হুট করে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিশাল সুখবর দিল বিসিবি

সকলের অনুশীলনের একমাত্র ভরষা এই ভেন্যুটি। তবে এবার নারী দলের অনুশীলনের জন্য স্থায়ী ভেন্যু নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে অনূর্ধ্ব ১৯ (পুরুষ) দলের জন্যও স্থায়ী অনুশীলনের ভেন্যু ঠিক করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
তবে হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলা টাইগার্সের অনুশীলনের জন্য স্থায়ী ঠিকানা নির্ধারণ করতে পারেনি। জ্যোতি-সালমাদের অনুশীলনের জন্য খুলনা স্টেডিয়ামকে স্থায়ীভাবে বরাদ্ধ দিয়েছে বিসিবি। আর অনূর্ধ্ব-১৯ ছেলেদের ক্রিকেটের জন্য রাজশাহী স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
"আগে শুধু জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দল অনুশীলন করত। এখন অনূর্ধ্ব-১৯ নারী দল হয়েছে, জাতীয় নারী দলের এফটিপি হয়েছে। তাই মাঠ যেমন প্রয়োজন, অনুশীলনের প্রয়োজন সুবিধাও। আগেও বলেছিলাম, একেকটা সেন্টার ধরে কাজে হাত দেবো আমরা। আমি রাজশাহী ঘুরে এসেছি। আমরা এরই মধ্যে সেখানকার কাজে হাত দিয়েছি।"-মাহবুব আনাম, চেয়ারম্যান, গ্রাউন্ডস কমিটি, বিসিবি
অনুশীলনের জন্য অবকাঠামো বাড়ানো হচ্ছে বলেও জানান মাহবুব আনাম, ‘রাজশাহীতে ইনডোর সুবিধাটি পুনর্গঠন করা হচ্ছে। ওটার মেরামতের কাজে হাত দিয়েছি। চট্টগ্রাম ও সিলেটে আমরা যেভাবে অনুশীলন সুবিধা তৈরি করেছি, একইভাবে আমরা রাজশাহীতেও কাজটা করব। আমরা আশা করছি এই বর্ষার মধ্যেই রাজশাহীর অনুশীলন সুবিধা প্রস্তুত করব এবং অনূর্ধ্ব-১৯ ছেলেদের জন্য একটা স্থায়ী অনুশীলনের ব্যবস্থা করব। একইভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে খুলনাকে আমরা নারী দলের অনুশীলনের জন্য তৈরি করব। আমাদের সার্ভেয়াররা এখন রাজশাহীতে কাজ করছে। রাজশাহীর কাজ শেষ করে তারা খুলনার কাজটা ধরবে।’
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বরিশালে মাঠ তৈরি করছে। সেই মাঠের দিকেও নজর আছে বিসিবি। এমনটাই জানিয়েছন মাহবুব আনাম, ‘আমরা বরিশালেও কাজ ধরব। এনএসসি বরিশালের মাঠের উন্নয়ন কাজ করেছে। একইসাথে মাঠের বাইরে অনুশীলনের জন্য বাকি যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর কাজ শুরু হবে। এ তিনটা মাঠের কাজই আমরা এই মৌসুমে শুরু করব। আশা করছি এই বছরের মধ্যেই এই তিনটা সুবিধা তিনটা গ্রুপের অনুশীলনের জন্য তৈরি হয়ে যাবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন করে ৩ ধরনের ভাতা বাড়লো
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের সুযোগ বাড়ল
- ২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি
- সুপার ফোরে বাংলাদেশ: দেখে নিন কার সাথে কখন ম্যাচ
- ৩২ রান দিয়েছে ছেলে, হার্ট অ্যাটাকে মারা গেলেন বাবা
- ছড়িয়ে পড়েছে মিশা সওদাগরের মৃত্যুর খবর, সত্য মিথ্যা যা জানা গেল
- আজকের সকল দেশের টাকার রেট (১৯ সেপ্টেম্বর)
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম নেপাল
- ক্যান্সারের মহৌষধ গাজর: কীভাবে খাবেন
- যে ৩ সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন
- আজকের সকল দেশের টাকার রেট (২০ সেপ্টেম্বর)
- নবজাতককে চুমু খেলেই বিপদ