| ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

মেসির দেশ আর্জেন্টিনায় খেলতে জামালের দৌঁড়ঝাপ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ২১:৫৮:২৭
মেসির দেশ আর্জেন্টিনায় খেলতে জামালের দৌঁড়ঝাপ

বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের এই অধিনায়ক বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন। তাই এই ডিফেন্সিভ মিডফিল্ডার শেখ রাসেলের কাছ থেকে ছাড়পত্র নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন শুধু মাত্র মেসির দেশে জাওয়ার জন্য।

এর আগে গত মাস ফেব্রুয়ারির ২৭ তারিখে অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাবে যোগ দিতে পারেন বলে প্রতিবেদন করে টিওয়াইসি স্পোর্টস। কিন্তু সে সময় খবরটিকে জামাল উড়ো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। অথচ খবরটি প্রকাশের ২৪ ঘন্টা পেরোনোর আগেই দৌঁড়ঝাপ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক।

শেখ রাসেল ও ঢাকা আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপের খেলা শেষেই তিনি আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়ায় নামেন।

শেখ রাসেল ক্রীড়া চক্রের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বসুন্ধরা গ্রুপেরও কর্মকর্তা। শেখ রাসেল ক্লাব যেন ছাড়পত্র দেয় সেজন্য জামাল ইমরুল হাসানের কাছে অনুরোধ করেছেন। আজ কথা বলেছেন শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গেও।

এই বিষয়ে জামাল বলেন, ‘আমি তাদের বলেছি, আর্জেন্টিনায় খেলতে চাই। আপনারা আমাকে সুযোগ দিন। আমাকে তাদের দলে প্রয়োজন এবং সেখানকার বিষয়েও আলাপ করেছি’।

এদিকে, জামাল ভূঁইয়াকে প্রায় কোটি টাকা পারিশ্রমিক দিয়ে শেখ রাসেল দলে ভিড়িয়েছিল। প্রথম লেগ শেষে জামালের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স পায়নি বলে ক্লাবের অনেক কর্তাই অসন্তুষ্ট। তার ওপর আর্জেন্টিনার ক্লাবে খেলতে মরিয়া হয়ে ওঠায় তাদের অনেকের মধ্যে বিরক্তিও তৈরি হয়েছে।

জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামালের বিষয়ে বলছেন, ‘জামালের আর্জেন্টিনায় যাওয়ার বিষয়ে আমি কিছু জানি না। তাকে লিগে পারফরম্যান্সের জন্য দলে ডাকা হয়েছে। অন্য সবার মতো সেও ক্যাম্পে আসবে ও অনুশীলন করবে’।

শেষ পর্যন্ত আর্জেন্টিনায় খেলার অনুমতি পেলেও মার্চ উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে রয়েছে বলে জানান জামাল,‘ক্লাব যদি আমাকে রিলিজ দেয় আমি মার্চে জাতীয় দলে খেলব। ফিফার নিয়ম অনুযায়ী উইন্ডোর সময় ছাড়তেই হবে’। তবে জামাল ভূঁইয়া আজ ক্লাব কর্মকর্তার সঙ্গে আলোচনা করে খুব বেশি আশাবাদী হতে পারেননি। তাই বিভিন্ন মাধ্যমে রিলিজ পাওয়ার চেষ্টা করছেন তিনি। এ নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও কথা হয়েছে জামালের, ‘সভাপতির সঙ্গে আমার আর্জেন্টিনায় খেলার ব্যাপারে আলাপ করেছি। তিনি দেখবেন বলে জানিয়েছেন’।

আর্জেন্টিনায় জামালের পাওয়া প্রস্তাব নিয়ে ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তাকে ছাড়পত্র দেয়ার মত দিয়েছেন আবার অনেকে সমালোচনার সুরে বলছেন, ‘আর্জেন্টিনা,ব্রাজিলের শীর্ষ লিগের খেলোয়াড়রা বাংলাদেশে এসে খেলছে, বাংলাদেশ দলের অধিনায়ক আর্জেন্টিনায় যাবে তৃতীয় বিভাগ খেলতে স্রেফ টাকার জন্য’!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভারতকে ক্রিকেট থেকে আজীবন বহিষ্কারের দাবি: যা জানা গেল

ভারতকে ক্রিকেট থেকে আজীবন বহিষ্কারের দাবি: যা জানা গেল

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান দ্বৈরথ বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, তবে এশিয়া কাপ ফাইনালের পর সেই আলোচনা ...

যে কারনে এশিয়া কাপের ট্রফি নেয়-নি ভারত

যে কারনে এশিয়া কাপের ট্রফি নেয়-নি ভারত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ এর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে ভারত রেকর্ড নবমবারের মতো ...

ফুটবল

টাইব্রেকারে শেষ হল বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ

টাইব্রেকারে শেষ হল বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ

টানা দুই আসরের ফাইনালের হারের আক্ষেপ দূর করার লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে ...

চ্যাম্পিয়নস লিগ: রিয়াল মাদ্রিদ বনাম কাইরাত, মোবাইলে লাইভ দেখার উপায়

চ্যাম্পিয়নস লিগ: রিয়াল মাদ্রিদ বনাম কাইরাত, মোবাইলে লাইভ দেখার উপায়

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রিয়াল ...