আর্জেন্টিনায় ফিরতে চান না মেসি, জানুন আসল কারণ

এমনটাই জানিয়েছেন মেসির ছোটবেলার ক্লাব নেয়েল ওল্ড বয়েজের কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ। তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন।
হেইঞ্জ বলেছেন, ‘‘এই হামলা মোটেই হাল্কা ভাবে নেওয়ার বিষয় নয়। লিয়ো চিন্তায় রয়েছে। ও কবে দেশে ফিরবে সেটা এখনও ঠিক করেনি। এই পরিস্থিতিতে ফেরা সহজ নয়।’’
তিনি আরও বলেছেন, ‘‘মেসির পরিবারের উপর এই হামলা হয়েছে বলে হয়তো কথা হচ্ছে। তবে এই ঘটনা নতুন নয়। রোসারিয়োয় মাদক কারবারের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আরও অনেক ফুটবলারের পরিবারের উপর হামলা করেছে। তারা তো ফিরতেও পারছে না।’’
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছিল। প্রত্যক্ষদর্শীরা দু’জন দুষ্কৃতীকে মোটরবাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। দুষ্কৃতীরা আন্তোনেল্লার দোকানে গুলি চালানোর পর পালিয়ে যাওয়ার আগে মেসির জন্য একটি চিঠি রেখে যায়। তাতে লেখা ছিল, “মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জাভকিন (রোসারিয়োর মেয়র পাভলো জাভকিন) একজন মাদকচক্রী। ও তোমায় বাঁচাতে পারবে না।”
সেই ঘটনা প্রসঙ্গে জাভকিন বলেছেন, ‘‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মেসির উপর আক্রমণের ঘটনার খবরের থেকে আর কিছু দ্রুত ছড়িয়ে পড়তে পারে না। ঠিক সেটাই হয়েছে। আমি আন্তোনেল্লার সঙ্গে কথা বলেছি। এই ঘটনায় ওঁরা অত্যন্ত উদ্বিগ্ন।’’ তিনি আরও বলেছেন, “শহরে হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। হিংসা নিয়ন্ত্রণে আনতে শহরে আরও পুলিশ নিয়োগের দরকার রয়েছে।’’
আন্তোনেল্লার দোকানে মোট ১৪ রাউন্ড গুলি চালিয়েছিল দুস্কৃতীরা। দোকানটির ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাউদিয়ো ব্রিলোনি বলেছেন, ‘‘কারা হামলা চালাতে পারে, সে ব্যাপারে সুপার মার্কেট কর্তৃপক্ষের কোনও ধারণা নেই।’’ ঘরের মাঠে আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচের আগে এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
আগামী ২৩ মার্চ পানামা এবং ২৮ মার্চ কুরাকাওয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম বার মাঠে নামার কথা আর্জেন্টিনার। প্রথম ম্যাচটি হবে বুয়েনস আইরেসে। দ্বিতীয় ম্যাচটি হবে সান্তিয়াগো দেল এস্তোরো প্রদেশে। দেশের হয়ে এই দু’টি ম্যাচে মেসির খেলা যদিও নিশ্চিত নয়। মেসির দেশে ফেরা বড় প্রশ্নের মুখে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- কপালে কালো দাগ হওয়া কিসের লক্ষণ
- সুদানে বিমান হামলায় নিহত ৪০ আমিরাতি ভাড়াটে সেনা
- দাসী রেখে সহবাস: ইসলাম কী বলে
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন প্রতীক নিয়ে নির্বাচনে আসছে আওয়ামী লীগ
- হাত-পায়ের এই ৭ লক্ষণ কিডনি নষ্টের ইঙ্গিত
- তদন্তে মিথ্যা প্রমাণিত: বাংলা প্রথম পত্রের পরীক্ষা বাদ আনিসার
- বাংলাদেশ বনাম কোরিয়া, লাইভ দেখবেন যেভাবে
- আওয়ামী লীগ নেতাদের আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে মমতা
- ৮০ মিনিটে কোরিয়ার বিপক্ষে ১-৩ গোলে পিছিয়ে বাংলাদেশ
- বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- ৯০ মিনিটে কোরিয়ার বিপক্ষে ১-৬ গোলে হারল বাংলাদেশ
- সিজারে সন্তান নিলে কি জান্নাত মিলবে না
- ৯০ বছর ধরে হাতুড়ির বদলে গ্রেনেড ব্যবহার!
- স্টোকের এক মাস আগে শরীর যে ৫ লক্ষণ দেখায়