| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

জোড়া ছক্কায় সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১২ ২২:১৪:০৪
জোড়া ছক্কায় সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

আজকে মিরপুরে দিনের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে যায় সিলেট। জবাবে ২০ বল হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় কুমিল্লা, ১৩০/৬। বিপিএলে কুমিল্লার এটি চতুর্থবারের মতো ফাইনাল। আগের তিনবার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা। তার মানে, ফাইনালে উঠলে কুমিল্লা কখনো হারে না।

সহজ লক্ষ্যে খেলতে নেমে কুমিল্লাকে তেমন বেগ পেতে হয়নি। লিটন ও জনসন চার্লস ব্যর্থ হলেও সুনিল নারাইন ও মোসাদ্দেকের ব্যাটে লক্ষ্যে পৌছায় দলটি। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ১৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন নারাইন। ২৭ বলে ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন। ১৩ বলে এক চার ও দুই ছক্কায় ২১ রান করেন মঈন আলী। বল হাতে সিলেটের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার রুবেল হোসেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বাজে ছিল সিলেটের। ১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় দলটি। দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দেন শফিকুল্লাহ গাফারি (৫)। একই ওভারে রান আউটের শিকার হার্ড হিটার তৌহিদ হৃদয় (০)।

পরের ওভারে বল করতে আসেন কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নিজের প্রথম ওভারেই সফল তিনি। ফেরান ৪ বলে দুই রান করা জাকির হাসানকে। এমন অবস্থায় দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন ওপেনার নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দলীয় ৭২ রানে শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তানভিরের তালুবন্দী হন মাশরাফি। ১৭ বলে দুই চার ও ছক্কায় ২৬ রান করেন ম্যাশ। তার বিদায়ের পর টিকতে পারেননি শান্তও। তানভিরের বলে বোল্ড হয়ে যান ২৯ বলে চারটি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করা শান্ত।

মুশফিকুর রহীম ২২ বলে করেন ২৯ রান। জর্জ লিন্ডে ১৪ বলে করেন ১৩ রান। শেষের দিকে সিলেটের ব্যাটিং দেয়াল ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। বল হাতে কুমিল্লার হয়ে তানভির, রাসেল, মুস্তাফিজুর দুটি করে উইকেট নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এক ওভারে ৪৫ রান: আফগান ব্যাটারের অবিশ্বাস্য ব্যাটিং

এক ওভারে ৪৫ রান: আফগান ব্যাটারের অবিশ্বাস্য ব্যাটিং

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট মাঠে আবারও এক অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। এবার টি-টেন ...

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ: সময় ও ভেন্যু

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ: সময় ও ভেন্যু

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে ...

ফুটবল

আর্জেন্টিনার নাটকীয় জয়: টাইব্রেকারে উরুগুয়েকে হারালো

আর্জেন্টিনার নাটকীয় জয়: টাইব্রেকারে উরুগুয়েকে হারালো

নিজস্ব প্রতিবেদক: কোপা আমেরিকা ফেমেনিনা ২০২৫-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এক দারুণ রোমাঞ্চকর লড়াই দেখেছে ...

জুভেন্টাস বনাম রেজিয়ানা: লাইভ স্ট্রিমিং ও আপডেট

জুভেন্টাস বনাম রেজিয়ানা: লাইভ স্ট্রিমিং ও আপডেট

নিজস্ব প্রতিবেদক: আজ (শনিবার, ২ আগস্ট, ২০২৫) জুভেন্টাস ট্রেনিং সেন্টার কন্টিনাসাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুভেন্টাস ...