| ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো আলভারেস, জানুন বিস্তারিত

২০২৩ মার্চ ১৮ ১৫:২০:৪২
ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো আলভারেস, জানুন বিস্তারিত

কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন দলের অন্যতম তারকা ফুটবলার আলভারেজ। আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে মেসির সঙ্গে হাত মিলিয়েছেন এই তারকা। তাই দলগুলো এখন তার দিকে নজর রাখছে। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তি এক বছর বাড়িয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে থাকবেন।

ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে এক বিবৃতিতে এক বছরের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে সিটি। আলভারেজ গত গ্রীষ্মে একটি ট্রান্সফারে প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দেন। প্রাথমিকভাবে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছিলেন তিনি। আর্জেন্টিনা ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ বাড়ায় যোগ দেওয়ার বছর।

ম্যানচেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে করেছেন ১০ গোল। শুরুর একাদশে ছিলেন ১১ ম্যাচে। সিটিতে রয়েছে আর্লিং হলান্ড। তার উপস্থিতিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি এই ফরোয়ার্ড।

কাতার বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন আলভারেস। আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আসরে ৪টি গোল করে দলের বিশ্বকাপ জেতায় অবদান রাখেন তিনি।

পাঠকের মতামত:

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর



রে