বিরাট কোহলির সামনে ৪ রেকর্ডের হাতছানি, জানুন বিস্তরিত

শুক্রবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ হবে মুম্বাইয়ে। ওয়ানডে সিরিজে দুটি মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে বিরাট কোহলির। রোলে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। শেষ টেস্টে ১৮৬ রান করেন তিনি। সাদা বলের ক্রিকেটেও এই ছন্দ বজায় রাখার চেষ্টা করবেন বিরাট।
প্রথমত, এই এক দিনের সিরিজ়ে সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংয়ের সঙ্গে একই ক্লাবে ঢুকে পড়ার সুযোগ রয়েছে বিরাটের। এক দিনের ক্রিকেটে আর ১৯১ রান করতে পারলেই বিরাটের ১৩ হাজার রান হয়ে যাবে। সেই সঙ্গে সচিন (১৮৪২৬), কুমার সঙ্গকারা (১৪২৩৪), রিকি পন্টিং (১৩৭০৪) এবং সনথ জয়সূর্যের (১৩৪৩০) পর তিনিই বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান পার করবেন।
দ্বিতীয়ত, আরও একটি মাইলফলক ছুঁতে পারেন বিরাট। সেটি করতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচেই শতরান করতে হবে তাঁকে। কঠিন হলেও বিরাটের পক্ষে যা সম্ভব। যদিও শেষ চার মাসে তিনটি শতরান করেছেন বিরাট। এই মুহূর্তে এক দিনের ক্রিকেটে বিরাটের শতরানের সংখ্যা ৪৬টি। সচিন এক দিনের ক্রিকেটে ৪৯টি শতরান করেছিলেন। তিনটি শতরান করলে সচিনকে ছুঁয়ে ফেলবেন বিরাট।
তৃতীয়ত, ঘরের মাঠে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করার তালিকায় বিরাট রয়েছেন তিন নম্বরে। সচিন ১৬৪ ম্যাচে করেছিলেন ৬৯৭৬ রান। পন্টিং করেছিলেন ৫৪০৬ রান। তৃতীয় স্থানে থাকা বিরাট করেছেন ৫৩৫৮ রান। অর্থাৎ এই সিরিজ়ে ৪৯ রান করলেই পন্টিংকে টপকে যাবেন বিরাট। সামনে থাকবেন শুধু সচিন। তাঁর থেকে বিরাট এখনও পিছিয়ে ১৬১৮ রানে।
চতুর্থত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে বিরাটের আটটি করে শতরান রয়েছে। সচিনের রয়েছে ন’টি। তাঁর সামনে সুযোগ রয়েছে সচিনকে ছোঁয়ার বা তাঁকে টপকে যাওয়ার। একই সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনেও। রোহিত যদিও প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। পারিবারিক কারণে খেলবেন না তিনি। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন রোহিত। প্রথম ম্যাচে তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য।
মুম্বই এবং বিশাখাপত্তনম ছাড়াও ভারতের ম্যাচ রয়েছে চেন্নাইয়ে। ১৭, ১৯ এবং ২২ মার্চ হবে ম্যাচগুলি। আইপিএলের আগে এটাই ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ডাকসু নির্বাচনে জয়ী শিবির প্যানেলকে যা বললেন নুর
- বাংলাদেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- আমানতের জন্য সবচেয়ে নিরাপদ ১০টি ব্যাংক: কারা আছে শীর্ষে
- মৃত্যুর পর মানুষ কিভাবে বুঝতে পারে সে মারা গেছে
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- জাকসু নির্বাচন: ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ, যারা হলেন বিজয়ী
- ডাক্তার-শিক্ষকদের জন্য বিশেষ ভাতার সুপারিশ
- সরকারি চাকরিতে প্রবেশের বয়স হচ্ছে ৩৩ বছর
- জাকসু নির্বাচন: ছাত্রদলের ভোট বর্জন নিয়ে যা বললেন শিক্ষার্থীরা
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচ, কবে কখন কোথায়
- আজ বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম
- জানুন আজকের টাকার রেট: ডলার, ইউরো, রিয়াল
- পুলিশ খুঁজছে মুফতি তাহেরিকে: যে অভিযোগে মামলা
- ব্রাজিলের পরবর্তী দুই প্রীতি ম্যাচ: কবে, কখন, কোথায়