| ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

২০২৩ বিশ্বকাপ নিকটে, এখনই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার সেরা সময়: হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৭:৩৭:১১
২০২৩ বিশ্বকাপ নিকটে, এখনই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার সেরা সময়: হাথুরুসিংহে

২০১৭ সালে বাংলাদেশ ছাড়ার পর ৫৪ বছর বয়সী এই কোচ ছয় বছর পর আবার ফিরে আসেন। আগেও বহুবার হাথুরসিংহকে চেয়েছিল বিসিবি। কিন্তু অবাধ্যতার কারণে তিনি ফিরে আসেননি। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হাথুরসিংহে আবার এই প্রস্তাব গ্রহণ করেন।

কয়েক মাসের মধ্যেই তিনি নিউ সাউথ ওয়েলসে চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসেন। বুধবার দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরসিংহে। তার প্রথম প্রশ্নে, তিনি ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন যে তিনি ২০২৩ বিশ্বকাপের লক্ষ্য নিয়ে ফিরে এসেছেন।

হাথুরুসিংহে বলেন, ‘আমি চলে যাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেছি। সময়ে সময়ে আমার সঙ্গে অনেক খেলোয়াড়, কর্মকর্তার যোগাযোগ হয়েছে। সেটা বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে। বাংলাদেশ ক্রিকেট সব সময়ই আমার হৃদয়ে আছে। কারণ, সেটা ছিল আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। ব্যাক অব দ্য মাইন্ডে ছিল আবার বাংলাদেশে ফিরবো। কিন্তু ভাবিনি এতোটা দ্রুত হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ চলাকালিন প্রেসিডেন্ট (বিসিবি) এবং কিছু অফিসিয়ালের সঙ্গে বৈঠক করেছি। সেখানেই আলোচনা হয়েছিল কিছু বিষয় নিয়ে। ভেবেছি এখনই সেরা সময় এখানে ফেরার। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আছে। নিউ সাউথ ওয়েলসের মৌসুম শেষে ফিরলে দেরি হয়ে যেত। তাই বিগ ব্যাশ শেষ হওয়ার সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিই এখনই ভালো সময় বাংলাদেশে ফেরার।’

হাথুরুসিংহের হাত ধরেই বাংলাদেশ আইসিসি ইভেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য পেয়েছে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। ২০১৫ সালে খেলেছিল কোয়ার্টার ফাইনাল। নিশ্চিতভাবেই হাথুরুসিংহের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশের থেকে অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চাপ রয়েছে হাথুরুসিংহের ওপরও।

তিনি বলেন, ‘কোচরা সবসময়ই চাপে থাকেন। দল ভালো করলে কোচরা টিকে যান। দল ভালো না করলেও কোচের দিকে আঙুল তোলা হয়। আমাদের সবারই প্রত্যাশা থাকে। দেশের সবারই প্রত্যাশা আছে। কারণ, এটা (ওয়ানডে বিশ্বকাপ) ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এমন একটা ফরম্যাটে এই প্রত্যাশাটা যেখানে আমরা খুব ভালো খেলি। তাই প্রত্যাশাটা অনেক বড়। এটা সম্পূর্ণভাবে আমরাই নিয়ন্ত্রণ করতে পারি। আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি নিজেদের সামর্থ্য অনুযায়ী। বড় খেলোয়াড় এবং মূল খেলোয়াড় যারা আছে তারা প্রত্যেকে ফিট এবং সুস্থ থাকেন। আমরা যদি সেরকম কিছু করতে চাই অবশ্যই আমাদের সেভাবেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে।’

গত ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে গিয়ে আটকে গিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে পারেনি। আইসিসি ইভেন্টে নিজেদের সর্বোচ্চ সাফল্য ছাপিয়ে যেতে পারবে সামনে?

আত্মবিশ্বাস হাতুরুসিংহে বলেন, ‘এটা খুব বিরাট প্রশ্ন (হাসি) । এটা এমন একটা জিনিস যেটা আমরা চাই। তবে এটা সময় নির্ধারণ করে দেবে। এখনই বলা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমরা শীর্ষ চারের মধ্যেও নেই। এখানে এসেই বলা যে, হ্যাঁ আমি এটা করে দেখাব খুব বুদ্ধিমানের কাজ হবে না। আমাদেরকে এখনও কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদেরকে আরও ফিট হতে হবে। নিজেদের স্কিলে আরও উন্নতি আনতে হবে। সেরা কম্বিনেশন বাছাই করতে হবে। নিশ্চিত করতে হবে খেলোয়াড়রা যেন টপ ফর্মে থাকে বিশ্বকাপ পর্যন্ত। দেখা যাক সামনে কি হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

নাসুমের বাবা এখন নিরাপত্তাকর্মী: এমন পরিণতির নেপথ্যে কী

নাসুমের বাবা এখন নিরাপত্তাকর্মী: এমন পরিণতির নেপথ্যে কী

সিলেট: জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী এখন জীবনধারণের জন্য সিকিউরিটি গার্ডের কাজ ...

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আহনাফ (১৬)-এর মরদেহ ...

ফুটবল

শুরু হলো বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ, সরাসরি দেখুন

শুরু হলো বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ, সরাসরি দেখুন

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বর্তমানে মাঠে খেলছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। যদিও উভয় দলই ...

আগামীকাল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: সরকারি যেভাবে দেখবেন

আগামীকাল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: সরকারি যেভাবে দেখবেন

দীর্ঘ প্রতীক্ষার পর ১০ই সেপ্টেম্বর, বুধবার ভোর ৫:৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে ...