে।

তিনি বলেন, ‘ব্যাটসম্যানকে আউট করার পর উদযাপন করলে ও আরেকটু মন খারাপ বেশি হতে পারে। এটা ভেবে করি না (উদযাপন)…।’

জীবনে প্রথম ৫ উইকেট পাওয়ায় খুশি হাসান। তবে ভেসে যেতে চান না আবেগে, ‘এটা আমার প্রথম ৫ উইকেট। ঘরোয়াতেও কখনো ৫ উইকেট পাওয়া হয়নি আগে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।’

আইরিশদের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। ওয়ানডে ক্রিকেটে এর আগে কোনো উইকেট না হারিয়ে জেতার রেকর্ড ছিল না বাংলাদেশের। আবার এই ম্যাচে আয়ারল্যান্ডের দশ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা প্রথমবারের মতো। হাসানের পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি তাসকিন নেন তিনটি, ইবাদত দুটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সুপার সিক্সে সহজ পথ

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সুপার সিক্সে সহজ পথ

নিজস্ব প্রতিবেদক: আগামী সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া ...

টস জিতল বাংলাদেশ: পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্যে বোলিংয়ের সিদ্ধান্ত!

টস জিতল বাংলাদেশ: পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্যে বোলিংয়ের সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে ...

ফুটবল

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞার ...

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের দাপুটে জয়!

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ তাদের দাপট অব্যাহত রেখেছে। শুক্রবার (১৯ জুলাই) ...