নাঈমের সেঞ্চুরি মোহামেডান-আবাহনীর ম্যাচ শেষ, জানুন ফলাফল
এদিন ২৩৬ রানের টার্গেটে নামার পর এনামুল হক বিজয়কে হারিয়ে স্কোরবোর্ডে ২৩ রান তুলেছে আবাহনী। এই ওপেনার ১৮ বলে ১৭ রান করে রুয়েল মিয়ার উইকেট শিকার করেন। নাঈম শেখের সাথে তিন রানে পড়ে যাওয়া মাহমুদুল হাসানকে হারালেও জয় স্কোরবোর্ডে নিয়মিত রান যোগ করতে থাকেন।
তাদের ব্যাটে দ্রুতই স্কোরবোর্ডে ৫০ রানের পুঁজি পায় আবাহনী। তবে দলীয় ৬৫ রানে ২৪ রানে থাকাকালীন জয়কে বিদায় করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর খানিক পর ভারতীয় ক্রিকেটার বাবা ইন্দ্রজিতও বিদায় নেন ৯ রানে, এনামুল হক জুনিয়রকে উইকেট দিয়ে।
সঙ্গীদের আসা যাওয়ার মাঝে নাঈম শেখ তুলে নেন হাফ সেঞ্চুরি। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান ১৫০'র ঘুরে। আফিফও হাঁটতে থাকেন ৫০'র দিকে। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে সৌম্য সরকারের ওভারে আউট হন আফিফ।
এরপর মোসাদ্দেককে নিয়ে দলকে ২০০'র ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে সেঞ্চুরি তুলে নেন নাঈম। ৩৫তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই ওপেনার। ৮৬ বলে ১১০ রানের ইনিংস খেলেন নাঈম। মোসাদ্দেক অপরাজিত থাকেন ২৫ রানে।
এদিন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস টস জিতে ব্যাটিং বেছে নিয়ে দলকে শুভ সূচনাও এনে দিয়েছিলেন। প্রথম উইকেটে ইমরুল ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৩৭ রানের বিশাল জুটি গড়ে দেন। দুই ওপেনার পঞ্চাশ পেরিয়ে সাজঘরে ফেরেন।
দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েও দু’জনের কেউই রানের গতি বাড়াতে পারেননি। যখন রান গতি বাড়নোর সময় ঠিক তখনই দু’জন আউট হয়ে যান। ইমরুল ৬৬ (৯৬ বলে) আর অংকন ৭০ রানে (৮৫ বলে) আউট হন অতি অল্প সময়ের ব্যবধানে।
এরপর তিনে নামা নেমে সৌম্য সরকার ৬ বলে ১ রান করে আবাহনী বাঁ-হাতি স্পিনার তানভিরের বলে সুইপ খেলতে গিয়ে ফাইন লেগ আর লং লেগের মাঝামাঝি ক্যাচ দিয়ে ফেরেন। আর সাইফউদ্দিনের বলে ৩ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।
শুভাগত হোম শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম বলেই। আবাহনী পেসার তানজিম সাকিবের বাউন্সারে পুল করতে গিয়ে ক্যাচ দেন শুভাগত। ঠিক এরপরই ছন্দপতন। পরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের অনুষ্টুপ মজুমদার (৩৩ বলে ৩০) আর আরিফুল হক (৪৮ বলে ৩৭*) প্রাণপন চেষ্টা করে দলকে ২৩০-এর ঘরে পৌঁছে দেন। ৪৫ রানে একাই ৪ উইকেট নেন সাইফউদ্দিন।
মোহামেডান: ২৩৫/৮, ৫০ ওভার (ইমরুল কায়েস ৬৬, মাহিদুল অঙ্কন ৭০) (সাইফউদ্দীন ৪/৪৫, তানভির ২/৩৯, তানজিম হাসান সাকিব ২/৫৪)।
আবাহনী: ২৩৬/৪ ৩৪.৩ ওভার (নাঈম শেখ ১১০*, আফিফ ৪৯) (এনামুল হক জুনিয়র ১/২৬)
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে যোগ হলো কঠোর বিধান
- জানুয়ারি থেকেই নতুন পে-স্কেল কার্যকর!
- সোনার দামে মহাধস! দাম নেমে এলো ১ লাখ ১৯ হাজার টাকায়
- জাহান্নামমুখী ব্যাক্তির দুই রোগ লেগেই থাকে
- পে কমিশনে মতবিনিময় শেষ: সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হল
- কঠোর সিদ্ধান্তে সেনাবাহিনী: ২৪ ঘণ্টা সব থানায় সেনা সহায়তার ঘোষণা
- ২০ গ্রেডের কাঠামো ভেঙে যাচ্ছে: সরকারি কর্মীদের বেতন অনুপাত পাল্টে দেবে যে নতুন প্রস্তাব
- রেকর্ড পতন শেষে চাঙ্গা স্বর্ণের বাজার
- কঠোর সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান
- এক ভরি স্বর্ণের দাম কমে ১ লাখ ৩১ হাজার টাকায়
- দেশের বাজারে লাফিয়ে ২৪ হাজার টাকা কমলো সোনার দাম
- যে চাকরি পাচ্ছেন বিয়ারিং পড়ে নিহত কালামের স্ত্রী
- ডিসেম্বরে ঘোষণা হবে নতুন পে স্কেল!
- নতুন বেতন কাঠামোতে বড় সুখবর পাচ্ছে বেসরকারি চাকরিজীবীরা
- সোনার দাম কমলো ১০ হাজারের বেশি, আজ থেকে নতুন মূল্য কার্যকর
